নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ লাগোয়া দৃষ্টিনন্দন ক্লক টাওয়ার যার অপর নাম আবরাজ টাওয়ার, ছবি http://www.themeccaclocktower.com থেকে সংগৃহীত।
ভ্রমণ; নিছক বিনোদন নয়, একটি আনন্দময় ইবাদতও
মানবজীবন একটি অনন্ত ভ্রমণের অংশবিশেষ। মানুষ অনন্ত সফরের যাত্রী। এই ভ্রমণের সূচনা হলো আমলে আরওয়াহ বা রুহের জগৎ থেকে। এর দ্বিতীয় ধাপ হলো আলমে দুনিয়া তথা দুনিয়ার জীবন। তৃতীয় সোপান হলো আলমে বারজাখ বা অন্তর্বর্তীকালীন জীবন, যা মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত। এরপর আখিরাত বা পরকালের অনন্ত জীবন।
ভ্রমণের আরবি হলো সফর, ছায়ের, রেহলাত ইত্যাদি। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম হজ অর্থও ভ্রমণ এবং ওমরাহ অর্থও ভ্রমণ।
ভ্রমন বা সফরে ইসলামিক দৃষ্টিভঙ্গিঃ
ইসলাম সফরকে কখনো নিরুৎসাহিত করেনি। কুরআনুল কারিমের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রসঙ্গে বহুবার ভ্রমনের নির্দেশনা এসেছে। এ কারণেই ভ্রমন এমনই একটি কাজ যা একইসাথে একটি ইবাদত এবং আনন্দেরও মাধ্যম। ইসলামের অন্যতম রুকন বা স্তম্ভ হজ পালন করতে হয় দীর্ঘপথ পাড়ি দিয়ে। হজের আনুষ্ঠানিকতাও অনেকটা সফর নির্ভর। সাফা মারওয়া পাহাড়দ্বয়ে সায়ী করা, বাইতুল্লাহর তাওয়াফ, মিনা, মুযদালিফা এবং আরাফাত ময়দানে অবস্থান এবং পরিভ্রমনসহ ইত্যাদি হজের আবশ্যিক কার্যাদি সম্পাদনের প্রয়োজনে প্রত্যেক হাজির জন্য সফর আবশ্যিক হয়ে ওঠে।
এতদ্ব্যতিত ইসলামের অন্যতম আরেকটি রুকন যাকাত আদায়ের একটি গুরুত্বপূর্ণ খাত হলো বিত্তহীন মুসাফিরকে দান করা। অর্থাৎ, বিত্তহীন ও সম্বলহীন মুসাফির বা সফরকারী ব্যক্তির কষ্ট লাঘব পূর্বক তার যাত্রাপথকে মসৃণ করা। এর দ্বারা অনুমান করা যায় যে, মুসাফির বা সফরকারী ব্যক্তিকে যাকাত আদায়ের খাত হিসেবে নির্দিষ্ট করে ইসলাম মূলতঃ ভ্রমনের গুরুত্ব তুলে ধরার সাথে সাথে সামগ্রিক ভ্রমন কার্যক্রমকেই উৎসাহিত করেছে। এ ছাড়া নির্দিষ্ট পরিমাণ দূরত্বে সফরের কারণে শ্রেষ্ঠতম আবশ্যিক ইবাদত ফরজ নামাজকে কসর বা সংক্ষিপ্ত করার নির্দেশ দেয়ার মধ্যেও রয়েছে ভ্রমনের বিশেষ অনুমোদন এবং সমর্থন।
এভাবেই বিভিন্ন উপায়ে ইসলাম ভ্রমণের প্রতি উৎসাহিত করেছে। ইমাম শাফেয়ি (রহ.) ভ্রমণের পাঁচটি উপকারিতা উল্লেখ করেছেন। এক. দুশ্চিন্তা দূর হয়। দুই. জীবিকা অর্জন করা যায়। তিন. জ্ঞানার্জন করা যায়। চার. সৌজন্যতা ও শিষ্টাচার শেখা যায়। পাঁচ. শারীরিক সুস্থতা অর্জন হয়।
ভ্রমণের অতীত ও বর্তমান সংস্কৃতিঃ
প্রাচীনকালে আরববাসী ব্যবসা-বাণিজ্য, জীবিকা নির্বাহ, শিকার এবং মেষ চরানোর লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন স্থান পরিভ্রমণ করত। কিন্তু শিক্ষামূলক ও উপদেশ গ্রহণের জন্য ভ্রমণের আদেশটি তাদের জন্য একেবারেই নতুন ছিল। আর এ নতুন পন্থাই তাদের জাহেলিয়াতের গহ্বর থেকে টেনে তুলে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে ব্যবসা, শিক্ষা, বিনোদন, চিকিৎসাসহ বিভিন্ন কারণে মানুষ ভ্রমণ করে। এসব সফরও যদি কোরআনের নির্দেশের কথা স্মরণ করে ইবাদতের উদ্দেশ্যে করা হয়, তাহলে পার্থিব কল্যাণের পাশাপাশি আখিরাতের জন্য সওয়াবও অর্জিত হবে।
পর্যটন হলো জ্ঞানসমুদ্রের সন্ধান। প্রফুল্ল মন ও শারীরিক সুস্থতার জন্য মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা খুব উপকারী। ভ্রমণ মানুষের মনের পরিধিকে বিস্তৃত করে।
বিশ্বময় ছড়িয়ে-ছিটিয়ে আছে আল্লাহর সৃষ্টির লীলারহস্য। এই সৃষ্টিরহস্য ও ঐতিহাসিক নিদর্শনাদি মানুষকে হাতছানি দিয়ে ডাকছে প্রতি মুহূর্ত। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য জানায়, ভ্রমণ আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান আল্লাহর বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। কেউ যদি সওয়াবের নিয়তে ভ্রমণ করে, পুরো ভ্রমণেই তার সওয়াব অর্জন হবে। জ্ঞানার্জনের জন্য স্বামী-স্ত্রী সপরিবারে বা দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে। পৃথিবীজুড়ে রয়েছে আল্লাহর কুদরতের নানা কীর্তি। এসব দেখে মানুষ চিন্তা ও গবেষণা করবে। দৃঢ় করবে ঈমান ও আমল। তবে কোনো খারাপ উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলাম প্রদান করেনি।
ভ্রমণ একটি আনন্দময় ইবাদতঃ
ভ্রমণ একটি আনন্দময় ইবাদত এবং জ্ঞান-প্রজ্ঞা ও অভিজ্ঞতার উৎস। সফর বা ভ্রমণের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো পূর্ববর্তীদের কীর্তি ও পরিণতি সম্বন্ধে জানা ও শিক্ষা গ্রহণ করা। এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۗ وَلَدَارُ الْآخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ اتَّقَوْا ۗ أَفَلَا تَعْقِلُونَ
‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল তা কি দেখে না? যারা মুত্তাকি তাদের জন্য পরলোকই শ্রেয়; তোমরা কি বোঝো না?’ -সুরা-১২ ইউসুফ, আয়াত: ১০৯
অন্য আয়াতে তিনি ইরশাদ করেন-
أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِن قَبْلِهِمْ ۚ كَانُوا هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُم مِّنَ اللَّهِ مِن وَاقٍ
এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখত এদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছিল। পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা শক্তিতে ও কীর্তিতে প্রবলতর। অতঃপর আল্লাহ তাদিগকে শাস্তি দিয়েছিলেন তাদের অপরাধের জন্য এবং আল্লাহর শাস্তি হতে তাদিগকে রক্ষা করার কেউ ছিল না।’ -সুরা-৪০ মুমিন, আয়াত: ২১
অন্যত্র বর্ণিত হয়েছে-
