নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা: সত্য সন্ধানী প্রখ্যাত মার্কিন ধর্মযাজক স্যামুয়েল শ্রপশায়ার আল কুরআনের সান্নিধ্যে এসে বদলে নিলেন নিজেকে

২২ শে মে, ২০১৯ বিকাল ৩:০৮



মুসলমানদের উষ্ণ আতিথেয়তা এবং পবিত্র কুরআনের সংস্পর্শ বদলে দিয়েছে তাকে:
এসেছিলেন কুরআনের গবেষনা করতে। গবেষনা করেছিলেনও। তবে বেশি দূর যেতে হয়নি স্যামুয়েল শ্রপশায়ারকে। ৭০ বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিখ্যাত ধর্মযাজক পবিত্র কুরআনের সান্নিধ্যে এসে নিজেকেই বদলে নিয়েছেন। আল কুরআনের কষ্টিপাথরে যাচাই করে নিজের বিশ্বাসকে পাল্টে নিয়েছেন। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে নিজেকে ধন্য করতে সক্ষম হয়েছেন তিনি। মূলত: মুসলমানদের উষ্ণ আতিথেয়তা এবং পবিত্র কুরআনের সংস্পর্শ ইসলামের আলোকিত জীবনে ফিরে আসতে সাহায্য করেছে প্রখ্যাত এই ধর্মযাজককে। আমাদের পক্ষ থেকে স্যামুয়েল শ্রপশায়ারকে মোবারকবাদ, খোশ আমদেদ।

বিশ্বব্যাপী বিভিন্ন ধর্মের বিখ্যাত ব্যক্তিত্বরা যুগে যুগে ইসলামের আলোয় নিজেদের আলোকিত করেছেন। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ধর্মযাজক স্যামুয়েল শ্রপশায়ার পবিত্র কুরআনুল কারিম গবেষণা করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন।

যে কারণে তার এই ধর্মান্তরিত হওয়া:
ইসলাম গ্রহণ করার পর সাবেক এ ধর্মযাজক জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় মুসলমানদের ব্যাপারে নেতিবাচক মনোভাব উপস্থাপন করতে দেখেছি। দেখেছি কুরআনুল কারিম নিয়ে সমালোচনা করতে। আর তা থেকে মুসলমান ও কুরআন সম্পর্কে জানতে প্রচণ্ড আগ্রহ অনুভব করতাম।

মার্কিন গণমাধ্যমে প্রচারিত মুসলমানদের ব্যাপারে নেতিবাচক মনোভাবের বাস্তবে কিছুই পাননি তিনি:
সে চিন্তা-চেতনা থেকে পবিত্র কুরআন সম্পর্কে জানার জন্য ২০১১ সালে প্রথম সৌদি আরব আসি। সৌদি আরবের জেদ্দায় কুরআন নিয়ে গবেষণার সময় মুসলমানদের কাছ থেকে পেয়েছি অনুপম আতিথেয়তা। মার্কিন গণমাধ্যমে প্রচারিত মুসলমানদের ব্যাপারে নেতিবাচক মনোভাবের কিছুই এখানে বাস্তবে এসে পাইনি। আর তখনই ইসলামের প্রতি আমার এক অন্যরকম ভালোলাগা তৈরি হয়ে যায়।

বর্তমানে সৌদি আরবে অবস্থান করা সাবেক মার্কিন ধর্মযাজক স্যামুয়েল শ্রপশায়ার গতকাল মঙ্গলবার ২১ মে, ২০১৯ ইং তারিখ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান।

ধর্ম আগে নয়; আগে মানুষ, আবারও প্রমানিত হলো- মানুষের চেয়ে বড় কিছু নহে, নাহি কিছু মহিয়ান:
প্রথমবার যখন সৌদিতে আসি তখন আমি মুসলিম না কি অমুসলিম সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে আমার সঙ্গে তারা উত্তম আচরণ করেছিলেন। মুসলমানরা এক আল্লাহর উপাসনা করে। নীতি নৈতিকতায় তারা অনন্য।

বর্তমানে 'শান্তি ও সংহতির জন্য মুসলমানদের কণ্ঠস্বর' (Muslim Voice for Peace & Reconciliation) নামে একটি অলাভজনক সংগঠন পরিচালনায় কাজ করছেন স্যামুয়েল শ্রপশায়ার।

সত্য সন্ধানী স্যামুয়েল শ্রপশায়ার, সত্যকে গ্রহন করে নেয়ায় আপনার প্রতি শ্রদ্ধা অনি:শেষ। আপনার জন্য শুভকামনা একরাশ। আপনি যেখানেই থাকুন সুখে থাকুন, সুন্দর থাকুন, অবগাহন করুন অনাবিল আনন্দ-বারিধিতে।

তথ্যসূত্র:

১. US former pastor says he converted to Islam 'because of Saudi hospitality'

২. American journey to ISLAM brother Samuel Shropshire convert to Islam

৩. How and When Samuel Shropshire Joined Islam #HUDATV

৪. ইসলাম গ্রহণ করলেন মার্কিন যাজক স্যামুয়েল শ্রপশায়ার

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সত্যি সত্যি সত্যের সন্ধান করে, সে সত্যের সন্ধ্যান পেয়েই যায়!


