নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সময় নির্দেশের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করার রহস্য

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

ছবি, Click This Link হতে সংগৃহীত।

সময় নির্দেশের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করার রহস্য

সময় নির্দেশের ক্ষেত্রে AM ও PM কেন ব্যবহার করা হয়, এর কারণটা জেনে রাখা ভালো। আমমরা অনেকেই বিষয়টি সঠিকভাবে জ্ঞাত নই। চলুন, আজ জেনে নিই সময়োল্লেখের পরপরই এই AM ও PM লেখার এর রহস্য।

বস্তুতঃ সময় আমাদের জীবনের অতি মূল্যবান একটি বিষয়। একটা সময় ছিল যখন সময় নিরুপনেও মানুষকে অনেক কাঠখড় পোড়াতে হতো। সূর্য, চাঁদ কিংবা আকাশে থাকা তারকাদের দিকে তাকিয়ে অনুমান করে করে সময় বুঝে সেই অনুসারে টাইম মেইনটেইন করে জীবন পার করারও একটি সময় অতিবাহিত হয়েছে এই পৃথিবীতে। তখন দেয়াল ঘড়ি বা হাত ঘড়ি ইত্যাদি যেমন ছিল না, তেমনি মোবাইল, কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল মাধ্যমেরও চিন্তা করা যেত না। এসব তখন মানুষের নাগালের তো বটেই, চিন্তারও বাইরে ছিল। নাহ, সেই দিনগুলো আজ আর নেই। আমরা আধুনিকতার স্পর্শে জীবনকে সহজ করে নিতে সক্ষম হয়েছি। হাতের নাগালে এখন বলতে গেলে প্রয়োজনীয় সবকিছু। এক মোবাইলেই পাওয়া যায় কত কি! কি নেই মোবাইল ফোনে! অডিও, ভিডিও করার সুবিধা, ছবি তোলার ব্যবস্থা, এমনকি বিগত কিংবা আগত শত কিংবা হাজার বছরের ক্যালেন্ডারের সময়, তারিখ, বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট থেকে শুরু করে সেকেন্ড পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ সময়ের সঠিক নির্দেশনাসহ কত কিছু! শুধু মোবাইল ফোনের মাধ্যমেই সময় দেখা নয়, আধুনিক যুগে সময় নির্ধারণ ও নিরুপনে নানাবিধ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। বর্তমান সময়ে হাত ঘড়ি, দেয়াল ঘড়ি ও কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে অনেক ডিভাইসেই সময় দেখতে পারি আমরা। এসব ডিভাইসের টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও PM কথাগুলো দেখতে পাই। অনেক সময় প্রশ্ন জাগে, এই AM ও PM দ্বারা কি নির্দেশ করা হয়? এই শব্দ দু'টি লেখার পেছনে রহস্য কি?

কখন AM এবং কখন PM ব্যবহার করতে হয়?

মূলতঃ দিনের বেলা যখন মধ্যাহ্ণ হয়, অর্থাৎ, দুপুর ১২ টা বেজে যায় তখনই সময় উল্লেখ করার পরে PM শব্দটি ব্যবহার করা শুরু হয় এবং এটা চলতে থাকে রাত ১২ টা পর্যন্ত। একইরকমভাবে রাত ১২ টা বেজে গেলেই সময়ের পরে AM ব্যবহার করা শুরু হয়। আরও ক্লিয়ার করে বললে, রাত ১২ টা থেকে শুরু হয়ে পরের দিন সকাল ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত AM লিখতে হয় এবং দুপুর ১২ টা থেকে শুরু করে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যবহার করতে হয় PM কথাটি।

