নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
বন্যাদূর্গতদের ত্রাণ প্রদান এবং উদ্ধারকাকাজে ব্লগারদের অংশগ্রহণের বিষয়ে ব্লগের পক্ষ হতে একটি পোস্ট দেওয়া হলে ভালো হতো
সিলেটের চিত্র: Protidiner Chitro BD হতে সংগৃহিত।
স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েকটি জেলার লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। দুর্বিষহ তাদের জীবন। ইতোমধ্যেই বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যু সংবাদও পত্রিকায় এসেছে। অনেকের গবাদি পশু প্রাণিসহ বাড়ি ঘরের আসবাব ও মালপত্র ভেসে গেছে। খাবারের ব্যবস্থা নেই। পানীয় জলের প্রচন্ড অভাব। অবস্থা রীতিমত বর্ণনাতীত।
এমতাবস্থায় অন্যান্যদের পাশাপাশি সামু ব্লগারগণও বসে নেই। সাধ্যমত যে যা পারছেন, সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই বিষয়ে ইতোমধ্যে ব্লগার জনাব মাগুর এবং সৈয়দ তাজুল ইসলামের আলাদা দুইটি পোস্টও চোখে পড়েছে। তাদেরকে ধন্যবাদ। এ ছাড়া আরও পোস্ট থেকে থাকতে পারে।
তবে আমার মনে হচ্ছে, দেশের ভয়াবহ এই বিপদের মুহূর্তে, যখন লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি অবস্থায় অবরুদ্ধ দুর্বিষহ জীবন অতিবাহিত করছেন, সামু ব্লগের পক্ষ হতে একটি পোস্ট দেওয়া হলে ভালো হতো। একইসাথে সেই পোস্টটি স্টিকি করে রাখার ব্যবস্থা করা হলে ব্লগারদের অংশগ্রহণ করার বিষয়টি সহজ হতো। সম্মানিত মডারেটরকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ রাখছি।
২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৬
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ।
২| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্লগারদের উদ্দেশ্যে ব্লগ কর্তৃপক্ষের ম্যাসেজ:
সামহোয়্যারইন ব্লগ বরাবরের মতো এবারের দুর্যোগ মোকাবেলায়ও অংশগ্রহণ করছে। জরুরি ভিত্তিতে উদ্ধারকার্যের দিকেই মনোযোগ দেওয়া হচ্ছে। আমাদের সেচ্ছাসেবী প্রয়োজন হতে পারে। যারা আগ্রহী ও স্থানীয় (নোয়াখালী বা ফেনীর) তাদেরকে কাভা ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
উদ্ধারের পাশাপাশি লাইট, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার ম্যানেজ করা হচ্ছে। বন্যা কবলিত এলাকাগুলোর অবস্থা মারাত্মক খারাপ, এর মধ্যে গোমতী ও হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এই মূহুর্তে উদ্ধারকার্যের দিকেই বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে। উদ্ধার কাজে সেচ্ছাসেবী হিসেবে যারা যুক্ত হতে চান, তারা দ্রুত যোগাযোগ করুন।
সম্মানিত ব্লগার, আকষ্মিকভাবে আগত এই বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় আমরা কীভাবে কাজ করতে পারি, সে বিষয়ে আপনাদের মতামত জানা খুবই জরুরি।
বিগত দুর্যোগগুলোর মোকাবেলায় যেভাবে আমরা একত্রে কাজ করেছি, এবারের দুর্যোগেও আমরা আপনাদের মতামতের মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে যেতে চাই। সুতরাং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদের সাহায্য করুন।
যোগাযোগের ঠিকানা:-
+880 1707-008217
কাল্পনিক ভালোবাসা
কাভা ভাই বন্যার্তদের উদ্ধারে কাজ করছেন এবং উনি ব্লগে প্রবেশ করতে পারছেন না। গতকাল রাতে উনার সাথে যোগাযোগ করলে উনি এই ম্যাসেজটি দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে বলেন।
২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৯
নতুন নকিব বলেছেন:
ও আচ্ছা, বুঝতে পেরেছি। বিষয়টি জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কাইন্ডলি কা_ভা ভাইকে বলে কোনোভাবে আপনার পোস্টটাই যদি স্টিকি করে দেওয়া যেত, তাহলেই হয়ে যেত।
৩| ২৩ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: চাইলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলেও অনুদান পাঠাতে পারবেন। বিস্তারিত।
২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ৭:৫৪
নতুন নকিব বলেছেন:
তথ্যটি শেয়ার করায় ধন্যবাদ, ইফতেখার ভাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৭
নয়া পাঠক বলেছেন: পোস্টের সাথে সহমত, একটি পোষ্ট তৈরি করে তা স্টিকি করে দেওয়া হোক সবাই কমেন্ট করে তাদের সমস্যা বা দানের কথা অথবা স্বেচ্চাশ্রম মানে যে যেভাবে পারে সেভাবে এই মহান জরুরী দায়িত্ব পালনে অংশগ্রহণ করবে।