হায়! জন্মসূত্রে কথিত মুসলমান নামধারী আমরা কবে জ্ঞান জগতের সেই গভীরতায় গিয়ে সত্য উপলব্ধি করবো
আর সেই গভীর বিশ্বাসে পাঠ করবো পবিত্র বাক্যাবলী - লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসুল আল্লাহ!

২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৪৩

নতুন নকিব বলেছেন:



যে সত্যি সত্যি সত্যের সন্ধান করে, সে সত্যের সন্ধ্যান পেয়েই যায়!

দারুন বলেছেন প্রিয় ভ্রাতা। কৃতজ্ঞতা মন্তব্যে আসায় এবং লাইক দেয়ায়। প্রথম মন্তব্যে বিশেষ ধন্যবাদ।

আল কুরআনে বর্ণিত মহান প্রতিপালকের বানীরই প্রতিধ্বনি। ইরশাদ হচ্ছে-
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ
'যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন।'
'And those who strive in Our (cause),- We will certainly guide them to our Paths: For verily Allah is with those who do right.'

২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন:



হায়! জন্মসূত্রে কথিত মুসলমান নামধারী আমরা কবে জ্ঞান জগতের সেই গভীরতায় গিয়ে সত্য উপলব্ধি করবো
আর সেই গভীর বিশ্বাসে পাঠ করবো পবিত্র বাক্যাবলী - লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসুল আল্লাহ!


হৃদয় নিংড়ানো অাপনার অনিন্দ্য সুন্দর এ কথাটিও উপলব্ধিতে আনার মত। জন্মসূত্রে মুসলমান পরিচয় দেয়ার সাথে সাথে আমরাও কবে, কোন কালে বিশ্বাসের গহীনে প্রবেশ করে, যুক্তির কষ্টিপাথরে যাচাই করে সত্যটাকে প্রমান করে, নিজের বিশ্বাসকে খাঁটি করে নেব, সত্যিকারের মুসলিম হবো!

২| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৯

অগ্নিবেশ বলেছেন: তিনি চাকুরি পরিবর্তন করেছেন, যাজক থেকে মৌলবি হয়েছেন। খুব ভালো কথা কিন্তু বলেছেন নীতি নৈতিকতায় মুসলমানেরা অনন্য। এখানে কি তিনি সৌদিদের কথা বলেছেন। তেলের দেশেও তেল মারতে হয়? যাই হোক আশাকরি আপনি আমার এই কমেন্টটি মুছবেন না। মাঝে মাঝে ভিন্নমত ও শুনতে হয়।

২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৫৯

নতুন নকিব বলেছেন:



আপনার কমেন্ট কখনও মুছে দিয়েছি এমন তো মনে পড়ছে না। আর এই কমেন্টে আপনি এমন কিইবা বলেছেন যার ফলে এটি মুছে দিতে হবে! এর আগে আপনার আপত্তিকর একটি কমেন্ট আমার এই পোস্টটিতে (৭ নং কমেন্ট) ছিল, সেটাও আমি মুছিনি। অবশ্য আপনি বললে সেটা মুছে দিতাম। সর্বোপরি, নিতান্ত অপারগ না হলে, সভ্যতা-ভব্যতার মাত্রা ছাড়িয়ে না গেলে, নিছক পছন্দ না হলেই কারও কমেন্ট মুছে দেয়া অসুস্থ মানসিকতার লক্ষণ মনে হয় আমার কাছে।

যাই হোক, কমেন্ট রেখে যাওয়ায় ধন্যবাদ। আশা করি, ভালো আছেন। শুভকামনা জানবেন।

৩| ২২ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনি সিআইএ, বা এফবিআই'তে ভালো চাকুরী পেয়েছেন!

২৩ শে মে, ২০১৯ সকাল ১০:০০

নতুন নকিব বলেছেন:



হয়তোবা! যাহা বলিয়াছিলেন!

আশা করি কুশলে রয়েছেন। শুভকামনা।

৪| ২২ শে মে, ২০১৯ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভালো।
উনি ন্যায়ের পথে এসেছেন। আল্লাহ উনার ভালো করবে।

২৩ শে মে, ২০১৯ সকাল ১০:১১

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া, সুন্দর মন্তব্যে অভিনন্দন।

৫| ২২ শে মে, ২০১৯ রাত ১১:৪১

মাহমুদুর রহমান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: যে সত্যি সত্যি সত্যের সন্ধান করে, সে সত্যের সন্ধ্যান পেয়েই যায়!

২৩ শে মে, ২০১৯ সকাল ১০:১২

নতুন নকিব বলেছেন:



জ্বি, তিনি সুন্দর কথা বলেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.