AM এবং PM এর পূর্ণরূপঃ

AM শব্দটি মূলতঃ ল্যাটিন ভাষার দু'টি শব্দ। এর পূর্ণরূপ হলো Ante meridiem ইংরেজিতে বলা যায় Before noon। Ante অর্থ- পূর্বে বা আগে, আর meridiem অর্থ মধ্যাহ্ন, দুপুর বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা মধ্যাহ্ন পূর্ব সময়কে নির্দেশ করা হয়। অর্থাৎ, Ante meridiem দ্বারা মধ্যাহ্ন বা দুপুর ১২ টার পূর্ব থেকে পেছনের অর্থাৎ, বিগত মধ্যরাত বা রাত ১২ টা হতে সময়সীমা নির্দেশ করে।

আর ল্যাটিন শব্দ Post meridiem এর সংক্ষিপ্ত রূপ AM ইংরেজিতে যাকে বলা হয় After noon। এক্ষেত্রে post meridiem দ্বারা মধ্যাহ্ন পরবর্তী সময়কে নির্দেশ করা হয়। অর্থাৎ, post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা রাত ১২ টা পর্যন্ত সময়কে বুঝানো হয়ে থাকে।

পরিভাষা Terminology:

The term meridiem means Midday

ante means Before

Post means After

The term Ante Meridiem (a.m.) means before midday

and

Post Meridiem (p.m.) means after midday.

শুভকামনা সকলের জন্য।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০০

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি সবসময়ই প্রেরণার।

কথাটা আবারও মনে পড়ে গেল যে, জ্ঞানী ব্যক্তিগণ সমাজের আলো। আপনার মত বিজ্ঞ ব্যক্তিগণের পক্ষেই হয়তো জ্ঞানের প্রতিটি কথার মূল্যায়ন করা সম্ভব। অন্যদের, বিশেষ করে নবীনদের শেখানোর জন্যও তারা জ্ঞানের ছোট থেকে ছোট বিষয় হলেও তা ছড়িয়ে দিতে উৎসাহ প্রদান করাকে নিজেদের কর্তব্য জ্ঞান করতেও কার্পন্য করেন না। যদিও কারও কারও কাছে মনে হতে পারে, এটা আবার পোস্ট দেয়ার মত কোন বিষয় হল!

প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা এবং অভিনন্দন।

শুভকামনাসহ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ঐতিহাসিক কিছু বিচার হওয়া দরকার। তার মধ্যে এই সময়ের মধ্যে যে এএম-পিএম আনছে তারেও বিচারের আওতায় আনা দরকার। কত যে ঝামেলায় পড়তে হয় প্রতিদিন; বলার বাইরে। ০ থেকে ২৩ই ভালো।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৩৭

নতুন নকিব বলেছেন:



কি কি ঝামেলায় পড়েন একটু যদি বলতেন, বিষয়টা বুঝতে পারতাম।

মজার দাবি তুলেছেন। বিচার যদি করতেই হয় তাহলে তো মরনোত্তর বিচার করতে হবে। কারণ, এটা তো সেই বহুকালের প্রাচীন প্রথা। যারা চালু করেছেন নিশ্চয়ই পৃথিবীতে তাদের হদিস নেই।

শুভকামনাসহ।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:০৩

নজসু বলেছেন:


দারুণ প্রিয় ভাই।

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৪০

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রিয় ভাই।

মন্তব্য এবং লাইক রেখে যাওয়ায় শুভকামনাসহ কৃতজ্ঞতা।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: AM এবং PM পরিষ্কার ভাবে জানা হল।
ধন্যবাদ

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

নতুন নকিব বলেছেন:



পোস্ট পাঠ এবং মন্তব্যে সুন্দর অভিব্যক্তি জানিয়ে যাওয়ায় অশেষ ধন্যবাদ আপনাকে।

শুভকামনা জানবেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



লাইকসহ আপনাকে অধিকাংশ সময়ই পেয়ে থাকি। এই ছোট্ট পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনাসহ, বোন জি।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ভালো পোষ্ট

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি প্রেরণার। অনেক অনেক কৃতজ্ঞতা।

শুভকামনাসহ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক কিছু জানলাম। আপনার জীবনের সব চেয়ে ছোট পোস্ট মনে হয় এটা। :)

২৭ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫০

নতুন নকিব বলেছেন:



সুবহানাল্লাহ! জীবনের সবচেয়ে ছোট পোস্ট!

