নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

রেজামন্দি

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০



মাটির সাথেই শেষে মিশে যেতে হবে,
মাটির আশ্রয়ে শেষ বিশ্রামের তরে,
ধুলি মাখা জবুথবু পোকাদের ঘরে,
পরিপাটি শরীরের প্রতি অবয়বে।
যতনের ঠাঁই নেই আঁধারের ঘর,
কেউ নেই কিছু নেই বিষন্ন বাতাস,
শান্তনার বানী নেই শুধু হা-হুতাশ!
আপনার আপন কে? সকলেই পর।

সাথীহীন সফরের আছে কিছু পুজি?
দীন আমি, ফোটাতে পারিনি কোনো কলি,
পথহারা পথিকের মত করে চলি,
পালয়িতা মহানের রেজামন্দি খুঁজি।
আশায় আশায় ঘুরি ক্ষমা পাব তাঁর,
সর্বময় ক্ষমতায় মহিমা অপার।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:



খুবই চমৎকার একটি কাব্য! সৃষ্টির অর্ঘ্য স্রষ্টার প্রতি!

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা অভিনন্দন। প্রার্থনা, ভাল থাকুন নিরন্তর।

২| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে।
ভালো থাকুন আরো লিখে যান অবিরত

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনার দেখা পেলুম কত দিন পরে! আনন্দিতবোধ করছি কবি বোন। প্রেরনা রেখে গেলেন। অবিরত ভাল থাকার দুআ।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিশে যাবো অবশেষে, আঁধারে মাটিতে
স্মরিবে না কেউ আর, নিজের বাটিতে!
অনন্ত বিশ্রামে আমি, একাকি প্রহর
পোকা খাবে দেহ মোর, কষ্টের লহর!
কত না যতনে দেহ,সাজিয়েছি হেথা
সে দেহ সইবে একা, কত শত ব্যথা,
রবে না কেউ পাশেতে, সুনসান একা
সাপ বিচ্ছু পোকাদের, পাবো শুধু দেখা।

কে দেবে সান্ত্বনা বসে, কে বুলাবে হাত
অশ্রু মুছতে চোখের, কে যে রবে সাথ
যতটুকু পুণ্যি আছে, সেটুকুন পুঁজি
মরে যাবো জেনে তবু, পাপ পথ খুঁজি।
বেলাশেষে ঠাঁই হবে, আঁধারের ঘর
কেউ রবে না আপন, হবে সবে পর।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

নতুন নকিব বলেছেন:



বাহ! সুন্দর এবং পুরো একটি কবিতাই তো দিয়ে দিলেন! মা-শাআল্লাহ! যথারীতি হৃদয়াগ্রাহী! শুভকামনা আবারও।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

অচেনা হৃদি বলেছেন: ভালো লেগেছে, ছবি আপুর মন্তব্যটাও চমৎকার (৩ নং), মন্তব্যে প্লাস । :)

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০১

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। কৃতজ্ঞতা জানবেন। জ্বি, তার কবিতাটি অপূর্ব! লাইক দিয়েছি। অনেক ভালো থাকবেন।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কবিতা, সুন্দর সনেট গড়েছেন, ভালো লাগা জানবেন

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি, উপস্থিতি প্রেরনার। এক পশলা স্নিগ্ধতা রেখে গেলেন। কৃতজ্ঞতা এবং অনেক শুভকামনা।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: স্বচ্ছ সুন্দর কবিতা।
এক কথায় প্রানবন্ত।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

নতুন নকিব বলেছেন:



কথার যাদুতে মুগ্ধতা একরাশ!

কৃতজ্ঞতা এবং শুভকামনা অফুরান।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি, এক শব্দের হলেও মন্তব্য রেখে গেলেন দেখে আপ্লুত! কৃতজ্ঞতাসহ অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.