নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

একজন মাওলানা মুহিউদ্দিন খান, একজন বিদগ্ধ মদিনা প্রেমিক, আর তার তাফসীরে মারেফুল কুরআনের অনবদ্য বঙ্গানুবাদ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬



দেখতে দেখতে পেরিয়ে গেল দু'টি বছর। এদেশের কোটি মানুষের হৃদ স্পন্দন, নায়েবে নবী, মদিনা প্রেমিক, মদিনাওয়ালার প্রেমিক, শিক্ষািবিদ, সাহিত্যিক, সাংবাদিক এবং মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন দুই বছর গত হয়ে গেল। ২৫ জুন, ২০১৬ ঈসাব্দ, রোজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানী ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ইন্তেকাল করেন ক্ষনজন্মা মহান এই মনিষী।

এক কথায় বর্ণাঢ্য জীবন ছিল তাঁর। বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনার অন্যতম পথিকৃত তিনি। অনুবাদ সাহিত্যেও তাঁর ছিল অপরিমেয় দক্ষতা। এক্ষেত্রেও তাকে রাহবার বললে অত্যুক্তি হবে না। তিনিই সর্বপ্রথম উলামায়ে কেরামকে বাংলা ভাষায় মানসম্পন্ন বই লিখার প্রতি উৎসাহ দানকারীদের অন্যতম ব্যক্তিত্ব। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নির্ভর সীরাত বিষয়ক আলোচনা প্রকাশকারী মহান এ ব্যক্তিত্ব সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক মদীনার মত পাঠকপ্রিয় পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।

আল্লামা মুহিউদ্দিন খান পড়াশোনা শেষ করেন ঢাকা সরকারি আলিয়া মাদরাসা থেকে। আলিয়া মাদরাসায় পড়াশোনা করলেও এই মহাপুরুষ আর দশজন আলেমে দ্বীনের মত নির্দিষ্ট ছকে পরিমিত গন্ডির ভেতরে তাঁর জীবনকে বেঁধে রাখেননি। এদেশের দ্বীনি শিক্ষার মূল যে দু'টি ধারা আলিয়া এবং কওমি, এই দুই ধারার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকতার সংস্পর্শে এনে যুগোপযুগী এবং সর্বস্তরে গ্রহনযোগ্য একটি পর্যায়ে নিয়ে যাওয়ার নিরন্তর সাধনা ছিল তাঁর আমৃত্যু। এমন দরাজ দিল সূর্য্য সন্তান বঙ্গমাতা খুব বেশি প্রসব করেনি। বিশ্বব্যাপী ইসলামী জাগরনে, ইসলামী তাহযিব তামুদ্দুনকে সার্বজনীন করে তোলার মহান সংগ্রামে তিনি ছিলেন সদা সোচ্চার। পৃথিবীর কোনো এক প্রান্তে যখনই ইসলাম এবং মুসলিম জাতির প্রতি কেউ অত্যাচারের খড়গ উঁচিয়েছে; বজ্রকন্ঠে হুঙ্কার ছেড়েছেন প্রিয় মাওলানা।

মাওলানার আগুনঝড়া কলম ছিল সতত: বয়ে চলা ঝর্নার মত। দু'হাতে লিখেছেন তিনি। মাসিক মদিনা প্রকাশের বিশাল কর্মযজ্ঞ তাকে লেখালেখির ক্ষেত্রে নির্দিষ্ট গন্ডিতে আবদ্ধ করে রাখতে পারেনি। সীরাত সাহিত্য, অনুবাদ গ্রন্থাবলী, ইতিহাস ঐতিহ্য নির্ভর বইয়ের পাশাপাশি তিনি তাঁর জীবনে বাংলা ভাষাভাষী মুসলমানদের জন্য সবচে' বড়, সবচে' মহান যে খেদমতটি আঞ্জাম দিয়ে গেছেন, সেটি হল, মুফতী শফি রহমাতুল্লাহি আলাইহি লিখিত তাফসীরে মারেফুল কুরআনের বঙ্গানুবাদ। মহাগ্রন্থ আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত আর প্রয়োজনীয় হাদিসের উদ্ধৃতিসহ এত সুন্দর, এত সাবলীল, এত অসাধারন তাফসীর গ্রন্থ বাংলা ভাষায় দ্বিতীয়টি নেই। মাওলানার আর সকল কীর্তি ছাপিয়ে এ্ই একটি তাফসীর গ্রন্থের উঁচু মানের সাহিত্যরসে সিক্ত, অনুপম এবং অসাধারন মুন্সিয়ানায় কৃত অনুবাদের মহান খেদমতই তাঁকে কিয়ামত পর্যন্ত এ জাতির হৃদমঞ্জরীতে অমর করে রাখবে। আমার ধারনা, এই একটি মাত্র তাফসীরের কিতাব কারও নিকট থাকলে তার দ্বীনি কোনো প্রশ্নের উত্তর খুঁজতে কারও স্মরনাপন্ন হতে হবে না।

