নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

যয়তুন/ জলপাই তেল/ Olive Oil এর বহুবিধ উপকারিতা এবং অলিভ অয়েলের ঘরোয়া রেসিপি:

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩২



যয়তুন/ জলপাই তেল/ Olive Oil এর বহুবিধ উপকারিতা:
যায়তুন একটি বরকতয় ফল। কেননা, আল্লাহ তাআলা সূরা তীন এ যায়তুন এর কসম খেয়েছেন। আল্লার রাসূল সা. এর তেল খেতে ও মালিশ করতে বলেছেন। তিনি বলেন: “তোমরা যায়তুনের তেল খাও এবং এর দ্বারা মালিশ কর বা শরীরে মাখ। কেননা, তা বরকতময় গাছ থেকে আসে।” [তিরমিযী, আহমদ, ইমাম আলবানী সহীহ বলেছেন]

জলপাই তেল বা Olive Oil এ অনেক গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যেগুলো (আল্লাহর অনুগ্রহে) আমাদের শরীরকে সুস্থ এবং সুন্দর রাখে।

এটা লিভারের জন্য উপকারী:
খাবারে জলপাইয়ের তেল ব্যবহারের ফলে শরীরের ব্যাড কোলেস্টোরেল এবং গুড কোলেস্টোরেল নিয়ন্ত্রণ হয় ।
জলপাইয়ের তেলের আরেকটা গুণ হল, এটা পাকস্থলীর জন্য খুব ভালো।

শরীরের এসিড কমায়:
যকৃৎ (Liver) পরিষ্কার করে, যেটা প্রতিটি মানুষের ২/৩ দিনে একবার করে দরকার হয়।

কোস্টকাঠিন্য দূর করে:
কোস্টকাঠিন্য রোগীদের জন্য দিনে ১ চামচ (1 spoon) জলপাই তেল অনেক অনেক উপকারী।
সাধারণত সন্তান হওয়ার পর মহিলাদের পেটে সাদা রঙের স্থায়ী দাগ পড়ে যায়। গর্ভধারণ করার পর থেকেই পেটে জলপাই তেল (Olive Oil) মাখলে কোন জন্মদাগ পড়ে না। এটা একটা পরীক্ষিত ব্যাপার। জলপাই তেল গায়ে মাখলে বয়স বাড়ার সাথে ত্বক কুঁচকানো প্রতিরোধ হয় ।

গবেষকরা ২.৫ কোটি (25 million) লোকের উপর গবেষণা করে দেখিয়েছেন, প্রতিদিন ২ চামচ কুমারী জলপাই তেল (Virgin Olive Oil) ১ সপ্তাহ ধরে খেলে ক্ষতিকর এলডিএল (LDL) কোলেস্টেরল কমায় এবং উপকারী এইচডিএল (HDL) কোলেস্টেরল বাড়ায়। স্প্যানিশ (Spanish) গবেষকরা দেখিয়েছেন, খাবারে জলপাই তেল ব্যবহার করলে ক্লোন ক্যান্সার (Colon cancer ) প্রতিরোধ হয়।

আরও কিছু গবেষক দেখিয়েছেন, এটা ব্যাথানাশক (Pain Killer) হিসাবে কাজ করে। গোসলের পানিতে ১/৪ চামচ ব্যবহার করে গোসল করলে শরীরে শিথিলতা পাওয়া যায়। মেয়েদের রূপ বর্ধনের জন্য এটা অনেকটা কার্যকর।

ইসলাম ধর্মেও জলপাইয়ের তেল খাওয়া এবং ব্যবহারের গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহর রসূল (স.) বলেছেন, *“তোমরা এই তেলটি খাও, তা শরীরে মাখাও।“* [হযরত আবু হুরাইরা (রদ্বি.) হতে তিরমিযি ও ইবনে মাজাহ্ বর্ণনা করছেন । ইবনে মাজাহ্-এ হাদিস নং ৩৩২০ । সনদ সহীহ্]।

জলপাই তেল যে কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, তা ইবনুল কাইয়্যূম তার “The Medicine of the Prophet (sm.)” বইয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন ।

বাজারে পাওয়া যায় যেসব অলিভ অয়েল:
বাজারে কয়েক ধরনের জলপাইয়ের তেল পাওয়া যায়। যেমন:

▪১। Extra virgin – এটা প্রথম ধাপ। সরাসরি জলপাই ফল থেকে তৈরি। এসিডেটি ১% এর নিচে। রান্নার জন্য বা সালাদে গবেষকরা এটা প্রস্তাব করেন।

▪২। Virgin – Extra virgin পরের ধাপ এটা। এতে এসিডের পরিমাণ ১ থেকে ২% থাকে।

▪৩। Refine Pure – ৩য় ধাপ। এতে এসিডের পরিমাণ ৩% থেকে ৪।

অলিভ অয়েল রেসিপি, ঘরেই যেভাবে তৈরি করবেন অলিভ অয়েল:
হাজার টাকা খরচ করে আর বাজার থেকে অলিভ অয়েল কিনতে হবে না। এবার থেকে ঘরেই তৈরি করুন। খুব সহজ, জেনে নিন রেসিপি:

