নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
নতুন প্রভাত
খোলা রাজপথে ন্যায়ের শপথে
আমাদের বীর সন্তান,
অত্যাচারীর বিঁষদাত ভাঙতে
ফুঁসে ওঠা ময়দান।
চুপিসারে নয়, শোনো আর্তনাদে
নিপীড়িত কাঁদে আজ,
ছাত্র জনতার মিছিলে-শ্লোগানে
ভাসে সেই আওয়াজ।
ভেঙে ফেলো ফেলো অত্যাচারীর
জুলূমের হাতিয়ার,
আনো নতুন প্রভাত ছিনিয়ে, নাশি
নিশিথের আধিয়ার।
জাগো জাগো কিশোর যুবক তরুন
ছাত্র জনতা মিলে,
বজ্র মুষ্টি হাত - কন্ঠ মিলাও
মুক্তির এ মিছিলে।
জানিয়ে দাও, আজ অধিকার চাই
জুলূমের দিন শেষ,
ভেঙে-চুরে গড়ে তুলতে আবার
নতুন বাংলাদেশ।
ছাত্র জনতা রাজপথে ফের
জাতির হৃদয়ে আশ,
আলোকের পথে ধাবমান স্বদেশ
অবিচার হবে নাশ।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। আপনার আগমনে কৃতজ্ঞতা। কবিতা ভাল লেগেছে জেনে আনন্দিত।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬
জগতারন বলেছেন:
দুর্নীতি অভায়াশ্রম শাজাহান খান, ওকে বিদায় করা ছাড়া হাছিনার আর কোন সৎ ও ভালো উপায় নাই।
শাজাহান খান এখন ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
একে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪
নতুন নকিব বলেছেন:
ছাত্র-জনতার এই হৃদয়ের দাবিটি সরকারের কর্তাব্যক্তিদের উপলব্দিতে আনা উচিত।
মন্তব্যে ধন্যবাদ। কৃতজ্ঞতা জানবেন।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮
স্রাঞ্জি সে বলেছেন:
জঞ্জালমুক্ত হবে দেশ।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
নতুন নকিব বলেছেন:
ছাত্ররা আমাদের সন্তান। তাদের চাওয়া পাওয়া পূরন হোক।
পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।
৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
রাকু হাসান বলেছেন: ঠিক সময়ের সুন্দর কবিতা , আপনার আহবান কাজে লাগুক ,সেই প্রত্যাশা ।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
নতুন নকিব বলেছেন:
আগমনে মুগ্ধতা। শুভকামনাসহ কৃতজ্ঞতা।
৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭
বাকপ্রবাস বলেছেন: তেজোদ্বীপ্ত কবিতা
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ মন্তব্যে আসায়।
কৃতজ্ঞতা জানবেন।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ মন্তব্যে।
কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৯
মলাসইলমুইনা বলেছেন: ছাত্র জনতা রাজপথে ফের
জাতির হৃদয়ে আশ,
আলোকের পথে ধাবমান স্বদেশ
অবিচার হবে নাশ
সুন্দর হয়েছে কবিতা ....ভালোলাগা কবিতায় I