নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আবুল হোসেন ভট্টাচার্য্য লিখিত \'আমি কেন ইসলাম গ্রহন করলাম\' আমার পঠিত পুস্তকগুলোর ভেতর অন্যতম ভালোলাগা একটি

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮



আবুল হোসেন ভট্টাচার্য্য লিখিত 'আমি কেন ইসলাম গ্রহন করলাম' আমার পঠিত পুস্তকগুলোর ভেতর অন্যতম ভালোলাগা একটি। আবুল হোসেন ভট্টাচার্য্যকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন আছে কি? তিনি তো স্ব-নামে, নিজ পরিচয়ে বিখ্যাত, সর্বজন শ্রদ্ধেয়। সত্যের পথে তাঁর অবিচল সংগ্রাম তাঁকে অনুসরনীয় এবং অনুকরনীয় ব্যক্তিত্বের আসনে বসিয়েছে। আবুল হোসেন ভট্টাচার্য্য একটি ইতিহাস। সত্যের পথে একটি অনন্য উদ্যম, অদম্য অনুসন্ধিতসা, বিপুল সাহস আর অসাধারন প্রেরনার নাম।

সত্যের প্রতি প্রবল টান তাকে নীড়হারা পাখির মত ঘরছাড়া করেছিল। শত বাধা-বিপত্তি আর ঝঞ্জা বিক্ষুব্ধ বন্ধুর পথ দেখেও সত্যের পথ থেকে সরে যাননি একটুও। আসুন, বাংলাদেশের ফরিদপুরের এই কৃতি সন্তানকে জেনে নিই তাঁর বাচনিকে। পেছনে ফিরে দেখে আসি সতত: প্রেরনার তার সংগ্রামী জীবন ইতিহাস।

তাঁর অসাধারন এই বইটি ডাউনলোড করে নিতে পারেন প্রথম (১ নং) কমেন্টে প্রদত্ত লিঙ্ক থেকে-


মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



দু:খিত! পোস্টে দেয়া বইয়ের লিঙ্কটি সরাসরি কাজ করছে না। তাই কমেন্টে লিঙ্কটি দিয়ে দেয়া হল। যাতে কপি করে নেয়া যায়।

https://ia801204.us.archive.org/32/items/islamibook2/ami-keno-islam-grohon-korlam[Almodina.com].pdf

২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো একটি বইয়ের সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

নতুন নকিব বলেছেন:



অসম্ভব সুন্দর একটি গবেষনা পুস্তক এটি। আপনি পাঠ করে দেখবেন, আশা করছি।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা। অনেক ভাল থাকবেন।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: ডাউনলোড করলাম। ধন্যবাদ শেয়ারের জন্য।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। মনের খোরাক যোগানোর মত অসাধারন একটি বই। পড়ার পরে আবার যদি দয়া করে মন্তব্য করে আপনার উপলব্ধি শেয়ার করেন তাহলে ব্লগারগন আপনার মূল্যায়ন জানতে সক্ষম হবেন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: তার জন্য শুভকামনা রইল।
ইসলামের জন্য শুভকামনা রইল।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অাপনার জন্যও অফুরান।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

বাকপ্রবাস বলেছেন: পড়েছিলাম অনেক আগে।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ অাগেই সুন্দর এই বইটি পড়ে নেয়ার জন্য। মন্তব্যে অাসায় কৃতজ্ঞতা।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

ফেনা বলেছেন: লিঙ্ক এর জন্য ধন্যবাদ।

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আসায় আপনাকেও অশেষ ধন্যবাদ।

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার ব্লগে আজকে আসার পর বই টি পড়ছি -----যতই পড়ছি ততই --অবাক হচ্ছি! ইংরেজরা ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার পরও যাতে আমরা ধর্ম; জাত-পাত, কামড়া-কামড়ি; মারামারি; হানাহানি-তে নিমজ্জিত থাকি সে ব্যবস্থাই রেখে গেছে---

---একটা কথা খুবই মনে লাগলো-(মাওলানা রহিম বক্স বলেছেন) - যারা নিজেদের সাড়ে তিন হাত দেহের উপর ইসলাম কায়েম করতে পারেনি; তারা একটা বিরাট দেশের উপর ইসলাম কায়েম করবে; একমাত্র পাগল ছাড়া আর কেউ এ কথা বিশ্বাস করতে পারে না; যে পাকিস্তানের জন্য তোমরা এত পাগল হয়ে উঠেছ- একদিন তোমরাই এই পাকিস্তান ছেড়ে পালিয়ে বাঁচার জন্য পথ খুজে বেড়াবে - কিন্তু সে পথের সন্ধান তোমরা পাবে না;----------- তো ঠিকই বলেছেন; তাই নয় কি?

