নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

আতঙ্কিত না হয়ে করোনাসহ সকল মহামারি থেকে বেঁচে থাকতে হাদিসের আলোকে যে দোআ পড়া উচিত:

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

ছবিঃ সংগৃহীত।

করোনাসহ সকল মহামারি থেকে বেঁচে থাকতে হাদিসের আলোকে যে দোআ পড়া উচিত:

করোনা ভাইরাস এক আতঙ্কের নাম। ইতিমধ্যে চীনসহ বিশ্বের শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এশিয়ার পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মহামারি আকার ধারণ করেছে এই করোনা ভাইরাস। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দেশের মন্ত্রী উপদেষ্টা কেউই বাদ যাচ্ছেন না এই ভাইরাসের হাত থেকে।

মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত (৯ মার্চ ২০২০) প্রায় ৩৮৩১ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে অধিকাংশই মারা গেছে চীনে। আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

করোনা ভাইরাস সম্পর্কিত সংবাদ প্রচারের ক্ষেত্রে একটি কথা অবশ্য দেশি বিদেশি নামিদামী মিডিয়াগুলোতে খুব কমই আলোচিত হতে দেখা যায়, তা হচ্ছে, এই ভাইরাস আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক লোক চিকিৎসা গ্রহণ কনে সুস্থ হয়েছেন। প্রাপ্ত তথ্যমতে, এদের সংখ্যা ৬০,০০০ (ষাট হাজার) এর অধিক। সুস্থ হওয়ার এসব তথ্য প্রচার করা হলে মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমবে।

মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া পড়ার আহ্বান জানিয়েছেন ইসলামী স্কলাররা। তারা সবাইকে সব সময় দোয়াটি পড়ার আহ্বান জানান। দোআটি হচ্ছে -

اللَّهمَّ إِنِّي أَعُوُذُ بِكَ مِنَ الْبرَصِ، وَالجُنُونِ، والجُذَامِ، وسّيءِ الأَسْقامِ.

বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা ইন্নি আ’য়ুজুবিকা মিনাল বারাছি, ওয়াল জুনুনি ওয়াল জুযামি, ওয়া সায়্যিইল আসক্বাম।

বাংলা অর্থ:

হে আল্লাহ, আমি তোমার নিকট ধবল, কুষ্ঠ এবং উন্মাদনা সহ সব ধরনের কঠিন দূরারোগ্য ব্যাধি থেকে পানাহ চাই। [সুনান আবু দাউদ]’

এছাড়া আবু দাউদ শরীফের অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে-

‘বিসমিল্লা-হিল্লাজী লা ইয়াদ্বুররু মাআসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুয়াস সামী‘উল আলীম’,

অর্থাৎ ‘আল্লাহর নামে, যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী’;

সকাল হওয়া পর্যন্ত তার প্রতি কোনো হঠাৎ বিপদ আসবে না। আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার ওপর কোনো হঠাৎ বিপদ আসবে না। (আবু দাউদ, হাদিস : ৫০৮৮)

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা পৃথিবীবাসী সকল প্রাণীকে রক্ষা করুন। সবার উপর রহমতের বৃষ্টি বর্যন করুন। সুস্থ, সুন্দর এবং তাকওয়াপূর্ণ জীবন নসিব করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

আতঙ্কিত মানুষ বলেছেন: ধন্যবাদ

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনাকেও ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৫

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতাসহ আপনার জন্য কল্যানের দুআ।

৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসুন আমরা করোনা ভাইরাস থেকে নাযাত পেতে
নিম্নোক্ত দোয়াটি পাঠ করি।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ।

৪| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: সূরা দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না।
আবেগ থেকে আমরা অনেক কিছু করি।
তবে চেষ্টা করে দেখতে দোষ নেই।

১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



সূরাহ দিয়ে বাঁচা যেতে পারে, এটা আমাদের বিশ্বাস। তবে আপনার বিশ্বাস বিপরীত হলেও তাকে সম্মান করি।

ধন্যবাদ।

৫| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া। মোবারকবাদ।

৬| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান।

#রাজীব ভাই দোয়াতেও আমি অমত করেন। আপনি যে কোন পথে হাঁটেন কিছু বুঝি না। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর এসব ভয়ংকর বিপদ থেকে বাঁচার জন্য তাঁর দয়া চাইতেই হবে। দোয়া পড়রে মনেও শান্তি।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৬

নতুন নকিব বলেছেন:



তিনি (রাজীব নুর) ভালো মানুষ। আমাকে ভালোবাসেন। ব্লগারদের প্রতি তার অন্যরকম টান। দেশ নিয়ে তিনি ভাবেন। মানুষের কল্যান কামনা করে থাকেন। তার লেখার হাতও বেশ ঝরঝরে, সুন্দর। তিনি এর আগে ধর্মীয় বিষয়াদি নিয়ে বিভিন্ন পোস্ট দিয়েছেন। সেগুলো ভালো লেগেছে। কয়েকটি পোস্ট-লিঙ্ক এখানে যুক্ত করে দিলাম। ইচ্ছে করলে ঘুরে দেখেও আসতে পারেন-

আসুন ইউসুফ নবী সম্পর্কে জানি
আসুন নবী ইয়াকুব (আঃ) সম্পর্কে জানি
ইমাম মাহদী আসবেন?
হযরত মোহাম্মদ (সঃ)
আমার ধর্ম, আমার শান্তি
আমার প্রিয় পাঁচ টি হাদীস
আমার প্রিয় কোরআনের ১০টি বাণী
রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১১৩
নবী রাসুল
পাপ থেকে দূরে
জম জম পানি
নামাজ আগে
হে প্রভু, আমাদের এই কষ্টকর তাপদাহ থেকে রক্ষা কর
শবেবরাতের মোনাজাত
নামাজ পড়ুন, আল্লাহকে খুশি রাখুন

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৭| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩০

জাহিদ হাসান বলেছেন: দোয়া তো করতেই হবে, সাথে ডাক্তারের নির্দেশও মানতে হবে।

১০ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



সেটাই। ধন্যবাদ, ভাই।

৮| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০২

সুপারডুপার বলেছেন: দোয়ার আসলে মানসিক স্বস্তি দেওয়া ছাড়া আর কোনো ফাংশন নাই। ভিন্ন ধর্মের কাছে তাদের নিজস্ব মন্ত্র , প্রাথর্না , তাবিজ কবচ, ঝাড়ফুঁক, পানিপড়া ইত্যাদি ও একই রকম তাদের কাছে মানসিক স্বস্তি আনে। এই জন্য অতীতে রোগ প্রতিরোধতো দূরের কথা, রোগ সনাক্তও সম্ভব হয় নি। পরিণামে এই বিশ্বাসে বন্দী বহু লোক দুরারোগ্য ব্যাধিতে সহজেই আক্রান্ত হয়ে কষ্ট পেয়েছেন।

১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৯

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আসায় ধন্যবাদ আপনাকে।

মানসিক স্বস্তির যে বিষয়টি বলেছেন, এটা আসলেই সঠিক। দোআ দ্বারা এটা অর্জিত হয়। স্রষ্টার কাছে মনের কথা নিবেদন করতে পারলে মনের ভার লাঘব হয়। কষ্টগুলো বুকের উপর থেকে নেমে যায়। তবে এর সাথে আপনার মন্তব্যের বাদবাকি সব কথার সাথে সহমত পোষন করতে না পারলেও আপনার প্রতি আন্তরিকতাপূর্ণ অভিব্যক্তি জ্ঞাপন করছি। কল্যান কামনা করছি আপনার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.