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ ۚ كَانُوا أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَمَا أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا يَكْسِبُونَ
‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না ও দেখে না তাদের পূর্ববর্তীদের কী পরিণাম হয়েছিল? পৃথিবীতে তারা ছিল এদের অপেক্ষা সংখ্যায় অধিক এবং শক্তিতে ও কীর্তিতে অধিক প্রবল। তারা যা করত তা তাদের কোনো কাজে আসেনি।’ -সুরা-৪০ মুমিন, আয়াত: ৮২
ভ্রমণ বা সফরের বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সৃষ্টি-রহস্য অবলোকন করে জ্ঞানার্জন করা এবং তাঁর কুদরত ও শক্তির প্রতি অনুগত হওয়া। এ বিষয়ে পবিত্র কোরআনে নির্দেশনা রয়েছে,
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا ۖ فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَـٰكِن تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
‘তারা দেশ ভ্রমণ করে না? তা হলে তারা জ্ঞানবুদ্ধিসম্পন্ন ও শ্রুতিশক্তিসম্পন্ন হতে পারত। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে হৃদয়।’ -সুরা-২২ হজ, আয়াত: ৪৬
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ۚ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন? অতঃপর আল্লাহ সৃজন করবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ব বিষয়ে সর্বশক্তিমান।’ -সুরা-২৯ আনকাবুত, আয়াত: ২০
যাতায়াতব্যবস্থা, রাস্তাঘাট, যানবাহন ও পরিবহন আল্লাহর কুদরতেরই অংশ এবং তা-ও ভ্রমণের নিমিত্তে। কোরআনের ভাষায়,
وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ ۖ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ
‘তাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম, যেগুলোর মধ্যবর্তী স্থানে বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই সব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং তাদিগকে বলেছিলাম, “তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করো দিবস ও রজনীতে।” -সুরা-৩৪ সাবা, আয়াত: ১৮
ইসলামি আইনবিদদের মতে, সব মুসলমানের জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে সামর্থ্য অনুযায়ী সফর করা ও ভ্রমণ করা কর্তব্য। আল্লাহ তাআলা বলেন,
قَدْ خَلَتْ مِن قَبْلِكُمْ سُنَنٌ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
‘তোমাদের পূর্বে বহু বিধান-ব্যবস্থা গত হয়েছে, সুতরাং তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো মিথ্যাশ্রয়ীদের কী পরিণাম!’ -সুরা-৩ আলে ইমরান, আয়াত: ১৩৭
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ ثُمَّ انظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
বলো, ‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো, যারা সত্যকে অস্বীকার করেছে তাদের পরিণাম কী হয়েছিল!’ -সুরা-৬ আনআম, আয়াত: ১১
فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ
‘সুতরাং পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কী হয়েছে?” -সুরা-১৬ নাহল, আয়াত: ৩৬
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ
‘পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো, অপরাধীদের পরিণাম কীরূপ হয়েছে।’ -সুরা-২৭ নমল, আয়াত: ৬৯
قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلُ ۚ كَانَ أَكْثَرُهُم مُّشْرِكِينَ
‘তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কী হয়েছে’! তাদের অধিকাংশই ছিল মুশরিক।’ -সুরা-৩০ রুম, আয়াত: ৪২
শীত, বসন্ত ও গ্রীষ্মকাল ভ্রমণের আদর্শ সময়। কোরআনের বর্ণনায়,
لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَـٰذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
‘কুরাইশদের অনুরাগ, তাদের আসক্তি শীতকালীন ও গ্রীষ্মকালীন ভ্রমণ। সুতরাং তাদের উচিত এই (কাবা) ঘরের প্রভুর ইবাদত করা। যিনি ক্ষুধায় তাদের অন্ন দিয়েছেন; ভয়ে দিয়েছেন নিরাপত্তা।’ -সুরা-১০৬ কুরাইশ, আয়াত: ১-৪
ভ্রমণে বের হওয়ার আগে করণীয়ঃ
ইসলামী শরিয়তে ভ্রমণের কিছু আদব রয়েছে, তা অনুসারে চলাফেরা করলে ভ্রমণ দুর্ঘটনা থেকে বাঁচা যাবে বলে রাসুল (সা.) ঘোষণা দিয়েছেন। নিচে এসংক্রান্ত কিছু সুন্নত তুলে ধরা হলো—
বাড়ি থেকে বের হওয়ার সময়ের দুআ ও যিক্রঃ
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় এ দোয়া পড়তে বলেছেন-
بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহি।’
অর্থ : আল্লাহর নামে (বের হচ্ছি); আল্লাহর ওপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই; আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তিও নেই।’ -আবূ দাউদ ৪/৩২৫, নং ৫০৯৫; তিরমিযী ৫/৪৯০, ৩৪২৬। আরও দেখুন, সহীহুল তিরমিযী, ৩/১৫১
اللّٰـهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন আদ্বিল্লা, আও উদ্বাল্লা, আও আযিল্লা, আও উযাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইয়ুজহালা ‘আলাইয়্যা
“হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।” -সুনান গ্রন্থকারগণ: আবূ দাউদ, নং ৫০৯৪; তিরমিযী, নং ৩৪২৭; নাসাঈ, নং ৫৫০১; ইবন মাজাহ, নং ৩৮৮৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫২; সহীহ ইবন মাজাহ্ ২/৩৩৬
বাহনে আরোহণের দুআঃ
بِسْمِ اللَّهِ، وَالْحَمْدُ للَّهِ ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ، وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ﴾، «الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، سُبْحَانَكَ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي؛ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
