নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

করুনা

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭



নিখিলের অপরূপ এই রূপ রঙ
মানবের তরে দেয়া সাগর নাহার
আরও কত কী গড়া পাহাড় এবং
ষড়ঋতু মুগ্ধতায় ফুলের বাহার
এসবের শুকরিয়া কী করে জানাই
শুকরিয়া তবু প্রভূ সিজদায় লুটে
জীবনের সর্বত্র করুনা ওঠে ফুটে
কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই নাই

মরনেও এ করুনা ভিক্ষা চাই প্রভূ
একাকি অচিন পথ পাড়ি দিতে গিয়ে
দয়া বিনে নাহি যেন যাইগো হারিয়ে
আমি ভুলে যাই; আপনি নহেন কভূ
আপনার দ্বারে শুধু দয়ার ফকির
আপনার দয়া সেতো জান্নাতের নীড়

নিবেদন: এই সনেটটি সামহোয়্যার ইন ব্লগের প্রিয় মুখ ড. এম এ আলী ভাইকে। তাঁকে অনেক দিন পাচ্ছি না। মাঝখানে একবার কোনো মাধ্যমে শুনেছিলাম, তিনি না কি কিছুটা অসুস্থ ছিলেন। আমাদের ঐকান্তিক দুআ, আল্লাহ পাক তাকে পরিপূর্ন সুস্থতা দান করুন। তিনি আবারও যেন পুরোদমে ফিরে আসতে পারেন ব্লগে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

কথার ফুলঝুরি! বলেছেন: বাহ কি চমৎকার । একে তো সনেট তার উপর কবিতার যে বিষয়বস্তু, সব মিলিয়ে অসাধারন ।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৯

নতুন নকিব বলেছেন:



বাহ! কথার ফু্লঝুরি বলে কথা! কথারই যেন ঝাপি খুলে যার আগমন! হৃদ্যতায় মুগ্ধতা! ঈদ মোবারক!

অনেক অনেক ভাল থাকবেন। প্রথম কমেন্টে প্রত্যাশা নিরন্তর।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

খালেদা শাম্মী বলেছেন: অসাধারণ!

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



এক শব্দের আপনার মন্তব্যটিও অসাধারন। কৃতজ্ঞতাসহ ঈদ মোবারক।

অনেক ভাল থাকবেন।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সুন্দর কবিতা শুভ কামনা রইলো

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

নতুন নকিব বলেছেন:



আপনার আগমন সতত: আনন্দের কারন,
নেই কোনো মানা কি বা কোনোই বারন।

ঈদ মোবারক। অনেক ভাল থাকবেন ভাই।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা ও উৎসর্গ দুটোই ভালো হয়েছে ।+

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

নতুন নকিব বলেছেন:



কবি ভাই, আপনাকে পাশে পেয়ে কৃতজ্ঞতা। উদার প্রশংসায় মুগ্ধতা।

অনেক ভাল থাকুন সবসময়।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আমাদের সুস্থতার একমাত্র মালিক আল্লাহ। তার কাছেই আমাদের চাইতে হবে। অসাধারণ ‌।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২২

নতুন নকিব বলেছেন:



সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় মোবারকবাদ। কৃতজ্ঞতা।

অনেক অনেক শুভকামনা।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

নতুন নকিব বলেছেন:



কবিতার প্রশংসা করলেন দেখলাম। আপনারও কিন্তু দেখেছি, কবিতার হাত দারুন। গল্পের পাশাপাশি মাঝে মাঝে লিখলে আমরা পাঠকরা খোরাক পেতে পারি।

