নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ফ্যাসিবাদের দোসর মিছবাহুরকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হোক; সালমান আনিসুলদের মত...
ছবি, অন্তর্জাল হতে সংগৃহিত।
আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। নামের আগে আলহাজ্ব লকব লাগানো এই জঘন্য ইতর লোকটি হাসিনার পা চাটা গোলামদের অন্যতম। ২০২৪ সালের বিরোধী দল বিহীন নির্বাচনসহ স্বৈরশাসক হাসিনার অধীনে অনুষ্ঠিত বিগত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই প্রতিটি ভূয়া নির্বাচনে এই দুশ্চরিত্র দুরাচার স্বৈরাচার হাসিনার পাশে দাঁড়িয়েছে এবং এই দেশকে ধ্বংসের কিনারায় পৌঁছুতে সর্বোচ্চ অপচেষ্টা চালাতে সামান্য কার্পন্য করেনি। বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যখন শেখ হাসিনার অধীনে ভূয়া এবং পাতানো একতরফা একদলীয় নির্বাচন বর্জন করেছে, তখন এই নষ্ট নরকের কীট নেমকহারাম শুধুমাত্র নিজের ভাগ্য বদলের ধান্ধায় ফ্যাসিবাদের প্রতিটি অপকর্মে শেয়ালের মত হুক্কাহুয়া ররে জিগির তুলে হাসিনা বন্দনায় আপাদমস্তক মগ্ন, নিমগ্ন ও নিমজ্জিত ছিল। মূলতঃ গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেশের বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের অতি ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার হীন মানসে এইসব ইতর বদমায়েশরাই হাসিনার চূড়ান্ত অধপতনে ফ্যাসিবাদের দোসর হিসেবে মূল ক্রিড়নকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্রদ্রোহী এই কুলাঙ্গারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর এখনই সময়। এই ভয়ঙ্কর হায়েনাদের যথার্থ পাওনা পরিশোধের উপযুক্ত সময় এখনই।
এই বদমায়েশ কখনও কখনও নিজেকে কওমির লোক দাবি করলেও বাস্তবিকপক্ষে এই জালিম কওমি ঘরানার কেউ নন। এই ব্যক্তিটি সত্যিকারার্থে একজন টাউট ছাড়া আর কিছুই নন। নামের আগে মাঝে মাঝে মাওলানা শব্দ ব্যবহার করতে দেখা গেলেও বস্তুতঃ এই লোকটি আলেম নন। ফ্যাসিবাদের চামচামি এবং দালালি করা ছাড়া এর আর কোনো যোগ্যতাও বিগত দেড় দশকে আদৌ দেখা যায়নি। এই অসভ্য লোকটিকে বিভিন্ন সময় বলে বেড়াতে দেখা গেছে, জামায়াত ও মিত্ররা ক্ষমতায় এলে দেশ না কি কসাইখানা হবে। এরে এখন সসম্মানে ডেকে এনে জিজ্ঞেস করা দরকার, এই দেশকে সত্যিকারের কসাইখানা কারা বানিয়েছে? হাজারও ছাত্র জনতাকে খুন করে মানবতাবিরোধী অপরাধ কারা করেছে? জামায়াত ও তার মিত্র বিএনপিসহ অন্যান্য দল? না কি, তার প্রিয় দল নিকৃষ্ট ফ্যাসিবাদ আওয়ামী জাহিলিয়াত?