এক কেজি জলপাই নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। পানি ঝড়িয়ে জলপাই কেটে বিচি ফেলে দিন। জলপাই টুকরোগুলো বেটে নিন।

এবার চুলায় কড়াইতে জলপাই বাটা দিয়ে হালকা জ্বালে নাড়তে থাকুন। ধীরে ধীরে দেখবেন তেল উঠতে শুরু করেছে। তেল উঠে গেলে একটি পাতলা ও পরিষ্কার সুতি কাপড়ে ঢেলে চেপে চেপে তেলটুকু সংগ্রহ করুন।

কাচের বোতলে সংরক্ষণ করুন খাঁটি অলিভ অয়েল। এই তেল শরীরেও মাখতে পারবেন আবার রান্নায়ও ব্যবহার করতে পারবেন।

সূত্র: Click This Link এবং সহায়ক অন্যান্য ওয়েব পোর্টাল।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৪

ইসিয়াক বলেছেন: অনেক কিছু জানলাম ।
চমৎকার পোষ্ট ।
শুভসকাল নকিব ভাই।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ, প্রিয় ইসিয়াক ভাই।

পণথম মন্তব্যটির জন্য কৃতজ্ঞতা।

ভালো থাকার প্রার্থনা আপনার জন্য।

২| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:১১

ইসিয়াক বলেছেন:
ভাইয়া লিঙ্ক কাজ করছে না।আর যদি কিছু মনে না করেন তো বলি , আপনার পোষ্টে একই তথ্য দুইবার এসেছে। একটু যদি খেয়াল করে দেখতেন ভালো হতো।
শুভকামনা রইলো।
পোষ্ট খুব ভালো লেগেছে।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩৯

নতুন নকিব বলেছেন:



বলে দেয়ায় আবারও কৃতজ্ঞতা। মোবাইলে লিখতে গিয়ে একই লেখা দু'বার এসেছিল। ঠিক করে দিয়েছি।

জাজাকাল্লাহ।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: অলিভ ওয়েল এর অনেক দাম। সবচেয়ে বড় কথা নকল বের হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

নতুন নকিব বলেছেন:


ধন্যবাদ। সুন্দর বলেছেন-

আর সে কারনে নকলের হাত থেকে বাঁচার জন্য ঘরোয়া রেসিপি দিয়েছি।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দরকারী পোস্ট.

০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই গিয়াস উদ্দিন লিটন।

নিরন্তর ভালো থাকুন, প্রার্থনা।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৯ ভোর ৫:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই উপকারী পোষ্ট ।
এই তেলের আরো অনেক প্রকার ভেষজ গুণ রয়েছে ।
এই তেল দিয়ে কানের ময়লা পরিস্কার করা যায় । নাক কান বিশেষজ্ঞরা
বলেন দু ফুটা করে তেল দিন দুয়েক কানে দিলে ময়লা উঠে চলে আসে ।
ঔষধের দোকানেও ছোট ড্রপার লাগানো অলিভ অয়েলের শিশি যাওয়া যায় ।
জলপাই হতে তেল বানানোর কৌশল জানানোর জন্য ধন্যবাদ ।
বাংলাদেশের জলপাই এর মত এত সুস্বাদু ও বড় আকারের জলপাই
এখনো দুনিয়ার কোথাও দেখি নাই , আপনার এই পোষ্টের পরে
বাজারে জলপাই এর দাম বেড়ে যাবে তাতে কোন সন্দেহ নাই :)

শুভেচ্ছা রইল

০৯ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



গতকাল বাসায় জলপাইয়ের তেল বানানোর চেষ্টা করেছিলেন প্রিয়তমা স্ত্রী। আসলে ব্লগটাকে ভালোবাসি তো, তাই ঘরে কোনো বানালেও মনে পড়ে যায়, ব্লগের প্রিয় মুখগুলোকে। ভাবলুম, ব্লগের প্রিয় মানুষদেরও শেয়ার করে জানিয়ে দিই ঘরোয়া পদ্ধতিতে জলপাইয়ের তেল বানানোর তরিকা।

এক্সপেরিয়েন্স এর আলোকে বলা চলে, এটা আসলে খুবই সহজ। আমার মনে হচ্ছে, ১০০০/ ১২০০ টাকা কেজি দামের অলিভ অয়েল না কিনে এরচে' বরং এই পদ্ধতিতে নিজেরা জলপাই থেকে খাঁটি তেল বানিয়ে নেয়া অনেক ভালো।

কোনো পোস্টে আপনার মন্তব্য মানে, সেই পোস্টের সহায়ক প্রয়োজনীয় তত্ত্ব এবং তথ্যাদির পরিপূর্ণতাপ্রাপ্তি। আলহামদুলিল্লাহ, এই পোস্টের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পোস্টটির সৌন্দর্য্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। আপনার কথার সাথে দ্বিমত পোষন করার কারণ নেই, বাংলাদেশের জলপাই আকারে এবং স্বাদে সত্যি অতুলনীয়।

কষ্ট করে পোস্টে এসে আন্তরিক মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনার নিরন্তর কল্যান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.