নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
সত্যি বড় জানতে ইচ্ছে করে, এই আন্দোলনটিও কি স্বাধীনতাবিরোধী অপশক্তির নামে উৎসর্গ করা হবে? আমাদের এই দেশ তো সব সম্ভবের দেশ। আমরা পারি না এমন কি কিছু আছে?
রাজপথে ফের মৃত্যুমিছিল
খালি হচ্ছে মায়ের বুক!
কর্তারা সব উল্লসিত
ছোঁয় না তাদের কোনোই দু:খ
কোটা আন্দোলনের মতন
এই দাবিটাও দমাতে,
কোমলমতি পড়ুয়াদের
ক্ষোভের আগুন কমাতে!
এবারও কি বলা হবে
এ-ও রাজাকারের চাল!
স্বাধীনতাবিরোধীদের
ষড়যন্ত্রের নতুন জাল!
শিক্ষার্থীদের লাশে চড়ে
উজির মশাই হেসেই খুন!
ধন্য উজির ধন্য স্বদেশ
ধন্য উহার হাস্য গুন!
কোমলপ্রান দুই শিক্ষার্থী, দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব, যারা ঝড়ে গেছেন বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে। যার সাথে পিষ্ট হয়েছে তাদের স্নেহময়ী বাবা-মায়ের স্বপ্নগুলোও - হারিয়ে যাওয়া এই দুই শিক্ষার্থী এবং নয় দফা আন্দোলনে পথে নেমে কোমলপ্রান যেসব শিক্ষার্থী আহত হয়েছেন তাদের করকমলে।
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪
নতুন নকিব বলেছেন:
সহযাত্রী হয়ে থাকলাম। কৃতজ্ঞতা মন্তব্যে।
২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
গ্রেনেড খাওয়ার পর সিঁদুরে মেঘ
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৫
নতুন নকিব বলেছেন:
বুঝিনি। মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩১
নাহিদ০৯ বলেছেন: মন্ত্রী লজ্জিত বা দুঃখিত কোনটাই নন।
প্রথম আলো সহ বেশ কয়েকটি নিউজে দেখলাম নৌ মন্ত্রী শাজাহান খান নাকি ক্ষমা চেয়েছেন দেশবাসী’র কাছে।
সম্প্রতি কয়েকটা ভিডিও দেখলাম ইউটিউব এ। উনি বরং এখনো ভারত পাকিস্তান এর দূর্ঘটনা টেনে খুনিদের স্বপক্ষে কথা বলছেন।
উনার কথা অনুযায়ী বাংলাদেশে যে আইন চালু আছে তাতে ড্রাইভারদের জন্য অনেক বেশি অন্যায় করা হয়েছে। বিশ্বের কোথাও নাকি দূর্ঘটনা’র জন্য শাস্তি বিধান করা হয় না এরকম।
রাজিব এর মৃত্যু নিয়েও তাঁকে তাচ্ছিল্য করতে দেখলাম। কোথাও উনার কথা শুনে মনে হয়নি উনি লজ্জিত বা দুঃখিত
সে হিসেবে বলা যায়, এটা অন্যদিকে প্রবাহিত হলে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। সদিচ্ছা তৈরি হতেও এরকম ১০-২০ টা আন্দোলন কিছুই না ইনাদের কাছে।
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
নতুন নকিব বলেছেন:
এটাই বুঝে আসে না, কেন যে তারা মানুষকে মানুষ মনে করেন না। তাদের কারো সন্তান যদি এভাবে মারা যেত, তারা কি তখনও এরকম করেই কথা বলতেন? বলতে পারতেন?
মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই হীন মানসিকতা আমাদের কবে দূর হবে?
কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা অনেক অনেক।
৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর পোষ্ট।
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। কৃতজ্ঞতা ও শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:০৩
মাহবুবুল আজাদ বলেছেন: আশায় আছি পরিবর্তনের।