বিস্মিল্লা-হি, আলহাম্দু লিল্লা-হি, সুব্হা-নাল্লাযী সাখখারা লানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনক্বালিবূন, আলহামদুলিল্লা-হ, আলহামদুলিল্লা-হ, আলহামদুলিল্লা-হ, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, আল্লা-হু আকবার, সুবহা-নাকাল্লা-হুম্মা ইন্নী যালামতু নাফসী ফাগফির লী। ফাইন্নাহু লা ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা
“আল্লাহ্র নামে; আর সকল প্রশংসা আল্লাহ্র জন্য। পবিত্র মহান সেই সত্তা, যিনি একে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই প্রত্যাবর্তন করবো আমাদের রব্বের দিকে। সকল প্রশংসা আল্লাহ্র জন্য, সকল প্রশংসা আল্লাহ্র জন্য, সকল প্রশংসা আল্লাহ্র জন্য। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ! আপনি পবিত্র-মহান; আমি আমার নিজের উপর যুলুম করেছি, সুতরাং আপনি আমাকে মাফ করে দিন। কেননা, আপনি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নেই।” -আবু দাঊদ ৩/৩৪, ২৬০২; তিরমিযী ৫/৫০১, নং ৩৪৪৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৬। আর আয়াত দু’টি হচ্ছে, সূরা আয-যুখরুফের ১৩-১৪
সফরে বের হওয়ার সময় পঠিতব্য দুআঃ
اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، ﴿سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ﴾ «اللَّهُمَّ إِنّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا البِرَّ وَالتَّقْوَى، وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، وَالْخَليفَةُ فِي الْأَهْلِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكَآبَةِ الْمَنْظَرِ، وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ
আল্লা-হু আকবার আল্লা-হু আকবার আল্লা-হু আকবার। সুব্হা-নাল্লাযী সাখখারা লানা হা-যা ওয়ামা কুন্না লাহু মুক্বরিনীনা। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনক্বালিবূন। আল্লা-হুম্মা ইন্না নাস’আলুকা ফী সাফারিনা হা-যাল-বিররা ওয়াত্তাকওয়া, ওয়ামিনাল ‘আমালি মা তারদ্বা। আল্লা-হুম্মা হাউইন ‘আলাইনা সাফারানা হা-যা ওয়াতউই ‘আন্না বু‘দাহু। আল্লা-হুম্মা আনতাস সা-হিবু ফিস সাফারি ওয়াল-খালীফাতু ফিল আহ্লি। আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিন ওয়া‘আসা-ইস্ সাফারি ওয়া কা’আবাতিল মানযারি ওয়া সূ-ইল মুনক্বালাবি ফিল মা-লি ওয়াল আহল)।
“আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। পবিত্র মহান সেই সত্তা, যিনি আমাদের জন্য একে বশীভূত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে বশীভূত করতে সক্ষম ছিলাম না। আর আমরা অবশ্যই আমাদের রব্বের নিকট প্রত্যাবর্তন করব।
হে আল্লাহ! আমরা এই সফরে আপনার কাছে চাই পূণ্য ও তাকওয়া এবং এমন কাজ যা আপনি পছন্দ করেন। হে আল্লাহ! আমাদের জন্য এই সফরকে সহজ করে দিন এবং এর দুরত্বকে আমাদের জন্য কমিয়ে দিন। হে আল্লাহ্! আপনিই সফরে আমাদের সাথী এবং আমাদের পরিবার-পরিজনের তত্ত্বাবধায়ণকারী। হে আল্লাহ! আমরা আপনার আশ্রয় প্রার্থনা করি সফরের কষ্ট-ক্লেশ থেকে, অবাঞ্ছিত অবস্থার দৃশ্য থেকে এবং সম্পদ ও পরিবারে অনিষ্টকর প্রত্যাবর্তন থেকে।”
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফেরার সময়ও তা পড়তেন এবং তাতে যোগ করতেন,
«آيِبُونَ، تائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنَا حَامِدُونَ».
(আ-ইবূনা তা-ইবূনা ‘আ-বিদূনা, লিরব্বিনা হা-মিদূন)।
“আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রব্বের প্রশংসাকারী।” -মুসলিম ২/৯৭৮, হাদীস নং ১৩৪২
গ্রাম বা শহরে প্রবেশের দুআঃ
اللَّهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا أَظْلَلْنَ، وَرَبَّ الأَرَضِينَ السَّبْعِ وَمَا أَقْلَلْنَ، وَرَبَّ الشَّياطِينِ وَمَا أَضْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، أَسْأَلُكَ خَيْرَ هَذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ أَهْلِهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ أَهْلِهَا، وَشَرِّ مَا فِيهَا».
আল্লা-হুম্মা রব্বাস্ সামা-ওয়া-তিস্ সাব‘ঈ ওয়ামা আযলালনা, ওয়ারব্বাল আরাদ্বীনাস সাব‘ঈ ওয়ামা আক্বলালনা, ওয়া রব্বাশ শাইয়া-তী-নি ওয়ামা আদ্বলালনা, ওয়া রব্বাররিয়া-হি ওয়ামা যারাইনা, আস’আলুকা খাইরা হা-যিহিল কারইয়াতি ওয়া খাইরা আহলিহা ওয়া খাইরা মা ফীহা। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফীহা
“হে আল্লাহ! সাত আসমান এবং তা যা কিছু ছায়া দিয়ে রেখেছে তার রব্ব! সাত যমীন এবং তা যা ধারণ করে রেখেছে তার রব্ব! শয়তানদের এবং ওদের দ্বারা পথভ্রষ্টদের রব্ব! বাতাসসমূহ এবং তা যা উড়িয়ে নেয় তার রব্ব! আমি আপনার নিকট চাই এ জনপদের কল্যাণ, এ জনপদবাসীর কল্যাণ এবং এর মাঝে যা আছে তার কল্যাণ। আর আমি আপনার নিকট আশ্রয় চাই এ জনপদের অনিষ্ট থেকে, তাতে বসবাসকারীদের অনিষ্ট থেকে এবং এর মাঝে যা আছে তার অনিষ্ট থেকে।” -হাকেম, আর তিনি একে সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী সেটা সমর্থন করেছেন ২/১০০; ইবনুস সুন্নী, নং ৫২৪। তাছাড়া হাফেয ইবন হাজার তাঁর তাখরীজুল আযকার ৫/১৫৪, একে হাসান বলেছেন। আল্লামা ইবন বায রাহেমাহুল্লাহ বলেন, ‘হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন।’ দেখুন, তুহফাতুল আখইয়ার, পৃ. ৩৭
বাহন হোঁচট খেলে পড়ার দুআঃ
بِسْمِ اللَّ
বিসমিল্লা-হ)
“আল্লাহ্র নামে।” -আবূ দাউদ, ৪/২৯৬, নং ৪৯৮২। আর শাইখ আলবানী একে সহীহ বলেছেন, সহীহ আবি দাউদে, ৩/৯৪১
মুক্বীম বা অবস্থানকারীদের জন্য মুসাফিরের দুআঃ
«أَسْتَوْدِعُكُمُ اللَّهَ الَّذِي لاَ تَضِيعُ وَدَائِعُهُ».