তার নিজের কোনো দল আছে কি না, জানা যায়নি তবে তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান। তবে এখানেও রয়েছে কিন্তু। তিনি কাদেরকে নিয়ে, অর্থাৎ, কোন কোন ইসলামী দল নিয়ে যে জোট গঠন করেছেন, তা একমাত্র আল্লাহ তাআ'লা মা'লূম। সাধারণত: কোনো একটি জোট গঠন করতে হলে একাধিক বা অনেকগুলো দল মিলেই তা করা সম্ভব। এইক্ষেত্রে আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান পরিচয় দিলেও তার নিজের আদৌ কোনো দল আছে বলে জানা যায় না এবং তার এই নামকাওয়াস্তে ইসলামী ঐক্যজোটের ব্যানারে আসলেই কোনো ইসলামী দল যে আদৌ নেই, তা বিশ্বস্ত সূত্রে বিশদ যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। প্রকৃতপক্ষে, আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী আগাগোড়াই একজন প্রতারক। অকাঠ মূর্খ এই লোকটি বিগত প্রায় ১৫ টি বছর ধরে শুধুমাত্র আওয়ামী লীগের দালালি করে বাগিয়ে নিয়েছেন বহুবিধ সুবিধা। সরকারি দপ্তরগুলোতে ছড়ি ঘুরানো ছিল তার নিত্যনৈমিত্তিক কাজ। নিতান্ত কাঠমোল্লা টাইপের স্রেফ মূর্খ হওয়া সত্ত্বেও শুধুমাত্র তেলবাজি ও চামচামির কারণে বাগিয়ে নিতে সক্ষম হয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্ণরের অতি লোভনীয় পদ। এই পদে আসীন হয়েই তিনি গোটা ইসলামিক ফাউন্ডেশনে কায়েম করেছিলেন নিজের একচ্ছত্র রামরাজত্ব।
স্বৈরাচারের পাছায় তেল মর্দনকারী ভয়ঙ্কর এই রাষ্ট্রদ্রোহী কুলাঙ্গারকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। রাষ্ট্রীয় উদ্যোগে উপযুক্ত স্থানে তাকে অভ্যর্থনা জানানো হোক এখনই।
তেলবাজ মিছবাহ যে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড গভর্ণর বাগিয়ে নিয়েছিলেন তার প্রমান
নির্বাচনে অংশ নেবে মিছবাহুর রহমানের ইসলামী ঐক্যজোট
জামায়াত নিষিদ্ধ করে সরকার বড় ধরনের ঝুঁকি নিয়েছে: ইসলামী ঐক্য জোট
জামায়াত ও মিত্ররা ক্ষমতায় এলে দেশ কসাইখানা হবে: মিছবাহুর রহমান চৌধুরী
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯
নতুন নকিব বলেছেন:
এটা একটা ভয়ঙ্কর প্রতারক। নিজের নাম ফুটাতো জোটের চেয়ারম্যান বলে। অথচ, এই হারামখোরের নিজের আদৌ কোনো দল ছিল কি না, সেটাই বিস্ময়। আর থাকলেও ওর দলে দশজন কর্মী সমর্থক ছিল - এটাও বিশ্বাসযোগ্য নয়।
ভন্ড তো ভন্ডই। একদিক দিয়ে চুরি চোট্টামি করে ফ্যাসিবাদের দান অনুদান আর অনুগ্রহ দুই হাতে কুড়িয়েছে, অন্যদিকে লাগাতার হাহাকার করে মানুষকে দেখাতে চেষ্টা করেছে যে, সে কিছুই পায়নি। এর নামই নেমকহারাম। চোরের উপরে বাটপারিও সম্ভবতঃ এটাকেই বলা যায়।
২| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১
সোনাগাজী বলেছেন:
ইসলামীরা কোন কিছুই ঠিকভাবে করার কথা নয়; ওরা রাজনীতিবিদ নয়, অর্থনীতিবিদ নয়, সমাজনীতিবিদ নয়; ফলে, তাদের কোন কাজই সঠিক নয়; তারা নিজেদের মাঝে ঝগড়া ফ্যাসাদ করে বেড়ায়; সেই লোক কি আপনার দলের ক্ষতি করেছে?
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৭
নতুন নকিব বলেছেন:
আপনি কে? আপনি কি আমার ক্ষতি পুষিয়ে দিতে এসেছেন? ফাউলগিরি করার আর জায়গা পান না? ইসলামীরা আপনার প্রিয় ফ্যাসিবাদের মূলোৎপাটন করেছে বলে তাদের উপরে ক্ষেপেছেন?
৩| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪
সোনাগাজী বলেছেন:
বুঝা যাচ্ছে যে, এই লোক বাটপাড় বাকী ইসলামী নেতাদের অবস্হা কি রকম?
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৯
নতুন নকিব বলেছেন:
এগুলো প্রতারক। ভাগাড়ে থাকার কথা। এরা ইসলামের কেউ নন। শুধু নাম ভাঙিয়ে খেয়েছে।
ভালো করে পোস্ট পড়েন। তারপরে মন্তব্য করেন।
৪| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৬
সোনাগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনার কিছু কিছু পোষ্টে শেখ হাসিনার সরকারের সুনাম ছিলো!