হৃদয়ে ঝড় তোলা, আলোড়ন জাগানিয়া বহু গ্রন্থ প্রণেতা তিনি। মুফতী শফী রহমাতুল্লাহি আলাইহির অনবদ্য তাফসীর গ্রন্থ তাফসীরে মাআরিফুল কুরআন এর সংক্ষিপ্ত বাংলা অনুবাদ পড়লেই তার ভাষাজ্ঞান সম্মন্ধে সম্যক ধারনা লাভ করা সম্ভব। ওসওয়ায়ে রসূলে আকরাম, Islam and Our Life (ইসলাম ও আমাদের জীবন), The Right Path (সিরাতুল মুস্তাকীম), Holy Jamjam (জান্নাতের অমীয়ধারা পবিত্র যমযম), Tajreedul Bukhari(তজরীদুল বোখারী), Azadi Movement 1857 (আযাদী আন্দোলন-১৮৫৭)
Extra-Ordinary Incidents of Prophet Muhammad's Life (খাসায়েসুল কুবরা: নবী (সা:) জীবনের অত্যাশ্চর্য ঘটনাবলী ),
Biography of Prophet Muhammad's (সীরাতুন নবী), হৃদয় তীর্থ মদিনার পথে, দীনি তাহরীক - হযরতজী মাওলানা মুহম্মদ ইলয়াস(রহঃ) Hazratzi - Maulana Muhammad Ilias (RA), মাকতুবাত : ইমাম গাযযালী (রহঃ) Maktubat (Letter Collection) of Imam Ghazzali RA -সহ অসংখ্য কিতাব এ জাতিকে উপহার দিয়েছেন তিনি।

মাওলানা ছিলেন আপদমস্তক মদিনাপ্রেমিক। তাঁর সংস্পর্শ ছায়ায় যতটুকু সময় কাটিয়েছি, তাকে পেয়েছি এ জাতির মহান একজন অভিভাবক হিসেবে। সত্যিকারের রাসূল প্রেমিক বলতে যা বুঝায় তার বাস্তব নমুনায় সিক্ত ছিলেন তিনি।

আল্লামা মাওলানা মুহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহির জন্য জান্নাতের উঁচু মাকাম কামনা করি। জাতির দুর্দিনের রাহবার, মহান এ আলেমে দ্বীনের খিদমাতকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন কবুল করে নেন, কায়োমনোবাক্যে প্রার্থনা রাখছি। পাশাপাশি বারি তাআ'লার দরবারে ফরিয়াদ রাখছি, তাঁর রেখে যাওয়া মিশনকে যেন তিনি কবুল করেন, সফলতার সাথে কামিয়াবি দান করেন।



তাফসীরে মারেফুল কুরআনের ডাউনলোড লিঙ্ক যুক্ত করে দিলাম। কারও প্রয়োজন হলে দেখে নিতে পারেন।

Tafsir Mareful Quran

মাওলানার ইন্তেকাল পরবর্তী সময়ে তাকে নিয়ে বিভিন্ন অনলাইন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদাদির কিছু References:

The Famous Islamic Scholar Maulana Muhiuddin Khan passed away

Moulana Mohiuddin- Cyber Sylhet.com

maulana mohiuddin khan

Former Vice-Chancellor of Dhaka University Prof Dr Emajuddin Ahmed at a discussion on 'Life and Work of Maulana Muhiuddin Khan, Editor of monthly Medina' organised by Zamiate Ulamae Islam Bangladesh at the Jatiya Press Club on Thursday.-The New Nation

