নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ওরে ভোলা মন!

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩



মসজিদে নববীর পাশে অবস্থিত জান্নাতুল বাকি কবরস্থান, মদিনাতুল মুনাওয়ারাহ,

কেন এলি এ ভূবনে, কেন পেলি এ জীবন দামী-
ভেবেছ কি তোরে সৃজিল আহা কোন সে বিশ্বস্বামী?
নয়নজুড়ানো বিমুগ্ধতায় - জগত সাজালো সে কে?
একটিবারও কি প্রশ্ন করেছো, নয়ন ভরিয়া দেখে!
কার ইশারায় গ্রহ তারাদের - অপরূপ মিলনমেলা!
মহাশুন্যতায় মহাস্নিগ্ধতায় - করে কোলাহল খেলা!
কাহার হাতের পরশে ঝর্ণা - ছুটে চলে অবিরাম!
কাহার দানের দয়ায় বেঁচে - এ ধরা সুবহ ও শাম!
কাহার মায়ায় সাগরে - নগরে প্রানের কোলাহল!
কাহার হুকুমে আবিরে রাঙা হয় উদয় ও অস্তাচল!
তাহার তরে ওরে ভোলা মন নিজের ভেতরে নিজে!
ভেঙে চূড়ে গড় বিশ্বাসের সৌধ চোখের জলে ভিজে!
ওরে ভোলা মন পাপে নিমগন মরনে স্মরন করো!
পলে পলে তোর ফুরাইল আয়ু এখনো হল না ডরো!

ছবি: গুগল।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

নতুন নকিব বলেছেন:



আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

হাবিব বলেছেন: অপরিসীম মুগ্ধতা রেখে গেলাম

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতা সীমাহীন।

ভালো থাকবেন।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

নতুন নকিব বলেছেন:



একই প্রার্থনা আপনার জন্যও-

আল্লাহ আপনার মঙ্গল করুন।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:২৯

বলেছেন: দারুণ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

নতুন নকিব বলেছেন:



মুগ্ধতা অনিঃশেষ।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.