(আস্তাউদি‘উ কুমুল্লা-হাল্লাযী লা তাদ্বী‘উ ওয়াদা-ই‘উহু)।
“আমি তোমাদেরকে আল্লাহ্র হেফাযতে রেখে যাচ্ছি, যাঁর কাছে রাখা আমানতসমূহ কখনও বিনষ্ট হয় না। -আহমাদ ২/৪০৩, নং ৯২৩০; ইবন মাজাহ্, ২/৯৪৩, নং ২৮২৫। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্ ২/১৩৩
মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দুআঃ
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ، وَأَمَانَتَكَ، وَخَوَاتِيمَ عَمَلِكَ».
(আস্তাউদি‘উল্লা-হা দ্বীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিকা)।
“আমি আপনার দ্বীন, আপনার আমানত (পরিবার-পরিজন ও ধন-সম্পদ) এবং আপনার সর্বশেষ আমলকে আল্লাহ্র হেফাযতে রাখছি।” -আহমাদ ২/৭, ৪৫২৪, তিরমিযী ৫/৪৯৯, নং ৩৪৪৩।
আর শাইখ আলবানী একে সহীহু সুনানিত তিরমিযীতে ৩/৪১৯ সহীহ হাদীস বলেছেন
«زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى، وَغَفَرَ ذَنْبَكَ، وَيَسَّرَ لَكَ الخَيْرَ حَيْثُ ما كُنْتَ».
(যাওয়াদাকাল্লাহুত তাক্বওয়া, ওয়াগাফারা যানবাকা, ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইসু মা কুনতা)।
“আল্লাহ আপনাকে তাকওয়ার পাথেয় প্রদান করুন, আপনার গুনাহ ক্ষমা করুন, আর যেখানেই থাকুন না কেন আপনার জন্য কল্যাণকে সহজ করে দিন।” -তিরমিযী, নং ৩৪৪৪; আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৫
সফরে চলার সময় তাকবীর ও তাসবীহঃ
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا إِذَا صَعِدْنَا كَبَّرْنَا، وَإِذَا نَزَلْنَا سَبَّحْنَا.
‘জাবের রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, “আমরা যখন উঁচুতে আরোহণ করতাম তখন ‘আল্লাহু আকবার’ বলতাম, আর যখন নীচের দিকে নামতাম তখন ‘সুবহানাল্লাহ’ বলতাম।” -বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/১৩৫, নং ২৯৯৩
রাত্রির শেষ প্রহরে মুসাফিরের দুআঃ
«سَمَّعَ سَامِعٌ بِحَمْدِ اللَّهِ، وَحُسْنِ بَلاَئِهِ عَلَيْنَا، رَبَّنَا صاحِبْنَا، وَأَفْضِلْ عَلَيْنَا، عَائِذاً بِاللَّهِ مِنَ النَّارِ».
(সাম্মা‘আ সা-মি‘উন বিহামদিল্লা-হ, ওয়া হুসনি বালা-ইহী ‘আলাইনা, রাব্বানা সা-হিবনা, ওয়া আফদিল ‘আলাইনা, ‘আ-ইযান বিল্লা-হি মিনান না-রী)
“আমরা যে আল্লাহ্র প্রশংসা করলাম, আর আমাদের উপর তাঁর উত্তম নেয়ামতের ঘোষণা দিলাম, তা একজন শ্রোতা আমার এ কথা শুনে অন্যের কাছে পৌঁছে দিক। হে আমাদের রব! আপনি আমাদের সাথী হোন, আর আমাদের উপর অনুগ্রহ বর্ষণ করুন। আগুন থেকে আল্লাহ্র কাছে আশ্রয়প্রার্থী হয়ে (এ দো‘আ করছি)।” -মুসলিম, ৪/২০৮৬, নং ২৭১৮। আর হাদীসে ব্যবহৃত سَمِعَ سامِعٌ শব্দের অর্থ, ‘একজন সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করুন যে, আমরা আল্লাহর প্রশংসা করেছি তার যাবতীয় নেয়ামতের উপর, তাঁর উত্তম দান-দয়ার উপর।’ আর যদি হাদীসে ব্যবহৃত শব্দটিকে سَمَّعَ سامِعٌ ধরা হয়, তখন অর্থ হবে, ‘একজন শ্রোতা আমার এ কথা শুনে তা অন্যের কাছে পৌঁছে দিক।’ আর এ-কথাটি তিনি বলেছেন শেষ রাত্রির দো‘আ ও যিকর সম্পর্কে সচেতন করার জন্য। শারহুন নাওয়াওয়ী ‘আলা সহীহ মুসলিম, ১৭/৩৯
সফরে বা অন্য অবস্থায় কোনো ঘরে নামলে পড়ার দুআঃ
«أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ».