Moulana Muhiuddin Khan passes away

Maulana Mohiuddin Khan passes away- Daily Sun

The Famous Islamic Scholar Maulana Muhiuddin Khan passed away-thesunrisetoday

মাওলানা মুহিউদ্দীন খান আর নেই-dailysangram

স্মরণে বরণে মাওলানা মুহিউদ্দীন খান-dailynayadigantaমাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে

মাওলানা মুহিউদ্দীন খান আর নেই

উপমহাদেশের-প্রখ্যাত-আলেম

maulana muhiuddin khan

বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দিন খান আর নেই

বাংলা ভাষায় সিরাত সাহিত্যের জনক মাওলানা মুহিউদ্দীন খান

মাওলানা মুহিউদ্দীন খান: বুদ্ধিবৃত্তিক অঙ্গনের পথপ্রদর্শক আলিম

মাওলানা মুহিউদ্দীন খান এর সকল বই

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

কাউয়ার জাত বলেছেন: আল্লাহ জান্নাতবাসী করুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:




আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন। পাঠ ও মন্তব্যে আসায় কৃতজ্ঞতা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাসিক মদীনার প্রশ্নোত্তর বিভাগটি পড়লে অনুমান করা যায়, তিনি কত বড় মাপের ইসলামী স্কলার ছিলেন।
আমি মদিনার নিয়মিত গ্রাহক ছিলাম। প্রশ্নোত্তরে মাসিক মদিনা’র প্রায় ২০ টি ভলিউম আমার কাছে ছিল।
মরহুমের জান্নাত বাস কামনা করছি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

নতুন নকিব বলেছেন:



তাঁর জ্ঞানের পরিধি পরিমাপ করার যোগ্যতা আমরা রাখি না। আল্লাহ পাক তাকে বহুবিধ যোগ্যতার অধিকারী করেছিলেন।

আপনি মদিনার নিয়মিত গ্রাহক ছিলেন জেনে ভাল লাগলো। যেহেতু 'ছিলাম' বললেন, তাই জানতে ইচ্ছে করছে, বর্তমানে কি মদিনা পড়েন না? মদিনা তো আশিক হৃদয়ের আত্মার খোরাক।

অনেক অনেক শুভকামনা দারুন মন্তব্য রেখে যাওয়ায়।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

সাদাফ কামরুল হাসান বলেছেন: আল্লাহ জান্নাতবাসী করুন।
কিছু ভলোবাসার কথা

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪

নতুন নকিব বলেছেন:



আল্লাহুম্মা আমীন। জাজাকুমুল্লাহ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: নিঃসন্দেহে তিনই ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী আলেম। আল্লাহ তার কবর আজাব মাফ করে তাকে জান্নাত বাসি করুন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। ধন্যবাদ। কৃতজ্ঞতা।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: আমি জলের ভেতরে পেরেক মারা মানুষ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



হয়তো। আমিও মেরেছিলাম একদা।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৬১৭ বার পঠিত!!!!


নকিব ভাই, এই পোস্ট কোন এক গিরগিটি রিলোড মারছে। সত্যি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

নতুন নকিব বলেছেন:



পিসি কিংবা ল্যাপটপে বসার সুযোগ ছিল না। সেল ফোনে লক্ষ্য করেছি আমিও। ব্লগের একজন এই কাজ করতে পারেন বলে অনুমিত হয়। তবে, তার নাম বলা যাবে না। তিনি আমার শুভাকাঙ্খী বটে।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ঢাকার লোক বলেছেন: আল্লাহ পাক উনার ভুল ত্রূটি মাফ করুন এবং জান্নাত দান করুন ।
মারেফুল কোরান পাড়ায় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, এতে কিছু ভুল আকিদা/ বিশ্বাস রয়েছে যা ইসলামের মূল আকিদা বিরোধী ।
দেখুন, https://www.youtube.com/watch?v=CzYDs824E6A


০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০

নতুন নকিব বলেছেন:



আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন। মরহুমকে জান্নাতের উঁচু মাকাম দান করুন।

