নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আকুতি

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪০



বন্দেগীর জিন্দেগীতে নিজেকে বিলীন,
করে যদি পারতাম কাটাতে সময়।
প্রশান্তি কিছুটা বুঝি লভিত হৃদয়,
একা থেকে জীবনের বাকি ক'টা দিন।
নিদ্রায় বেভুল জড়-অলসতা ভারে,
কেটে গেছে স্বর্নবেলা- আজ অস্তপারে।

একাকি গোপনে যদি বাকিটা সময়,
নিরিবিলি ইবাদতে মহান রবের।
কাটাতে সক্ষম হত এ পোড়া হৃদয়,
অবসান হত বুঝি যাতনা সবের।
আহত পাখির মত বেদনা কাতর,
হৃদয়ের পাঁজরের ক্ষত যেত সেরে।
অন্তরে-অলিন্দে ওই নামের আখর,
বিশ্বাস না হয় দেখো, এই বুক ফেঁড়ে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বন্দেগির বিশ্বাস টুকুইতো নাই
কিভাবে হবে বন্দেগী?
বিশ্বাসে ভোগবাদ, পূজিবাদ
আয়নায় নিজেকে খূঁজলামনা সারাজীবন
মোনাফেকি পোষাকি আচরনে শঠতায়
ব্যস্ত জীবনে বন্দেগি করছে বটে
অর্থের, সম্পদের আর ভোগের!

কলেমার অর্থ না বোঝাই সকল মূল
বললেন কি রাসুল।
আর বুঝলাম কি বোকাকুল?
ব্যাস মাঝখানে অথৈ পাথার
হাবুডুবু খায় অজ্ঞানতার ভুলে!

আপনারে আপনি চিনে
যখন উদ্ভাসে আলোর আভাসে
তখন সকল কর্মই ইবাদাহ
মৌলিক অন্বেষনে জীবন কত অপ্রতুল!

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৩

নতুন নকিব বলেছেন:



কবিতায় পারফেক্ট বলেছেন প্রিয় কবি। তা বলে আস্ত একটি কবিতা! কবিতাটি কি এখনই লিখলেন? না কি পূর্বেরই লিখিত? দারুন কবিতা! ভাল লাগলো। অবশ্য আপনি যা-ই লিখেন তাতেই দেখি মুগ্ধতা ছড়িয়ে পড়ে। কবির হাত বলে কথা। লিখলেই কবিতা হয়ে যায়। কলম ঘোরালেই ছন্দ হয়ে যায়।

'আখলিছূ দী-নাকুম ইয়াকফি-কাল আমালুল ক্কলি-ল।'

'তোমাদের বিশ্বাসকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে।' হাদিস।

সমস্যাটা তো এখানেই। আমাদের বিশ্বাসের ভেতরে ভেজাল। বিশ্বাসকে যতক্ষনে শানিত করতে না পারবো, বিশ্বাসকে খাঁটি করতে না পারবো, ততক্ষন পর্যন্ত জেনে রাখা প্রয়োজন, আমাদের আমলের ফলাফল হবে শুন্য। এজন্যই প্রত্যেকের জন্য জ্ঞান অন্বেষনকে ফরজ সাব্যস্ত করেছে ইসলাম।

কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন প্রিয় কবি।

২| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



মনের কোনে জমে থাকা কিছু কথামালা কবিতার ছন্দে প্রকাশের চেষ্টা মাত্র।

আপনি প্রতিটি পোস্টে যত্নসহকারে উপস্থিতি জানান দেন, মূল্যায়ন জানিয়ে যান দেখে ভাল লাগে। শুভকামনা।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫০

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। জাজাকুমুল্লাহ।

অনেক ভাল থাকুন।

৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আগমনে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.