(আ‘ঊযু বি কালিমা-তিল্লা-হিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব)
“আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের ওসিলায় আমি তাঁর নিকট তাঁর সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই।” -মুসলিম, ৪/২০৮০, নং ২৭০৯
সফর থেকে ফেরার যিকরঃ
প্রতিটি উঁচু স্থানে তিন বার তাকবীর দিবে, তারপর বলবে,
« لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، آيِبُونَ، تَائِبُونَ، عَابِدُونَ، لِرَبِّنا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الْأَحْزابَ وَحْدَهُ».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর, আ-ইবূনা, তা-ইবূনা, ‘আ-বিদূনা, লি রাব্বিনা হা-মিদূন। সাদাক্বাল্লা-হু ওয়া‘দাহু, ওয়া নাসারা ‘আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু)
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী এবং আমাদের রব্বের প্রশংসাকারী। আল্লাহ তাঁর ওয়াদা বাস্তবায়ন করেছেন, তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দল-গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন।” -নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধ অথবা হজ্জ থেকে ফিরতেন, তখন এগুলো বলতেন। বুখারী, ৭/১৬৩, নং ১৭৯৭; মুসলিম, ২/৯৮০, নং ১৩৪৪
ভ্রমণে বের হওয়ার আগে আরও কিছু করণীয়ঃ
একাকি ভ্রমণ না করা। কমপক্ষে দু'জন মিলে ভ্রমণ করা। যে কোনো যানবাহনে আরোহণের সময় ‘বিসমিল্লাহ’ পড়া। যানবাহনে বসার পর তিনবার ‘আল্লাহু আকবার’ পড়া।
জলযানে আরোহনের পূর্বে পাঠ করতে হয়ঃ
নৌকা, জাহাজ ইত্যাদিতে ভ্রমণের সময় এই দোয়া পড়া,
‘বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।’
ভ্রমণের সময় সঙ্গে কুকুর না রাখা। ভ্রমণ থেকে ফিরে দুই রাকাত নফল নামাজ আদায় করা এবং এই দোয়া পাঠ করা।
নিরাপদ ভ্রমণের জন্য ইসলামের নির্দেশনাঃ
ভ্রমণ ও চলাচল মানবজীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। আল্লাহ তাআলা তাঁর প্রিয় বান্দাদের ভ্রমণ করতে বলেছেন, যেন তারা সৃষ্টিজগতে বিদ্যমান আল্লাহর অসীম কুদরত দেখতে পারে। দুর্ঘটনায় মৃত্যুমুখে পতিত হয়। সড়ক বা ভ্রমণ দুর্ঘটনার বাহ্যিক বিভিন্ন কারণ আছে। কিন্তু ধর্মীয় পণ্ডিতরা এর কিছু ধর্মীয় কারণও উল্লেখ করেছেন। সড়ক বা ভ্রমণ দুর্ঘটনার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, প্রথমত, মৃত্যু সৃষ্ট জীবের অনিবার্য নিয়তি ও পরিণতি। ইসলামী বিশ্বাস মতে, নির্দিষ্ট সময়েই মানুষের মৃত্যু হয়। কিন্তু পৃথিবী যেহেতু দারুল আসবাব বা কারণ-উপকরণের প্রকাশস্থল, তাই কারো মৃত্যুর জন্য ভ্রমণ দুর্ঘটনা বাহ্যিক উপলক্ষ ছাড়া আর কিছুই নয়।
দ্বিতীয়ত, পৃথিবীতে যখন ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না, অপরাধী মানুষ আল্লাহর ভূখণ্ডে অবাধে বিচরণ করে তখন তারা যেকোনো সময়েই ভয়াবহ আজাবে নিপতিত হতে পারে। আল্লাহর আজাব এলে অপরাধী-নিরপরাধী সবাই আজাবে পতিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘যারা পাপাচার ও অপকর্মের ষড়যন্ত্র করে তারা কি এ বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদের ভূগর্ভে ধসিয়ে দেবেন না, কিংবা এমন দিক থেকে শাস্তি আসবে না, যা তাদের ধারণাতীত? কিংবা তিনি তাদের পাকড়াও করবেন, যখন তারা চলাফেরা করতে থাকবে।’ -সুরা : নাহল, আয়াত : ৪৫, ৪৬
তৃতীয়ত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, ‘যখন সমাজে জিনা-ব্যভিচার বেড়ে যাবে তখন তাদের মধ্যে মৃত্যু ব্যাপক হয়ে যাবে...যখন বিচারকার্যে অবিচার করা হবে তখন তাদের মধ্যে খুনখারাবি ছড়িয়ে পড়বে।’ -মুয়াত্তা, ইমাম মালেক
সফর অবস্থায় কিছু করণীয়ঃ
যেহেতু সফর একটি বিধিবদ্ধ ইবাদত, তাই সফরের রয়েছে বিশেষ কিছু বিধিবিধান। এখানে তার কিছু বিধি-বিধান তুলে ধরার চেষ্টা করছি-
সফরের সময়সীমা এবং দূরত্বঃ
ইসলামি শরিয়তে ফিকহি পরিভাষায় সফর বলা হয়: আপন বাসস্থান কিংবা কর্মস্থল থেকে ৪৮ (আটচল্লিশ) মাইল বা ৭০ (সত্তর) কিলোমিটার দূরত্বে যাওয়ার উদ্দেশ্যে মহল্লা বা গ্রাম থেকে বের হওয়া। গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত সফর অবস্থা বহাল থাকে। সফরে গমনকারী বা ভ্রমণকারীকে আরবিতে বলে মুসাফির। গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র হয়, তবে সেখানে পৌঁছার পর আর মুসাফির থাকবেন না। আর গন্তব্য যদি নিজ বাড়ি বা কর্মক্ষেত্র না হয় এবং সেখানে অন্তত ১৫ দিবস রজনী থাকার নিয়ত বা ইচ্ছা না থাকে, তাহলে সফর অবস্থা বহাল থাকবে।
সফরের হালতে নামাজ কসর করতে হবেঃ
সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ কছর করতে হয়, অর্থাৎ চার রাকাতের স্থলে দুই রাকাত পড়তে হয় এবং সুন্নত নামাজ নফল পর্যায়ভুক্ত হয়। সফর অবস্থায় প্রয়োজনে ফরজ রোজা পরে রাখা যায়। সফর অবস্থায় ঈদের নামাজ ও জুমুআর নামাজ এবং কোরবানি ওয়াজিব হয় না। তবে সুযোগ থাকলে আদায় করা উত্তম।
সফর অবস্থায় অধিক পরিমানে দুআ করাঃ
সফরে দোয়া কবুল হয়। হাদিসে বর্ণিত হয়েছে যে, তিন ব্যক্তির দুআ আল্লাহ তাআ'লা ফিরিয়ে দেন না, তাদের মধ্যে মুসাফিরের দুআ অন্তর্ভূক্ত। এ কারণে সফরে থাকাবস্থায় অধিক পরিমানে দুআর ইহতিমাম করা উচিত।
অমুসলিম দেশে ভ্রমণ করার হুকুম কী?
তিনটি শর্ত সাপেক্ষে অমুসলিম দেশে ভ্রমণ করা বৈধ:
১. ভ্রমণকারীর কাছে প্রয়োজনীয় ইলম বিদ্যমান থাকা, যার মাধ্যমে সকল সন্দেহ থেকে বিরত থাকা সম্ভব।
২. তার কাছে এমন দীনদারী বিদ্যমান থাকা, যার মাধ্যমে সে নফসের প্রবৃত্তি দমনে সক্ষম হবে।
৩. অমুসলিম দেশে ভ্রমণের প্রয়োজনীয়তা বিদ্যমান থাকা।
উপরের শর্তগুলো পাওয়া না গেলে অমুসলিম দেশে সফর করা বৈধ নয়। কেননা এতে ফিতনার ভয় রয়েছে। এতে প্রচুর সম্পদও বিনষ্ট হয়ে থাকে। তবে যদি প্রয়োজন দেখা দেয় যেমন চিকিৎসার জন্য অথবা শিক্ষা অর্জনের জন্য, যা অন্য কোনো দেশে পাওয়া যায় না, তা হলে কোনো অসুবিধা নেই। -সূত্রঃ ফাতাওয়া আরকানুল ইসলাম, ঈমান অধ্যায়, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ), অনলাইন লিঙ্ক: https://www.hadithbd.com/books/link/?id=627
পর্যটনের উদ্দেশ্যে দেশ ভ্রমণের বিধান কী?