বিভ্রান্তি ছড়ানোই যাদের কাজ তারা তা করেই যাবে। এরা সেই 'কম্বলের লোম বাছতে গা উজাড়' এর কাতারের লোকজন। এরা 'ঠগ বাছতে গা উজাড়', মানে, সহিহ গইরে সহিহর প্যাচে ফেলে ইসলামকে খন্ডিত, পঙ্গু জীবন বিধানের তকমা লাগিয়ে দিতে সচেষ্ট। তিলকে তাল বানানো এদের পুরনো স্বভাব। সামান্য বিচ্যুতি থাকা অসম্ভব নয়, কিন্তু আলোচনায় যেভাবে মাওলানা মুহিউদ্দিন খানকে অবজ্ঞাভরে হেয় করে উপস্থাপন করা হয়েছে তাতেই বুঝা যায়, এদের অন্তরে বিদ্বেষের চাষবাস কতটুকু এবং কী পরিমান হয়।

যাই হোক, আপনাকে ধন্যবাদ বিষয়টি নজরে আনায়। আমি লেকচারটি শুনেছি। তাদের বিদ্বেষপরায়নতা আশাহত করেছে। এই জবাবগুলোও একটু দেখতে পারেন-

তাফসিরে মারেফুল কুরআন নিয়ে বিভ্রান্তির জবাব পর্ব-১। Mufti Hasan Mahmud। Reply Against illusion

তাফসিরে মারেফুল কুরআন নিয়ে বিভ্রান্তির জবাব পর্ব-২। Mufti Hasan Mahmud। মকবুল পাথর কি ওঠিয়ে নেয়া হয়?

তাফসিরে মারেফুল কুরআন নিয়ে বিভ্রান্তির জবাব পর্ব-৩Mufti Hasan Mahmud ইসরায়েলী রেওয়ায়েত এর চর্চা

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই ভাল লিখছেন।
তবে তাফসির কোরান নামাতে পারছিনা
Page not found
We’re sorry, the page you have requested is not available.

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ বিষয়টিতে দৃষ্টি আকর্ষন করায়। ডাউনলোড লিঙ্কটি কাজ করছিল না।

ঠিক করে দেয়া হয়েছে। কৃতজ্ঞতা।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

প্রামানিক বলেছেন: আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। মদীনা পত্রিকার প্রশ্নোত্তর পর্বের তুলনা হয় না।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন। কৃতজ্ঞতা।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। উনি অবিতর্কিত একজন ইসলামী চিন্তাবিদ ছিলেন...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

নতুন নকিব বলেছেন:



অবিতর্কিত থাকতে পারাটা অনেক কষ্টের, অনেক হিকমতের, অনেক প্রজ্ঞার। আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন। কৃতজ্ঞতা।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫

নতুন নকিব বলেছেন:



আমিন। কৃতজ্ঞতা।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: আল্লাহপাক ওনাকে বেহেস্তবাসী করুন। আমরা এদেশেও মাসিক মদিনা পড়েছি। একটি প্রশ্ন ছিল, নবীকে নবিজী বলা যাবে কিনা । ওনার উত্তর ছিল, যেহেতু নবি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ , কাজেই ওনাকে সম্মান জানিয়ে নবিজী বললে পৃথিবীতে অন্যান্য সম্মানীয়দের সঙ্গে একাসনে বসানো হবে। যেমন - গান্ধীজী, নেতাজী, স্বামীজী। কাজেই নবির ক্ষেত্রে জী বলা যাবেনা। ওনাকে জানাই অন্তরের সম্মান ।


আপনার উদ্দেশ্যে রইল আমার বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

নতুন নকিব বলেছেন:



গুরুত্বপূর্ন একটি বিষয় শেয়ার করায় মোবারকবাদ। আপনার আগমন ভাল লাগলো। এখনও কি আপনারা মাসিক মদিনা পান? মানে, আপনাদের ওখানে পত্রিকাটি পৌঁছে?

আপনার জন্যও শ্রদ্ধাসহ কল্যানের দুআ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
হয়তো। আমিও মেরেছিলাম একদা।

ধন্যবাদ। ভালো আছেন তো?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনাকেও ধন্যবাদ। অনেক ভাল আছি। আসুন না, ফকিরের পুলের ছাপাখানার গলিটার টং দোকানে বসে চা পান করি। দুই ভাই একটু কোলাকুলি করি।

আচ্ছা, আপনার সাথে প্রথম সাক্ষাতের অনুভূতিটা কেমন হতে পারে? ব্লগের আর কারও সাথে না হলেও আপনার সাথে যে চা খেতে হবে তাতে আমি বলা যায়, মোাটামুটি নিশ্চিত।

তবে আজ কিন্তু দাওয়াত দিয়েন না। আজ একটু ব্যস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.