ভাল থাকুন নিরন্তর।

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:১৮

ডঃ এম এ আলী বলেছেন: আল্লার বিশাল সৃস্টি জগতের কনামাত্রও আমরা জানিনা তার বর্ণনা কি করে দিব , সৃষ্টি জগৎ ও সৃষ্ট বস্তু সম্পর্কিত সর্বপ্রকার জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে কুরআন পাকের বিজ্ঞ জনোচিত নীতি ও পন্থা এটাই যে, সে প্রত্যেক জ্ঞান-বিজ্ঞান থেকে ততটুকুই গ্রহণ করে ও বর্ণনা করে যতটুকু মানুষের ধর্মীয় ও পার্থিব প্রয়োজনের সাথে সম্পর্কশীল। কুরআনের দৃষ্টিতে মানুষের মনজিলে মকসুদ এসব পৃথিবী ও আকাশস্থ সৃষ্টি জগতের ঊর্ধ্বে স্রষ্টার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে জান্নাতের চিরস্থায়ী শান্তি ও নেয়ামত অর্জন করা।
এটা উল্লেখ্য যে ইসলাম কোনো ব্যক্তিবিশেষের মস্তিষ্কপ্রসূত বা কোনো দার্শনিক ধর্মগুরুর সৃষ্ট নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর ধর্ম নয়। এটা আল্লাহ প্রদত্ত সমগ্র মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও কল্যাণমুখী জীবনব্যবস্থা । ব্যক্তি জীবন , সমাজ ও রাস্ট্রের প্রতিটি স্তরে তাঁর প্রদত্ত জীবন ব্যবস্থা কায়েমের মধ্যেই নিহীত রয়েছে তাঁর অপার করুনার প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশের ব্যবস্থা ।

অস্বীকার করার উপাই নাই , বর্তমানে আমরা আমাদের অবস্থানকে এমন জায়গায় নিয়ে এসেছি যেখানে চতুষ্পদপ্রাণী দূরে থাক দুই পা-বিশিষ্ট মানুষ নামক প্রাণীরই অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ ধরায় । মুক্তির একমাত্র উপায় আল্লার বিধান মেনে চলা , তাঁর প্রতি শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করা । কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুব সহজ করে অাল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন । তাহলো আল্লাহকে সর্ব শক্তিমান একক সত্তা হিসাবে মেনে নেয়া ও তার বিধান অসুসারে চলা । ফরজ বিষয়সমুহকে মেনে চলা , এগুলি মেনে চললে বাকীগুলি এমনিতেই এসে যায়, যা পালন করতে তেমন কোন অসুবিধা হয়না, জীবন হয় সুন্দর ও গতিময় ।

আমাদের সৃস্টিকর্তা রাব্বুল আলামীন আল্লাহ তায়ালা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কত সহজ পন্থার কথাই না বলে দিয়েছেন , তিনি বলেছেন সালাত আদায় করো সকাল ও সন্ধায় । তাই সহজ রাস্তা হলো যখন আজান শুনব তখন সকল কাজ ছেড়ে সকলে নামাজ পড়ব, পারলে মসজিদে গিয়ে , নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে যেন বলি আমার জীবন যেন চলে প্রভুর পথে। লেখাপড়া শিখে জ্ঞানী হয়ে যেন দূর করতে পারি মানুষের যত পেরেশানী , পর দুঃখে যেন ভুলে যেতে পারি নীজের দুঃখ, নীজ সুখ ভুলে পর সুখে যেন হতে পারি সুখী ।

মনে যেন সদাই বাজে আল্লাহ আমার প্রভু , তাঁকে যেন ভুলিনা কভু, সর্বদায় মনের ভিতরে যেন তারেই আঁকি, মনে মনে যেন ভাবি কেবল তিনিই পারেন করতে সকল কিছু । অসীম দয়ালু, পরম করুণাময় তিনি, আমরা সবাই তাঁর কাছে ঋণী, তাঁর সৃস্টির সেরা জীব হয়ে মোরা যেন বেঁচে থাকতে পারি এ জগৎ জোড়া । মনে যেন দিবানিশী বাজে তাঁর গুণের কথা , সকল কিছুর স্রষ্টা তিনি, অশেষ ক্ষমতা তাঁর । আমরা কেবলী অপরাধী, অপরাধ আর ভুল করি কত শতবার । এটাও ঠিক, তার কাছে হাত পাতি আর না পাতি, তিনি ক্ষমা করেন মোদের বারবার, কেননা তাঁর শক্তি অপার , করুণা সীমাহীন । কোটি কোটি প্রাণ তৈরী করেন তবু কারও মুখাপেক্ষা নহেন তিনি । মোরা কৃতজ্ঞতা জানাই আর না জানাই তাতে কিছুই যায় আসেনা তাঁর, তবে কৃতজ্ঞতা জানানোতে আমাদেরই লাভ, পরিনামে হতে পারি তাঁর প্রিয় বান্দা ও জান্নাতবাসী।