পর্যটনের উদ্দেশ্যে অমুসলিম দেশে ভ্রমণ করার কোনো দরকার নেই; বরং এমন ইসলামী দেশে যাওয়া যায় যেখানে ইসলামের বিধিবিধান পালন করা হয়। আমাদের ইসলামী দেশসমূহে আল্লাহর মেহেরবাণীতে যথেষ্ট পর্যটনের স্থান রয়েছে। সেখানে পর্যটনের জন্য যাওয়া এবং সেখানে গিয়ে ছুটি কাটানো সম্ভব। -সূত্রঃ ফাতাওয়া আরকানুল ইসলাম, ঈমান অধ্যায়, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ), অনলাইন লিঙ্ক: https://www.hadithbd.com/books/link/?id=627
পর্যটন জ্ঞানসমুদ্রের সন্ধানপ্রাপ্তির সোপানঃ
পর্যটনকে ইসলামী চিন্তাবিদগণ জ্ঞানসমুদ্রের সন্ধানলাভের সাথে তুলনা করেছেন। সুস্থ্ দেহ ও সুন্দর মন তথা শারীরিক ও মানসিক শান্তি, প্রশস্তি ও উন্নতির জন্য ভ্রমণ খুবই উপকারী। এ জন্যই হযরত শেখ শাদি রহমাতুল্লাহি আলাইহি পৃথিবীতে দু’ব্যক্তিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলে অভিহিত করেছেন, তারা হচ্ছেন- ১. ভাবুক বা চিন্তাশীল ব্যক্তি এবং ২. দেশ সফরকারী ব্যক্তি।
বস্তুত পক্ষে পর্যটনের ধারা হযরত আদম আলাইহিস সালাম-এর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, আল্লাহ তাআলা যা প্রত্যেক নবী ও রাসূলের বাস্তব জীবনে ঘটিয়ে দেখিয়েছেন। আমাদরে প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইসরা বা মিরাজও এ পর্যটনেরই অন্তর্ভূক্ত। তাইতো পৃথিবীর আদি থেকে অদ্যাবধি ইতিহাসের পাতায় অসংখ্য জ্ঞানী-গুণী, পণ্ডিত, নবী-রাসূলের নাম পাওয়া যায়, যাঁরা পৃথিবীর নানা প্রান্ত ভ্রমণ করে ভ্রমণেতিহাসে অমর হয়ে আছেন। যার গুরুত্ব প্রকাশ পেয়েছে কুরআনুল কারিমে বর্ণিত ভ্রমন বিষয়ক বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বর্ণিত আয়াতে কারিমায়।
ভ্রমণের বাহ্যিক কিছু উপকারিতা-
ক.মানসিক অবস্থার পরিবর্তন ও আত্মার প্রশান্তি লাভ
খ. আল্লাহর সৃষ্টি সম্পর্কে ধারণা লাভ
গ. প্রাকৃতিক তথা জীব বৈচিত্রের স্বভাব-চরিত্রের ধারণা
ঘ. সৃষ্টি সম্পর্কে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন
ঙ. ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালীকরণ
চ. সৃষ্টিজগৎ সম্পর্কে নানামুখী জ্ঞানার্জন
ছ. সর্বোপরি আল্লাহ তাআ'লার হুকুম পালনের মাধ্যমে মহান স্রষ্টার পরিচয় লাভ ও নৈকট্যার্জনের সুযোগলাভ।
ভ্রমণের কিছু করণীয়ঃ
ক. আল্লাহর সাহায্য কামনা করে ভ্রমণে বের হওয়া
খ. একাধিক ব্যক্তি এক সঙ্গে ভ্রমণ করলে একজনকে দলনেতা বানানো
গ. ভ্রমণে ইবাদতের নিয়ম কানুন জেনে নেয়া
ঘ. রাস্তার হক তথা পর্দা মেনে চলা
ঙ. অবৈধ ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত থাকা
চ. সর্বোপরি দর্শণীয় স্থানসমূহ দেখে আল্লাহ তাআ'লার শুকরিয়া আদায় করা।
ভ্রমণে বর্জণীয়ঃ
ক. রুচি বহির্ভূত পোশাক পরিহার করা
খ. বৈধ অভিভাবক ছাড়া ভ্রমণে বের না হওয়া
গ. ভ্রমণে অপচয় না করা
ঘ. নিষিদ্ধ ও অবৈধ কথা-বার্তা, আচার-আচরণ পরিহার করা
ঙ. আল্লাহ তাআ'লার নির্দশন বহনকারী এবং প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনকারী উপাদানের ক্ষতি না করা এবং সেগুলো বিনষ্ট না করা
চ. সব ধরনের অনিষ্ট হতে আল্লাহ তাআ'লার নিকট পানাহ চাওয়া।
পরিশেষে...
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতুলনীয় এবং অভাবনীয় রহস্যে ভরপুর সৃষ্টি সুবিশাল এই মহাবিশ্ব। অপরিমেয় বিশালতা আর বিপুলায়তনের মহাবিশ্বের অতি ক্ষুদ্র সদস্য হলেও পৃথিবী আমাদের কাছে নিঃসন্দেহে বিশাল। এই পৃথিবীর সৃজন, এর শৃঙ্খলাপূর্ণ নিয়ন্ত্রণ, নির্খুত রক্ষনাবেক্ষন এবং সুনিপূন ব্যবস্থাপনা সম্পর্কে কুরআনুল কারিম এবং হাদিসে নববীর বর্ণনায় যে বিবরণ আমাদের সামনে তুলে ধরা হয়েছে, ভ্রমনের মাধ্যমে তা বাস্তবে প্রত্যক্ষ্ করে, সচক্ষে সরাসরি অবলোকন করে আমাদের ঈমান ও আমলকে মজবুত করাই হোক ভ্রমন এবং পর্যটনের মূল উদ্দেশ্য। একই সাথে ভ্রমন ও পর্যটন হোক দৈহিক ও মানসিক প্রশান্তিলাভের অন্যতম মাধ্যম। ভ্রমনের মাধ্যমে কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে পৌছে দেয়া হোক আমাদের অন্তরের ঐকান্তিক প্রত্যাশা। ইসলামের সুমহান আদর্শকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়েই আমরা যেন ভ্রমনের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। কথা-কাজে আমরা যেন ভ্রমনেও দায়ী' ইলাল্লাহ হিসেবে সকলের অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারি- সেরকম উন্নত চরিত্র ও উত্তম আদর্শ আমাদের দান করুন।
এই বিষয়ক পূর্বে প্রকাশিত একটি লেখা-
ইসলামী শরিয়াতে পর্যটনের গুরুত্ব
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৭
নতুন নকিব বলেছেন:
জ্বি, নিয়্যাত সহিহ হওয়া মূল কাজ। প্রত্যেক কাজের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। শুধু ভ্রমনই নয়, মুমিন ব্যক্তির জীবনের প্রতিটি ক্ষেত্রের প্রতিটি কাজই হতে হবে আল্লাহ তাআ'লার সন্তুষ্টির লক্ষ্যকে সামনে রেখে। এটা না থাকলে তার নামাজ, রোজা, হজ, যাকাতসহ কোন আমলই আল্লাহ তাআ'লার নিকট গ্রহণযোগ্য হবে না। এর নামই ইখলাস।
প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে আনন্দিত।
জাজাকুমুল্লাহ। হাইয়্যাকাল্লাহ।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
বিবিধ দেশের সিনেমা দেখাও নিশ্চয় ইবাদত; বিশেষ করে বলি্যড?