ধন্যবাদ আপনাকে বইটির সন্ধান দেওয়ার জন্য ভারতবর্ষের পূর্বপুরুষের ইতিহাস জানার সুযোগ করে দেয়ার জন্য।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১১

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনাকে বইটির সন্ধান দেওয়ার জন্য ভারতবর্ষের পূর্বপুরুষের ইতিহাস জানার সুযোগ করে দেয়ার জন্য।

-- অনেক সুন্দর বলেছেন। ধন্যবাদ।

---একটা কথা খুবই মনে লাগলো-(মাওলানা রহিম বক্স বলেছেন) - যারা নিজেদের সাড়ে তিন হাত দেহের উপর ইসলাম কায়েম করতে পারেনি; তারা একটা বিরাট দেশের উপর ইসলাম কায়েম করবে; একমাত্র পাগল ছাড়া আর কেউ এ কথা বিশ্বাস করতে পারে না; যে পাকিস্তানের জন্য তোমরা এত পাগল হয়ে উঠেছ- একদিন তোমরাই এই পাকিস্তান ছেড়ে পালিয়ে বাঁচার জন্য পথ খুজে বেড়াবে - কিন্তু সে পথের সন্ধান তোমরা পাবে না;----------- তো ঠিকই বলেছেন; তাই নয় কি?

--- জ্বি, একেবারে খারাপ কিছু বলেননি তিনি।

আপনার মূল্যায়ন যথার্থ।

ভাল থাকুন অনেক।

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব- জনাব,আবুল হোসেন ভট্টাচার্যের বইটির পাশপাশি সুযোগ হলে নিচের বইগুলো পড়ে দেখতে পারেন। তখন বিশ্বাসী-অবিশ্বাসী উভয়পক্ষের মনোভাব জানতে পারবেন।

1.Why I Am Not A Muslim by Ibn Warraq,
Published by Prometheus Books, USA (2003)

2.Leaving Islam : Apostates Speak Out by Ibn
Warraq, Published by Prometheus Books,USA
(2003).

3.Infidal: My Life by Ayaan Hirsi Ali,
Published by Free Press (2006) 368 pages.

4. Now They Call Me Infidel by Nonie
Dervish, Published by Sentinel HC, USA
(2006).


২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪

নতুন নকিব বলেছেন:



লিঙ্ক দেয়ায় ধন্যবাদ। পড়ে দেখার চেষ্টা থাকবে। তবে এখানে পক্ষ টেনে আনার প্রয়োজন ছিল না। আলোচিত বইটি একজন মাত্র ব্যক্তি লিখেছেন। আমার বুঝে আসছে না, কেন আপনি পক্ষ কথাটা আনলেন। পক্ষ থাকলে তো প্রতিপক্ষ থাকা জরুরী। প্রতিপক্ষটা তাহলে কে এখানে?

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

টারজান০০০০৭ বলেছেন: ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ, ভিন্নচিন্তা বলিতে ইসলাম বিরোধী চিন্তা , ভিন্নমত বলিতে ইসলামবিরোধী মত এবং ভিন্নপথ বলিতে ইসলামবিরোধী পথই বুঝাইয়া থাকেন !

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নতুন নকিব বলেছেন:



হক কথা বলিয়াছেন! তাহার গতিবিধি ভিন্নরকমই বটে!

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

উদাসী স্বপ্ন বলেছেন: উইন্ডোজ মিলেনিয়ামের সাথে উইন্ডোজ সেভেনের তুলনা করেই লেখা। যদিও সুগভীর ইতিহাস পর্যালাচনা করার মতো কিছু পেলাম না। অনেকটা আরিফ আজাদের প্যারাসিটামল সাজিদের মতো

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

নতুন নকিব বলেছেন:



যাহা কালো তাহাই ব্লাক। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ----

মন্তব্যে অাসায় ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.