নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
তোমায় দেখিতে মনে চায় - না'তে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তোমায় দেখিতে মনে চায়, হে রাসূল,
তোমায় দেখিতে মনে চায়। (২ বার)
কাফেরেরা মারলো পাথর,
তোমায় চিনলো না, হে রাসূল
তোমায় দেখিতে মনে চায়। (২ বার)
আমি হতভাগা কপালপোড়া,
তোমায় দেখার আশে হইলাম সারা,
তোমার সাথে এই জগতে নাইরে কোনো তুল।।
হে রাসূল, তোমায় দেখিতে মনে চায়। -ঐ
আমার এই কামনা নিরবধি,
তোমার দর্শন পাইতাম যদি,
লোকের কাছে হইলাম আমি পাগলেরই তুল।।
হে রাসূল, তোমায় দেখিতে মনে চায়। -ঐ
দূর মদিনায় আছো তুমি,
তোমার দোস্ত অন্তর্যামী,
তোমায় যদি না পাই আমি হারাবো দু'কুল।।
হে রাসূল, তোমায় দেখিতে মনে চায়। -ঐ
বাড়াইও না বিচ্ছেদ জ্বালা,
তুমি আমার গলার মালা,
শাফিয়ে মাহশার তুমি, তুমি উম্মতেরই কুল।।
হে রাসূল, তোমায় দেখিতে মনে চায়। -ঐ
ছবি কৃতজ্ঞতা: অন্তর্জাল।
০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
নতুন নকিব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রথম মন্তব্যে ভালোলাগা।
শুভকামনা সবসময়।
২| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যাবদ , না’তে রাসুল পাঠে মুগ্ধ ।
এ কে যথাযথভাবে মুল্যায়ন করা আমার সাধ্যাতিত ।
না’তে রাসুলের উপরে শুধু না’তে রাসুলেই কাম্য
তাই আরো একটি নাতে রাসুল যা ছোট কালে পাক
আমলে উর্দুতে শুনা এবং মনের মাঝে আজো গেথে আছে
তা নীচে তুলে দেয়া হল , আশা করি ভাল লাগবে ।
বিস্মিল্লা হির রাহ্মানির রাহীম
রাব্বে ছাল্লে মুআলা রাছুলিল্লাহ (সঃ)
মারহাবা মারহাবা হাবিবাল্লাহ ।।
মেরা জখমো পায়তু লাগা মালহাম
ম্যায়হু বিমারিয়া রাছুলিল্লাহ।।
রাব্বে ছাল্লে মুআলা রাছুলিল্লাহ
মারহাবা মারহাবা হাবিবাল্লাহ।।
এন্তেজারিমে হাম না মরজায়েঙ্গে
তেরা বিমারিয়া রাছুলিল্লাহ
রাব্বে ছাল্লে মুআলা রাছুলিল্লাহ
মারহাবা মারহাবা হাবিবাল্লাহ।।
এন্তেজারিমে হাম সব উম্মতকো
আপনা ছুরত দেখা রাছুলিল্লাহ।।
রাব্বে ছাল্লে মুআলা রাছুলিল্লাহ
মারহাবা মারহাবা হাবিবাল্লাহ।।
তেরা রওজা হ্যায়-তো আরশেভি-আলা
আপনা রওজা দেখা রাছুলিল্লাহ।।
রাব্বে ছাল্লে মুআলা রাছুলিল্লাহ
মারহাবা মারহাবা হাবিবাল্লাহ ।।
অনেক অনেক শুভেচ্ছা রইল
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৯
নতুন নকিব বলেছেন:
হৃদয়ের গহীন থেকে উঠে আসা হৃদ্যতাপূর্ণ না'ত শেয়ার করায় মুগ্ধতা, আলী ভাই। আপনার শারিরিক অবস্থা এখন কেমন? সবসময় দুআ করি, আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবি করুন। সুস্থ রেখে পৃথিবীবাসীকে আপনার জ্ঞান ভান্ডার দ্বারা উপকৃত হওয়ার তাওফিক দান করুন।
আমাদের জন্য দুআ চাই। কৃতজ্ঞতা অনি:শেষ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
আরোগ্য বলেছেন: চমৎকার হয়েছে,।
বুরদা শরিফের নাতটি আমার খুব পছন্দ।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা, আপনার আগমনে। আমারও প্রিয় বুরদা শরিফ।
জাজাকুমুল্লাহু তাআ'লা।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ল্বাকাদ জা আকুম রাসুলুম মিন আনফুসিকুম . . .
বলে কোরআনে
দেখনা চেয়ে পাগল ও মন আপনা পানে
যিনি মুর্শিদ তিনি রাসুল হাকীকতে মোহাম্মদী ফুল
সিজদাতে রয় সর্বদাই আপন রব পানে।।
কুল কায়েনাতের রাসূল
সকল জ্ঞাতি সকল কূল
তার স্মরনেই রয় যে বিভোল সকল ক্ষনে
ও মন হয়ে বেকারার স্মরে পরোয়ার; (২)
তুমিও স্মর সেই ধ্যানে।।
দয়ার সাগর তিনি
রহম দরিয়া তিনি
সাফায়াতের কান্ডারী হাশরের ময়দানে
ইয়া উম্মতি জপন যান তিনি সারোয়ার (২)
তুমিও স্মর সেই জ্ঞানে।।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি, অভিনন্দন এমন মনোমুগ্ধকর না'তে রাসূল উপহার দিয়ে যাওয়ায়।
অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতাসহ শুভকামনা সবসময়।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: আহা মন ছুঁয়ে গেল।
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩২
নতুন নকিব বলেছেন:
মুগ্ধতা অনি:শেষ। অনেক অনেক ধন্যবাদ।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৯
হাবিব বলেছেন: বাহ...... দারুন। সুর করে শুনতে পারলে!
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪
নতুন নকিব বলেছেন:
সুর করে.. । দেখি, আপনার মনোবাসনা পূরণ করা যায় কি না।
শুভকামনা সবসময়।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০১
ল বলেছেন: আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ ( সাঃ)
নাতে মুগ্ধ
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
আগমনে কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:২৫
নীলপরি বলেছেন: বাহ। সুন্দর লাগলো পড়তে ।
শুভকামনা
১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৫
নতুন নকিব বলেছেন:
ভালো লেগেছে জেনে আনন্দিত।
শুভকামনা আপনার জন্যও।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: Excellent