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫২
নতুন নকিব বলেছেন:
আপনার কাছে বিভিন্ন দেশের সিনেমা দেখাকে ইবাদত বলে মনে হওয়ার কারণ কি? বিশেষ করে বলিউড?
আচ্ছা, বলিউড কি আপনি খুব করে দেখেন? ওগুলো নিয়মিত দেখলে, আল্লাহ এবং পরকালের উপরে যাদের অবিশ্বাস, তাদের ঈমান কি আরও তাজা হয়ে ওঠে?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
সৌদী ও সব আরব দেশের লোকজন বলিউড দেখে ও ইবাদতের সওয়াব পায়।
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
নতুন নকিব বলেছেন:
আপনি সৌদিতে গিয়েছেন কখনও? আরবের কয়টি দেশে গিয়েছেন? তাদের জীবনযাত্রা কাছে থেকে দেখেছেন কোনও দিন? না কি, শুনে শুনেই গীত গেয়ে যাচ্ছেন সারা জীবন ধরে?
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২০
চাঁদগাজী বলেছেন:
হল্যান্ডের লালবাতি এলাকা নামে ইবাদত কেন্দ্র আছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫
নতুন নকিব বলেছেন:
জীবনের বেলাভূমিতে দাঁড়িয়ে! গোধূলিবেলা নেমে আসা জীবন! ভাটার টানে শুকিয়ে যাওয়া নদী খাল বিলের মত বিশুষ্ক শরীরের ঢিলেঢালা ত্বক! কিন্তু তবুও হেয়ালি! তবুও নিরবচ্ছিন্ন উদাসীনতা! তবুও নির্বিঘ্ন নিশ্চিন্ত নির্লিপ্ততা!
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
নতুন নকিব বলেছেন:
লালবাত্তির দেখা পেতে হল্যান্ড যাওনের দরকার কি? লালবাত্তি জ্বলতাছে বইলাই তো আমরা দৌঁড়াইতাছি। দিন রাত দৌঁড়াইতাছি। তয় এই দৌঁড় স্থায়ী কিছু নয়। জ্বলতে জ্বলতে, নিভতে নিভতে একসময় ঠিকই ধপ কইরা চিরতরে নিভ্যা যাইবো আমাদের ভিতরের এই বাত্তি। তার আগেই বাত্তির যত্ন নেওন দরকার আমাদের। আপনার কিতা মাত?
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৫
কুশন বলেছেন: ভ্রমনের জন্য বাংলাদেশ সবচেয়ে খারাপ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪১
নতুন নকিব বলেছেন:
আপনার দৃষ্টিতে ভ্রমনের জন্য ভালো দেশ কোনগুলো? এ বিষয়ে দয়া করে যদি একটু ধারণা দিতেন। আমরা অবহিত হতে পারতাম।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা এবং শুভকামনা।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২৩
শেরজা তপন বলেছেন: বেশ ভাল একটা বিষয় তুলে ধরেছেন- তবে লেখার আকার বেশ বড় হয়ে গেছে।
আরেকটু ছোট পরিসরে লিখলে পড়ে আরাম পেতাম- সময়ের অভাবে পুরোটা পড়তে পারিনি
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৩৭
নতুন নকিব বলেছেন:
ভাবছি, ছেটেছুটে কিছুটা খাটো করে দিব এই পোস্ট। আপনার মত গুনীজনের আগমনে অনেক অনেক কৃতজ্ঞতা। পরামর্শমূলক মন্তব্য পেয়ে আনন্দিত। আল্লাহ তাআ'লা আপনাকে সবসময় কুশলে রাখুন।
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৬
জিকোব্লগ বলেছেন:
আপনারা যে কী করেন ! সবাই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।
জানা আপাকে ও জানানো উচিত।
মডু ও জানা আপা কি চান
১) নেগেটিভ কথা বলে অন্যকে ডিমোটিভেট করে ব্লগ জমিয়ে রাখা ?
২) ইসলাম বিদ্বেষী মন্তব্য ও ব্লগ লিখে ব্লগ হিট আপ করা ?
যদি উনারা চান , সে থাকবে
না চাইলে সে বিদায় নেবে।
হিসাব সোজা, মাঝা মাঝি কিছু নাই।
কারণ, জেনারেল - ফেনারেল দিয়ে
একে কিছুই করা যাবে না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪২
নতুন নকিব বলেছেন:
অনলাইনে ইসলাম বিদ্বেষ ছড়িয়ে দিতে পারলে কিছু লোক হয়তো নিজেদের ভাগ্যবান মনে করেন এবং এসব করে তারা আনন্দিত বোধ করেন। তবে আমাদের পক্ষ থেকে বরাবরই তাদের জন্য শুভকামনা এবং শুদ্ধতায় ফিরে আসার আহবান।
সাহসী মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা জানবেন।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:২১
বিটপি বলেছেন: সমস্যা হল উনি মুক্তিযোদ্ধা। তা না হয়ে যদি রাজাকার হতেন তাহলে বলতাম 'আপনার জন্য বিস্তৃত তৃণক্ষেত্র পড়ে আছে। সেখানে গিয়ে যত খুশী ম্যাতকার করুন। ইসলামী ব্লগ আপনার উপযুক্ত বিচরণ ক্ষেত্র নয়। যদি এখানে এসে যত্রতত্র মুখ দেন, তাহলে কিন্তু খোঁয়াড়ে নিয়ে আটকে রাখা হবে'
উনি মুক্তিযোদ্ধা দাবীদার। উনাকে আটকাবে কার সাধ্য?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫০
নতুন নকিব বলেছেন:
ঠিকই বলেছেন, এটা একটা সমস্যা। একজন লোক নিজেকে মুক্তিযোদ্ধা বলে পরিচয় দেয়ার পরে সহজে তাকে কেউ কিছু বলেন না। বলতে পারেন না। বলাটাকে শোভন মনে করেন না। কারণ, মুক্তিযোদ্ধাদের প্রতি সকলেরই একটা বিশেষ শ্রদ্ধাবোধ রয়েছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির সূর্যসন্তান। এই কারণে এই পরিচয়টাকে ব্যবহার করে বিশেষ ফায়দা নেয়া কারোরই উচিত নয়। মুক্তিযোদ্ধা নামের সম্মান ক্ষুন্ন হয় এমন কাজ কারও করা উচিত নয়।
সাহসী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক শুভকামনা।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৪
জিকোব্লগ বলেছেন:
লালবাতি এলাকার সঠিক অর্থ বলাতে মন্তব্য মুছে ফেললো,
কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধার মন্তব্য রেখেই দিল। ????