অনেক ধন্যবাদ খুবই মুল্যবান কথামালা সমৃদ্ধ সনেট কবিতাটির জন্য । উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা জানবেন । আপনাদের সকলের দোয়ায় এখন আগের থেকে অনেকটা সুস্থ, যদিউ নিয়মিত থেরাপী গ্রহন করতে হচ্ছে । দোয়া করবেন অনেক ব্যস্ততার মাঝেও প্রিয় এই ব্লগের লেখালেখির জগতে যেন আবার পুর্ণ মাত্রায় মনোনিবেশ করতে পারি ।

শুভেচ্ছা রইল, কবিতাটি প্রিয়তে গেল ।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮

নতুন নকিব বলেছেন:



অসাধারন একটি মন্তব্য পেয়ে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দু:খিত, নোটিফিকেশন প্রবলেম অথবা অন্য কোনো কারনে আপনার এই অনিন্দ্য সুন্দর মন্তব্যটি অনেক পরে চোখে পড়লো। অনেক বাড়িয়ে বলবো না, শুধু যেটুকু না বললেই নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এমন স্নিগ্ধ মুগ্ধ মন্তব্য শুধু আপনার পক্ষেই করা সম্ভব। আপনার প্রতিটি পোস্ট যেন জ্ঞানের আকর। প্রতিটি মন্তব্য যেন আলোর মশাল। আপনার পোস্ট আর কমেন্টসগুলো দেখে হৃদয় জুড়াই। জ্ঞান তৃষা মেটাই। হৃদয়ের খোরাক এগুলো। শুধু আমি নই। হাজারো পাঠক। অগনিত পাঠক।

আল্লার বিশাল সৃস্টি জগতের কনামাত্রও আমরা জানিনা তার বর্ণনা কি করে দিব , সৃষ্টি জগৎ ও সৃষ্ট বস্তু সম্পর্কিত সর্বপ্রকার জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে কুরআন পাকের বিজ্ঞ জনোচিত নীতি ও পন্থা এটাই যে, সে প্রত্যেক জ্ঞান-বিজ্ঞান থেকে ততটুকুই গ্রহণ করে ও বর্ণনা করে যতটুকু মানুষের ধর্মীয় ও পার্থিব প্রয়োজনের সাথে সম্পর্কশীল। কুরআনের দৃষ্টিতে মানুষের মনজিলে মকসুদ এসব পৃথিবী ও আকাশস্থ সৃষ্টি জগতের ঊর্ধ্বে স্রষ্টার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে জান্নাতের চিরস্থায়ী শান্তি ও নেয়ামত অর্জন করা।
এটা উল্লেখ্য যে ইসলাম কোনো ব্যক্তিবিশেষের মস্তিষ্কপ্রসূত বা কোনো দার্শনিক ধর্মগুরুর সৃষ্ট নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর ধর্ম নয়। এটা আল্লাহ প্রদত্ত সমগ্র মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ ও কল্যাণমুখী জীবনব্যবস্থা । ব্যক্তি জীবন , সমাজ ও রাস্ট্রের প্রতিটি স্তরে তাঁর প্রদত্ত জীবন ব্যবস্থা কায়েমের মধ্যেই নিহীত রয়েছে তাঁর অপার করুনার প্রতি সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশের ব্যবস্থা ।