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০০
নতুন নকিব বলেছেন:
যেমন? আওয়ামী জাহিলিয়াতের আবার সুনাম! তাও আমার পোস্টে! স্বপ্ন দেখছেন না তো!
৫| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:০৩
সোনাগাজী বলেছেন:
আপনি বলেছেন,
এগুলো প্রতারক। ভাগাড়ে থাকার কথা। এরা ইসলামের কেউ নন। শুধু নাম ভাঙিয়ে খেয়েছে।
ভালো করে পোস্ট পড়েন। তারপরে মন্তব্য করেন।
-আপনি কি রাজনীতিবিদ, আপনার ইসলামী দল আছে?
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:১২
নতুন নকিব বলেছেন:
আপনি কি রাজনীতিবিদ, আপনার ইসলামী দল আছে?
-এতক্ষণে এসেছেন লাইনে। আমি রাজনীতিবিদ নই। নির্দিষ্ট কোনো দলের সীমাবদ্ধ গন্ডিতে আমি আবদ্ধও নই। কুরআন হাদিসের আলোকে সহিহ আকিদা বিশ্বাস সম্পন্ন প্রতিটি ইসলামী দলকেই আমি আমার নিজের দল মনে করি। তা সেই দল পৃথিবীর যে প্রান্তেই থাকুক।
৬| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯
এস.এম.সাগর বলেছেন: সোনাগাজী বলেছেন:
ইসলামীরা কোন কিছুই ঠিকভাবে করার কথা নয়; ওরা রাজনীতিবিদ নয়, অর্থনীতিবিদ নয়, সমাজনীতিবিদ নয়; ফলে, তাদের কোন কাজই সঠিক নয়; তারা নিজেদের মাঝে ঝগড়া ফ্যাসাদ করে বেড়ায়; সেই লোক কি আপনার দলের ক্ষতি করেছে?
আপনি এক বা একাধিক ব্যক্তি সম্পর্কে সমালোচনা করতে পারেন কিন্তু ইসলাম সম্পর্কে কোন সমালোচনা করবেননা। আপনি বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী তথাকতিথ আলেমদের সাথে ইসলামকে তুলনা করতে পারেননা, আপনি শেখ মুজিব ও স্বৈরাচার সেক্সি হাসিনার লোক।
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
নতুন নকিব বলেছেন:
চমৎকার মন্তব্যে ধন্যবাদ।
৭| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫১
এস.এম.সাগর বলেছেন: -এতক্ষণে এসেছেন লাইনে। আমি রাজনীতিবিদ নই। নির্দিষ্ট কোনো দলের সীমাবদ্ধ গন্ডিতে আমি আবদ্ধও নই। কুরআন হাদিসের আলোকে সহিহ আকিদা বিশ্বাস সম্পন্ন প্রতিটি ইসলামী দলকেই আমি আমার নিজের দল মনে করি। তা সেই দল পৃথিবীর যে প্রান্তেই থাকুক।
এরকম দল বাংলাদেশে একটিও নেই।
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮
নতুন নকিব বলেছেন:
এটা আপনার পর্যবেক্ষণ। আপনার মতামতকে অবশ্যই সম্মান জানাই। ধন্যবাদ।
৮| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২
ঋষি ভৃগু বলেছেন: এদের মত ফ্যাসিবাদ সমর্থকদের শাস্তি হওয়া উচিত।
কিন্তু আমি আপনার একটি কথা সঙ্গে দ্বিমত। আপনি বললেন 'বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল', আমি বলবো বিএনপিসহ সকল দল রাজনৈতিক দল কিন্তু সকল দল গণতান্ত্রিক দল নয়। ব্যতিক্রম একটি অথবা দুইটি দল ছাড়া দলের ভেতরেই কোন গণতন্ত্র নেই, উদাহরণ স্বরূপ বলা যায় বেগম জিয়া প্রায় ৪০ বছর ধরে বিএনপির দলীয় প্রধান, আন্দালিব রহমান পার্থও একইভাবে দীর্ঘদিন ধরে দলীয় প্রধান। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে সর্বপ্রথম দলের ভেতরে গণতন্ত্রের চর্চা করতে হবে অন্যথায় দেশে গণতন্ত্র আসবে না।
১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৭
নতুন নকিব বলেছেন:
সুন্দর বলেছেন। আপনার কথা যুক্তিযুক্ত। ধন্যবাদ।