অবশ্য রাখা ভালো, হ্যার আসল চরিত্র ওই মন্তব্যেই বলে দেয়।
@বিটপি, ব্লগে তার আচার -আচরণ কি মুক্তিযোদ্ধার সাথে যায়?
কিভাবে আপনি বিশ্বাস করেন সে মুক্তিযোদ্ধা ছিল?
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৪
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, প্রবাসী, দেশি এইসব নাই। প্রত্যেকের লেখার মেরিটের উপর তাকে মূল্যায়ন করা হয়। অনেকে অবশ্য ব্লগে প্রবাসীদেরকে উচ্চ শ্রেণীর মানুষ বলার চেষ্টা করছে। এটা খুব দুঃখজনক। ব্লগে ব্লগার কম, তার মধ্যে যদি আবার প্রবাসীদের অভিজাত শ্রেণীতে নেয়ার চেষ্টা করা হয় সেটা অত্যন্ত দুঃখজনক। এত দলাদলি করা ঠিক না। দেশে যারা আছি আমরা ভাত খাই এইটাই মনে হয় দোষ। আরেকটা দোষ আমরা ১২ দেশের ১৩ রকমের মানুষের সাথে মিশি নাই, তাই আমাদের বিবেক, বুদ্ধি একটু কম। তৃতীয় বিশ্বের একটা দেশের মানুষ আমরা। অনেকে আশা করে এই সমাজের সব কিছু হবে প্রথম বিশ্বের মত। এক সময় এই দেশের ভাত খেয়েই ওনারা প্রথম বিশ্বে গিয়েছেন। এই আচরণ দুই একজনে করেন। সবাই অবশ্যই করে না। বরং অনেকেরই দেশের প্রতি ভালোবাসা দেখে ভালো লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২
নতুন নকিব বলেছেন:
ঠিকই বলেছেন, ব্লগে কারও বিশেষ পরিচয় থাকা উচিত নয়। এতে বিশেষ কিছু ব্যক্তি কখনো কখনো সাধারণ ব্লগারদের থেকে আলাদা বিশেষ সম্মান বা মর্যাদার আসনে নিজেদের সমাসীন করে নেয়ার একটা প্রবনতা তৈরি করে থাকেন। এর ফলে তারা কখনো কখনো ব্লগের সাধারণ নিয়ম কানূনকে টপকে বিশেষ ফায়দালাভের চেষ্টাও হয়তো করে থাকেন। সঙ্গত কারণে, আমরা যারা এখানে আছি আমাদের প্রত্যেকের ব্লগারই হওয়া উচিত ব্লগীয় একমাত্র পরিচয়।
জাজাকুমুল্লাহ।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৮
*কালজয়ী* বলেছেন: তথ্যবহুল পোস্ট।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২
নতুন নকিব বলেছেন:
শুকরান।
১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৩৮
বিটপি বলেছেন: @জিকোব্লগ, আমি তাঁকে মুক্তিযোদ্ধা বলে বিশ্বাস করি - এমনটা বলিনি। বলেছি তিনি মুক্তিযোদ্ধা বলে নিজেকে দাবি করেন।
@সাড়ে চুয়াত্তর, ব্লগে অবশ্যই এরকম বিভাজন আছে। মডারেটরকে প্রশ্ন করা হয়েছিল, ব্লগে উনাকে কেন অন্যন্য ব্লগারদের চেয়ে বেশি সুযোগ সুবিধা ও ছাড় দেয়া হয়? উত্তর এসেছিল, তার একমাত্র কারণ, উনি মুক্তিযোদ্ধা।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩২
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২৬
জিকোব্লগ বলেছেন:
@বিটপি, এটাই হচ্ছে তার ধোঁকাবাজি। তার অনেক গুলো মাল্টি ছিল।
এই আইডি তে সে মুক্তিযোদ্ধা দাবী করে ব্লগারদের ধোকা দিয়ে হিট হতে পারছে।
মডুও ভেরিফিকেশন না করে তাকে এক্সট্রা সুবিধা দিয়ে যাচ্ছে।
হয়তোবা তাকে এক্সট্রা সুবিধা দেওয়ার আরো একটি কারণ ব্লগ চলানো।
ইডিয়ট হলেও এইসব সে বোঝে বলেই লম্ফো ঝঁম্ফো বাঁদরামি করেই চলছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৪
নতুন নকিব বলেছেন:
সকলে ব্লগার পরিচয়ে সম্মানের সাথে অপরের সম্মান বজায় রেখে ব্লগিং করুন, এটাই হোক আমাদের চাওয়া।
ধন্যবাদ।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৫
দি রিফর্মার বলেছেন: চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন্। খুবই ভাল লাগল। আল্লাহপাক আপনাকে আরো চমৎকার বিষয়ে লেখার তওফিক দান করুন।
শুভ কামনা রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৩৪
নতুন নকিব বলেছেন:
জ্বি, আপনার জন্যও অনেক অনেক শুভকামনা। চমৎকার মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সব এবাদত নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ঠিক না থাকলে সওয়াবের বদলে গুনাও হতে পারে। কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন সেই উদ্দেশ্য নিয়ে খুব কম লোকই ভ্রমণ করে। তাই তাদের ভ্রমণ এবাদত হওয়ার সম্ভবনা নাই। তবে ভ্রমণ করার অনুমতি আছে। কেউ যদি খারাপ নিয়ত ছাড়া ভ্রমণ করে সেই ব্যাপারে কোন নিষেধ নাই। আমরা যেভাবে ভ্রমণ করি তাতে সওয়াবের চেয়ে গুনাহ বেশী কামাই।
সফরের সময় দোয়া কবুল হয়। আল্লাহ এই ব্যাপারে আমাদের জানিয়েছেন।