নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

হেজাজি হেলাল

১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৩৯

হেজাজি হেলাল

ছবিঃ গুগল হতে সংগৃহিত

আকাশে চাঁদোয়া হাসে নক্ষত্র তামাম
মালায়েকে ভ'রে যায় জমিন জাহান
কে আরবে আনে ঐ দ্বীনের পয়গাম
চরাচরে ফোটে তাওহিদের আজান।

মাখলূক মত্ত সব দরূদ সালামে
কাবার কপাটে লাগে বিশ্বাসের ঘাত
মিথ্যাচার পরাভূত খোদার কালামে
সরে যায় লাত উজ্জা হুবল মানাত।

প্রেমের পরশ দিয়ে ধরা করে জয়
দিলেন ফিরিয়ে মানবের অধিকার
ভেদাভেদ ভুলে গিয়ে 'শুধু পরিচয়
মানুষ' হিসেবে সম মর্যাদা সবার।

হেজাজি হেলাল ওহে জাবালে নূরের
মহাকাল মগ্ন তাঁর সৌন্দর্য্য সুরের।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: নতুন নকিব ভাই খুব ভালো লেগেছে কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



লাইকসহ প্রথম মন্তব্যে অনুপ্রাণিতবোধ করছি। কৃতজ্ঞতা। জাজাকুমুল্লাহু খাইরান।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার!

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনি পড়েছেন দেখে অনেক অনেক আনন্দিত। যেমনটা প্রয়োজন ছিল, তেমন করে যথার্থ এবং যুতসই শব্দচয়নে কবিতাটিকে ফুটিয়ে তুলতে পারিনি বলেই মনে হয়েছে। তারপরেও পাঠান্তে লাইকসহ আপনি যে উৎসাহ দিয়েছেন তার জন্য বিশেষ কৃতজ্ঞতা। অনেক অনেক ভালো থাকার প্রার্থনা।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লাগল ।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



ঢাবিয়ান ভাই,
আপনার ভালো লেগেছে জেনে সত্যিই আপ্লুত! কিন্তু আপনি কবিতা পড়েন বা পছন্দ করেন, জানা ছিল না। সবই যে আমার জানা থাকবে, এটা সঠিক নয়। এমনও হতে পারে যে, আপনি নিজে হয়তো কবিতা লিখেও থাকেন। যা হোক, যতটুকু মনে পড়ে, আপনাকে কখনো কবিতা লিখতে দেখিনি বলেই ভালোলাগাটা প্রকাশ করলাম আর কি! তারপরেও আমার ভুল হয়ে থাকলে সে জন্য ক্ষমাপ্রার্থী।

সবশেষে লাইকসহ উৎসাহব্যঞ্জক মন্তব্যে আবারও কৃতজ্ঞতা। অনেক অনেক শুভকামনা জানবেন।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৬

ইসিয়াক বলেছেন: চমৎকার।

১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:০১

নতুন নকিব বলেছেন:



ইসিয়াক ভাই,
আপনার তো কবিতার সাথেই বসবাস। বলতে গেলে কবিতা আপনার জীবনের অবিচ্ছেদ্য অংশ। যতটুকু জানি, মা-শাআল্লাহ প্রচুর কবিতা লিখে থাকেন আপনি। তো আপনার মন্তব্য পেয়ে সাহস পেলাম। কারণ, লেখার পরেও মনে মনে চিন্তা ছিল, এটা আদৌ কবিতা হলো কি না।

কৃতজ্ঞতা এবং শুভকামনা সবসময়।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৮

আরোগ্য বলেছেন: বেশ সুন্দর কবিতা।

ইদানীং নকিব ভাইকে তেমন দেখা যায় না। আশা করি ভালো আছেন?

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৫

নতুন নকিব বলেছেন:



জ্বি, শুকরিয়া। জাজাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআ'লার একান্ত দয়ায় ভালো আছি। ব্লগে নিয়মিত থাকা হয় না। একটু কমই আসা হয়। বেশ কিছু দিন পূর্বে একবার জেনেছিলাম আপনি কিছুটা অসুস্থ। তারপরে অনেক দিন আপনাকে ব্লগে না পেয়ে চিন্তিত ছিলাম। অবশ্য দোআ করেছি আপনার সুস্থতা ও আরোগ্যলাভের জন্য।

কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত।

কৃতজ্ঞতাসহ শুভকামনা সবসময়।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৭

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ। কবিতা পাঠ এবং প্রেরণাদায়ক মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং কুশলে থাকার প্রার্থনা।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৯

কালো যাদুকর বলেছেন:
ইয়া হাবিব ইয়া রসূল মুহাম্মাদ (সাঃ)
ইয়া নবী সালাম ওয়ালাইকা,
ইয়া রসুল সালাম ওয়ালাইকা,
ইয়া হাবিব সালাম ওয়ালাইকা।

সুন্দর কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৩

নতুন নকিব বলেছেন:



রাসূলে কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর শানে লেখা কবিতা, স্তুতি বাক্য, না'ত পাঠ করলে মনে পবিত্রতার ছোঁয়া লাগে। অন্তরের গহিনে প্রশান্তির আবেশ অনুভূত হয়। সিক্ত হৃদয়ে মদিনার প্রেম জেগে ওঠে শুদ্ধতার পরশে।

পাঠ এবং চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা সবসময়।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৯

মনিরা সুলতানা বলেছেন: প্রশান্তি আছে এমন লেখায়।
ভালোলাগা।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৬

নতুন নকিব বলেছেন:



লাইকসহ পাঠ এবং প্রেরণাদায়ক মন্তব্যে অনিঃশেষ কৃতজ্ঞতা। কবিতা ভালো লেগেছে জেনে আপ্লুত!

অনেক অনেক ভালো থাকবেন, সেই প্রার্থনাই করি।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮

কালো যাদুকর বলেছেন:


Night At Mashjid Al-Nababi, where peace Never End.

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৮

নতুন নকিব বলেছেন:



ইমেজটি যদিও কোন কারণে দেখা যাচ্ছে না। তবু শেয়ার করার চেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

কালো যাদুকর বলেছেন:
নবী ইসা আঃ ইমাম মাহদির জন্য রেখে দেয়া কবরের জায়গা।

ইসলাম সত্য ধর্ম

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন। আন্তরিক ধন্যবাদ আপনাকে

১১ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৬

নতুন নকিব বলেছেন:



অশেষ শুকরিয়া আপনার হৃদ্যতাপূর্ণ এবং আন্তরিক মন্তব্যে।

অনেক অনেক শুভকামনা জানবেন। আল্লাহ তাআ'লার কাছে বিনীত প্রার্থনা, তিনি যাতে আপনাকে এবং আপনার পরিবার-পরিজন সকলকে সার্বিক কল্যানের মধ্যে রাখেন। কল্যানের পথেই পরিচালিত করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.