অস্বীকার করার উপাই নাই , বর্তমানে আমরা আমাদের অবস্থানকে এমন জায়গায় নিয়ে এসেছি যেখানে চতুষ্পদপ্রাণী দূরে থাক দুই পা-বিশিষ্ট মানুষ নামক প্রাণীরই অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এ ধরায় । মুক্তির একমাত্র উপায় আল্লার বিধান মেনে চলা , তাঁর প্রতি শুকরিয়া তথা কৃতজ্ঞতা প্রকাশ করা । কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুব সহজ করে অাল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন । তাহলো আল্লাহকে সর্ব শক্তিমান একক সত্তা হিসাবে মেনে নেয়া ও তার বিধান অসুসারে চলা । ফরজ বিষয়সমুহকে মেনে চলা , এগুলি মেনে চললে বাকীগুলি এমনিতেই এসে যায়, যা পালন করতে তেমন কোন অসুবিধা হয়না, জীবন হয় সুন্দর ও গতিময় ।

আমাদের সৃস্টিকর্তা রাব্বুল আলামীন আল্লাহ তায়ালা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কত সহজ পন্থার কথাই না বলে দিয়েছেন , তিনি বলেছেন সালাত আদায় করো সকাল ও সন্ধায় । তাই সহজ রাস্তা হলো যখন আজান শুনব তখন সকল কাজ ছেড়ে সকলে নামাজ পড়ব, পারলে মসজিদে গিয়ে , নামাজ পড়ে মোনাজাতে হাত তুলে যেন বলি আমার জীবন যেন চলে প্রভুর পথে। লেখাপড়া শিখে জ্ঞানী হয়ে যেন দূর করতে পারি মানুষের যত পেরেশানী , পর দুঃখে যেন ভুলে যেতে পারি নীজের দুঃখ, নীজ সুখ ভুলে পর সুখে যেন হতে পারি সুখী ।

মনে যেন সদাই বাজে আল্লাহ আমার প্রভু , তাঁকে যেন ভুলিনা কভু, সর্বদায় মনের ভিতরে যেন তারেই আঁকি, মনে মনে যেন ভাবি কেবল তিনিই পারেন করতে সকল কিছু । অসীম দয়ালু, পরম করুণাময় তিনি, আমরা সবাই তাঁর কাছে ঋণী, তাঁর সৃস্টির সেরা জীব হয়ে মোরা যেন বেঁচে থাকতে পারি এ জগৎ জোড়া । মনে যেন দিবানিশী বাজে তাঁর গুণের কথা , সকল কিছুর স্রষ্টা তিনি, অশেষ ক্ষমতা তাঁর । আমরা কেবলী অপরাধী, অপরাধ আর ভুল করি কত শতবার । এটাও ঠিক, তার কাছে হাত পাতি আর না পাতি, তিনি ক্ষমা করেন মোদের বারবার, কেননা তাঁর শক্তি অপার , করুণা সীমাহীন । কোটি কোটি প্রাণ তৈরী করেন তবু কারও মুখাপেক্ষা নহেন তিনি । মোরা কৃতজ্ঞতা জানাই আর না জানাই তাতে কিছুই যায় আসেনা তাঁর, তবে কৃতজ্ঞতা জানানোতে আমাদেরই লাভ, পরিনামে হতে পারি তাঁর প্রিয় বান্দা ও জান্নাতবাসী।

অনেক ধন্যবাদ খুবই মুল্যবান কথামালা সমৃদ্ধ সনেট কবিতাটির জন্য । উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা জানবেন । আপনাদের সকলের দোয়ায় এখন আগের থেকে অনেকটা সুস্থ, যদিউ নিয়মিত থেরাপী গ্রহন করতে হচ্ছে । দোয়া করবেন অনেক ব্যস্ততার মাঝেও প্রিয় এই ব্লগের লেখালেখির জগতে যেন আবার পুর্ণ মাত্রায় মনোনিবেশ করতে পারি ।


অসাধারন এই কমেন্টটির শেষের দিকে এসে মনটা ভারী হয়ে উঠলো। চোখ দু'টো ঝাপসা হয়ে এলো যখন জানলাম- নিয়মিত থেরাপী গ্রহন করতে হচ্ছে আপনার। আপনার পরিপূর্ন সুস্থতা কামনা করছি। মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে সিজদাবনত প্রার্থনা, তিনি যেন আপনাকে রোগমুক্ত করে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.