নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে লেখক বলে পরিচয় দিতে সংকোচ হয়; লেখালেখি ইবাদতসদৃশ সাধনা বলেই লিখি। নিজেকে জানা, বিশ্বকে অনুধাবন করা এবং সর্বোপরি মহান স্রষ্টার পরিচয় অন্বেষণই আমার নীরব যাত্রার পাথেয়। দূরে সরিয়ে দেওয়া নয়-সৃষ্টিকূলকে ভালোবাসায় আগলে রাখার শিক্ষাই ইসলামের মূল বাণী।

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট মনিদের জন্য একটি সঙ্গীতঃ গালিগালাজ মন্দ স্বভাব...

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:০০

ছবিঃ অন্তর্জাল।

ছোট্ট মনিদের জন্য একটি সঙ্গীতঃ গালিগালাজ মন্দ স্বভাব...

গালিগালাজ মন্দ স্বভাব
গাল দিও না কভূ।

কেউ কখনো দিলেও গালি
সবর করো তবু।

তুচ্ছ কাজে কটু কথা বলা
রুক্ষ্ম মেজাজ হঠকারিতায় চলা
দাওনা ছেড়ে মন্দ এসব স্বভাব
খুশি হবেন প্রভূ।। ঐ

মিষ্টি কথায় ভিজিয়ে রাখো গলা
আ-দতই হোক সত্য কথা বলা
দাওনা হেসে মন্দ কথার জবাব
শত্রু রবে না কভূ।। ঐ

কটুভাষীর হেরে যাওয়ার ভয়-
তাই বাকপটুতায় পেতে চায় সে জয়
সত্য-মিথ্যা যাচাই করার অভাব
করে তাকে যবুথবু।। ঐ

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিছু মানুষ অকপটে মিথ্যা বলে ফেলে অথচ সত্যটা আমি জানি। অথবা সে সত্য বলে কারো ক্ষতি হবে না। তবুও সে মিথ্যা বলবেই, কেনো যে মানুষ এমন করে। ছোট ছোট মিথ্যা বলতে বলতে মানুষ কত লক্ষ কোটি মিথ্যা আমলনামায় জমা করছে।

জাজাকাল্লাহ খাইরান

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫১

নতুন নকিব বলেছেন:



বিলম্বিত উত্তরে দুঃখ প্রকাশ করছি। চমৎকার মতামত দিয়েছেন। শুকরিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা হকের উপরে থাকার তাওফিক দান করুন।

জাজাকুমুল্লাহ খাইরান।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২

কালো যাদুকর বলেছেন: সত্যের জয়,
সব সময় হয়,
তাতে মনে পায় শান্তি,
আর আল্লাহ তালার সন্তষ্টি।


আপনার কবিতা কখনো পড়া হয়নি। সুন্দর হয়েছে।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



এই সুবাদে আপনার ক'টা চমৎকার লাইনও পাঠের সুযোগ হল। শুকরিয়া।

অনেক অনেক শুভকামনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



শুকরিয়া।

জাজাকুমুল্লাহ খাইরান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.