৯| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৩
ক্লোন রাফা বলেছেন: পোস্ট নিয়ে মন্তব্য করার কিছুই নেই । কিন্তু মন্তব্যের প্রতিউত্তরে কিছু বলার আছে । বাংলাদেশে ১৯৭৩ সালের পর থেকে যাঁরাই বাংলাদেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে সবাই দেশের রাজা হিসেবে রাজত্ব করেছে আর সবাই’কে প্রজা হিসেবে গন্য করেছে। প্রজাদের প্রশ্ন করার কোন অধিকার কোন দলই দেয় নাই।
দ্বিতীয়ত বাংলাদেশের কোন দলই গণতান্ত্রিক দল নয়। একনায়কতন্ত্র কায়েমই তাদের একমাত্র লক্ষ ছিলো এবং সেই পন্থায় দেশ শোষন করেছে । ঠিক কলোনিয়াল সিস্টেমে রাজত্ব করেছে!
এবার তৃতিয় কথা , প্রতি মন্তব্যে এ্যারোগেন্স এসে গেছে আপনার উত্তরে কারো কারো বেলায়। বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে কোন দল পরিচালিত হয় না। কাজেই বাংলাদেশে ইসলামি শরিয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার মত যোগ্যতা কোন দলেরই নেই।
ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৫
নতুন নকিব বলেছেন:
আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভুল ধরিয়ে দেয়ার জন্য। একইসাথে দুঃখ প্রকাশ করছি একজনকে একটু ভিন্নভাবে উত্তর প্রদানের জন্য। আসলে, তার সাথে নম্রতা দেখালে তিনি সেটাকে দুর্বলতা হিসেবে ধরে নেন এবং এরপরে যা করার তা করতে একটুও দ্বিধা করেন না। সে কারণেই এমনটা করতে হয়েছে।
বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে কোন দল পরিচালিত হয় না। কাজেই বাংলাদেশে ইসলামি শরিয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার মত যোগ্যতা কোন দলেরই নেই।
-তর্কে যেতে চাই না। তবে আপনার এই বক্তব্যটির বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। আমি মূলতঃ কোরআন সুন্নাহর আলোকে দল পরিচালিত হওয়ার কথা বলিনি। বলেছিলাম, আকিদা বিশ্বাস এর কথা। যা হোক, মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে আবারও ধন্যবাদ।
১০| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১১
চলো আগে নিজে পাল্টাই বলেছেন: হুজুরলোক রাজনিতি নিয়ে লেখকে ঘুড়ে ফিড়ে এসলাম টানভেই।
১১| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদেরকে ঠ্যাংগানোর এখনই সময়।
১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১
নতুন নকিব বলেছেন:
এক যুগেরও বেশি সময় ধরে এরা ছিল নিকৃষ্ট খুনী ফ্যাসিবাদের দোসর। দেশের বিলিয়ন বিলিয়ন অর্থ বিদেশে পাচারচক্রের আশির্বাদপুষ্ট এই দালাল শ্রেণি আঙুল ফুলে কলাগাছ হয়েছে।
ঠিক বলেছেন, এদেরকে ধরার সময় এখনই। ধন্যবাদ।
১২| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৪
জুল ভার্ন বলেছেন: জনরোষ থেকে এরা কেউ রক্ষা পাবেনা।
২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫১
নতুন নকিব বলেছেন:
অতি দ্রুত এইগুলোরে আইনের আওতায় আনা উচিত।
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪২
ধুলো মেঘ বলেছেন: এই লোক তো সবসময়ে দাবি করে এসেছে যে সে জননেত্রীর পেছন চেটে সব ময়লা পরিষ্কার করার কাজে উদায়াস্ত পরিশ্রম করছে, কিন্তু হাসিনার লোক তাকে কোন মূল্যায়ন করছেনা। তাহলে এত লোভনীয় পদ পদবী বাগালো কিভাবে?