আপনার কথাবার্তা শুনে তো... অবস্থা বেগতিক! আপনি সব দিকেই নজর রাখেন। অনেক অনেক ধন্যবাদ। তবে কথাটা একেবারে খারাপ বলেননি। ছোট পোস্ট তো কমই লেখা হয়।

যাক, চেষ্টা করতে থাকি। একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ।

শুভকামনাসহ।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: AM ও PM নিয়ে কোনো সূরা বা হাদীস আছে কি?

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২২

নতুন নকিব বলেছেন:



কুরআনুল কারিমের কোনো সূরা কিংবা কোনো হাদীসে AM ও PM এর উল্লেখ সরাসরি অবিকল এরকমই কোন শব্দ ব্যবহার করে উল্লেখ না করা হলেও একাধিক সূরায় সময় নির্দেশক অনেক শব্দ আলোচিত হয়েছে। যেমন, কয়েকটি উদাহরণ দিচ্ছি-

আল কুরআনে সময়ের উল্লেখঃ

এক. সূরা আল আরাফের ২০৫ নং আয়াতে بِالْغُدُوِّ وَالْآصَالِ কথাটি দ্বারা প্রভাত এবং গোঁধুলিবেলাকে নির্দেশ করা হয়েছে।

দুই. সূরা আদ্ব-দ্বোহার প্রথম আয়াতে ব্যবহৃত الضُّحَىٰ শব্দটি দ্বারা পূর্বাহ্নকে বুঝানো হয়েছে। اللَّيْلِ দ্বারা রাতকে বুঝানো হয়েছে।

তিন. সূরা ফালাক্ব এর প্রথম আয়াতে উল্লেখিত الْفَلَقِ শব্দটি দ্বারা প্রভাত বুঝানো হয়েছে। একই সূরায় غَاسِقٍ শব্দ দ্বারা রাতকে নির্দেশ করা হয়েছে।

এরকম সময় নির্দেশক আরও অনেক শব্দের ব্যবহার পবিত্র কুরআনে রয়েছে। হাদিসের কিতাবেও এমনটি পাওয়া যায়।

ধন্যবাদ।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮

নেওয়াজ আলি বলেছেন: জানা হলো ।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

নতুন নকিব বলেছেন:



আপনি জেনে নিয়েছেন এ জন্য শুকরিয়া।

শুভকামনা জানবেন।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৮

নূর আলম হিরণ বলেছেন: কখন ব্যবহার হয় আর পূর্ণরূপ বললেন তবে ব্যবহারের রহস্য কি সেটা বললেন না, যা শিরোনামে লিখেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনি ধরেছেন। আপনার চোখ ফাঁকি দেয়া কঠিন। আচ্ছা, চেষ্টা করবো আরেকটি পোস্টে এটি ক্লিয়ার করার জন্য।

শুভকামনা জানবেন।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার পোষ্ট।

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন:



স্বাগত।

শুভকামনা।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:২৭

বিটপি বলেছেন: আমাদের অফিসে এ এম পি এমের কোন ব্যবহার নেই। সময় বুঝাতে আমরা চার ডিজিট ব্যবহার করিঃ
অফিস টাইমঃ ৯০০০ থেকে ১৮৩০
লাঞ্চ টাইমঃ ১৩০০ থেকে ১৪০০
মিটিং টাইমঃ শনিবার ১০০০ থেকে ১১০০

২৮ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৭

নতুন নকিব বলেছেন:



চমৎকার আপনাদের অফিসের পদ্ধতি।

শুভকামনা জানবেন।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:০০

নতুন নকিব বলেছেন:



আপনাকেও পুনরায় আসার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.