নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
হৃদয়ের আয়নাতে লেখা প্রিয় নাম
যে নামের ভালোবাসা জগতে ছড়িয়ে
সে নামের মুগ্ধতার চাঁদর জড়িয়ে
গলেতে; উঠাই রব হাজার সালাম
নূরে মোহাম্মাদি সৃষ্টিকুল শ্রেষ্ঠতম
আদিতে অন্ততে তিনি হাবিবে রব্বানা
তাঁর তরে দরূদের সব নজরানা
তিনি প্রিয় তাঁর চেয়ে নেই প্রিয়তম
তাঁর শাফায়াত আশে পোড়া মন পোড়ে
তাঁর হাতে কাওসার পেতে চায় মন
তাঁর প্রেমে দগ্ধ হতে সুখ অনুক্ষন
তাঁর ভালোবাসা বেঁধে রাখি আঁখি ডোরে
তাঁর যিয়ারতে মন মদিনায় ছোটে
তাঁর মুহাব্বত বুকে ফুল হয়ে ফোটে
২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। আগমনে মুগ্ধতা। কৃতজ্ঞতা একরাশ।
অনেক ভাল থাকবেন।
২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৫
সনেট কবি বলেছেন: সনেটে দু’দিকেই ৮+৬ থাকতে হয় সে হিসেবে কিছু ত্রুটি থাকলেও কবিতা যথেষ্ট সুন্দর হয়েছে।
২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯
নতুন নকিব বলেছেন:
আপনার উপস্থিতি আনন্দের। আমি আসলে অতটা সূক্ষ্মভাবে সনেট লেখার চেষ্টায় এখনও মনযোগী হইনি। আপনি আছেন বলেই তো সনেটের প্রেরনা পাই।
পরামর্শমূলক মন্তব্যে কৃতজ্ঞতা। অনেক অনেক শুভকামনা। সুস্থ থাকার দুআ।
৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১০
নতুন নকিব বলেছেন:
মোবারকবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ সনেট। মুগ্ধতা।