নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
স্বপ্নরা দরজায় কড়া নাড়ে-
অপপ্রচারের খড়গ মারিয়ে প্রিয় সামু ব্লগ মুক্ত হবে
পূর্ণ তেজে আবার দীপ্তি ছড়াবে
সত্যের ক্ষীন আলো-আভা অচিরেই
পেখম মেলে ধরে দ্যুতি ছড়াবে চতুর্দিকে
ইনশাআল্লাহ লক্ষ প্রাণের অমলিন ভালোবাসা
বাঁচিয়ে রাখবে বাংলা ভাষার শ্রেষ্ঠতম এই অনলাইন শিক্ষাঙ্গনকে
বাংলায় কথা বলা অযুত নিযুত পাখির কলকাকলিতে মুখরিত বর্ণিল এই বাগিচা-
সৌরভের ডালি সাজিয়ে যাবে দীর্ঘ-দীঘল দিন
কালের আয়নায় লেখা সামুর নাম-
দেশ নয় কাল নয় কোনো সীমানার গন্ডিতে আবদ্ধ নয়
দীঘালীপাতালী সামুর বাহুগুলো প্রসারিত আজ দেশ থেকে দেশ দেশান্তরে
পূবের, সূর্যোদয়ের দেশ জাপানের সভ্যতা সৌন্দর্য্যের ছোঁয়া আছে সামুর পাতায়
পশ্চিমের, ফারাওয়ের দেশে ডুব দিয়ে সামু তুলে আনে পুরাকালের মিশরের ইতিহাস
পিরামিডের অজানা ইতিহাসে আমরা সমৃদ্ধ হয়ে উঠি সামু পাঠে
আটলান্টিকের ওপাড়ের আমেরিকায়ও সামুর উপস্থিতি শিহরণ জাগায় হিজল বনে
ইউরোপের দেশে দেশে সামুর সন্তানরা জাগ্রত
প্রাচ্য-প্রতীচ্য কোথায় নেই সামু!
সামু মানে, বিশুদ্ধ বাংলা চর্চা বিশ্বময়
সামু মানে, হৃদয়ের অর্গল খুলে বাংলায় কথা বলা
বাংলাকে বুকে নিয়ে জনপদে জনপদে ছুটে চলা
বাংলা ভাষার সীমানাকে মুছে দেয়া সামু আবার জেগে উঠবে
বিশ্বজুড়ে সবখানে সামুর নি:শব্দ পথচলা
বাংলা ভাষা চর্চায় নতুন দিনের স্বপ্ন দ্যাখায়
সামু বেঁচে রবে বিশ্বময়
বহতা নদীর মত
কুলুকুলু শব্দে ছন্দিত ছন্দে অনুভূতির স্পন্দনে যুগ যুগান্তর
নোট:দুই জন! অনন্য ব্লগার! ব্লগের অন্যতম রম্য রচয়িতা! সুলেখক ভুয়া মফিজ ভাই একজন। আরেকজন আখেনাটেন ভাই, আপন আলোয় আলোকিত যিনি! অজানা অনেক ইতিহাস খুড়ে আনেন যিনি। আমাদের জন্য। পিরামিডের দুর্গম গুহা-প্রান্তর থেকে- এ দু'জনকে নিবেদন করছি ক্ষুদ্র এই লেখাটি। দূর প্রবাসে থেকেও দেশকে, দেশের মানুষকে সর্বোপরি বাংলা ভাষাকে বুকে আগলে রাখেন এরা।
ছবি: অন্তর্জাল।
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৪
নতুন নকিব বলেছেন:
দাদা,
মুগ্ধতা একরাশ! আপনার আগমনে। মোবারকবাদ।
২| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩১
বিজন রয় বলেছেন: মুক্তি চাই, মুক্তি চাই, প্রিয় সামুর মুক্তি চাই!
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৬
নতুন নকিব বলেছেন:
শ্লোগানটা দারুন হয়েছে। উচ্চকন্ঠে আওয়াজ তুলুন। অবশ্যই আমাদের প্রিয় প্রাঙ্গন মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ।
৩| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩২
বিজন রয় বলেছেন: ভুয়া মফিজ ও আখেনাটেন দুজনকেই শুভেচ্ছা।
আর আপনাকে শুভকামনা।
০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪০
নতুন নকিব বলেছেন:
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা। বিশিষ্ট দু'জনকে শুভেচ্ছা জানিয়েছেন দেখে কৃতজ্ঞতা। ভালো থাকুন সারাক্ষন, দাদা।
৪| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: বহতা নদীর মতো সামু ঠিক বার করবে আপন চলার পথ।বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সামু পরিবারের সদস্যরা শক্তিশালী লেখনীর মাধ্যমে রাঙায়িত করছেন নানা রঙে।এমনই দুজনকে পোস্টের মাধ্যমে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। বিশ্বের সপ্তম বৃহত্তর ভাষার বৃহত্তর কমিউনিটি ব্লগ সামুর ব্লগার হিসেবে আমরা আনন্দিতও।
সৃজন সেনের 'মাতৃভূমির জন্য' কবিতার কয়েকটি লাইন মনে পড়ে গেল।
"তাই-
মাতৃভাষার জন্য যারা জীবন দেয়
তোরা কেমন মানুষ
আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে,
আমার বুকের মধ্যে
সেই বাংলাদেশের জন্য
বাংলা ভাষার জন্য
একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য
একটা ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে!"
আমি এর সঙ্গে একটুখানি যোগ করব,
সামু ব্লগের মুক্তির দাবিতে
এক ভয়ঙ্কর যন্ত্রণা টনটন করে ওঠে।
শুভেচ্ছা নিয়েন প্রিয় নাকিব ভাই।
৫| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
রাকু হাসান বলেছেন:
সত্যিই চমৎকার লিখেছেন । আমার ,আমাদের কথা তুলে ধরেছেন ।
৬| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজন রয় বলেছেন: মুক্তি চাই, মুক্তি চাই, প্রিয় সামুর মুক্তি চাই
যতদিন রাহু আছে ততদিন আশা নাই
গ্রহনের মাঝে প্রিয় সামু!
কষ্ট আর কষ্ট!
৭| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: একদম আমাদের মনের কথা গুলো লিখেছেন।
৮| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন: মুক্তি চাই, তবে এই মুক্তি কিভাবে মিলবে তা কেউ বলছেন না।
৯| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ! দারুণ!
১০| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৯
আখেনাটেন বলেছেন:
আপনার জন্য অশেষ শুভকামনা। নগন্য এই বান্দাকেও আপনি স্বরণে রেখেছেন জেনে আপ্লুত হলুম।
সৃষ্টিকর্তার অপার করুণা বর্ষিত হোক আপনার আগামীর পথচলায়।
নিচের এই ছবিটা আমার মোবাইল ক্যামেরায় তোলা। আপনার কথা স্বরণ হয়েছিল সেখানে গিয়ে।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৯
বিজন রয় বলেছেন: সাবাশ!! সাবাস!!
+++++++++