নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
ইনু কিন্তু বহুত কামেল লোক...
হাসানুল হক ইনু, ছবি: অন্তর্জাল হতে সংগৃহিত।
আজকে ইনুকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বরণ করে নেওয়া হয়েছে। এটা খুবই ভালো সংবাদ। কারণ, এইরকম বিজ্ঞানী কিসিমের লোক বাইরে অযথা ঘোরাফেরা করবে, এটা হতে পারে না। রাষ্ট্রের উচিত এদের যাবতীয় দায়িত্ব গ্রহণ করা। এমনিতেও এই ইনু বহুত কামেল একজন লোক। কারও কাছে ইসলাম ধর্মের ধর্মীয় কিতাব এমনকি কোরআন, হাদিস দেখলেও যেসব হায়েনা টাইপের বুজুর্গানে রাত ইতোপূর্বে জঙ্গির ঘ্রাণ আঁচ করে ফেলতে সক্ষম হতেন, মহাজ্ঞানী এই ইনু মহাশয় তাদের অন্যতম। আরে, কোরআন কিতাবের কথা আর কীইবা বলি, সারাটা দেশ জুড়ে এই ইনু, মেনন, আনিসুল, কামাল, হাসান মাহমুদ, হানিফ গংরা এমনই এক আজব এবং অদ্ভূতুরে আবহ আর ভীতিকর পরিবেশ তৈরি করেছিল যে, হুজুররা কোথাও সামান্য পাদ দিলেও বোমা ফোটার প্রচন্ড শব্দে এদের কানে তালা লেগে যাওয়ার উপক্রম হতো!
তা ছাড়া, এই ইনু মিনু (মেনন) মহাশয়গণ বিগত প্রায় দেড় দশকে জাতিকে বেঘোরে বিনোদন উপহার দিয়েছেন। এদের সেসব অবদান এই জাতির পক্ষে কোনো দিন শোধ করা সম্ভব নয়। কীর্তিমান ইনু, এই মহাপুরুষ তার এলাকায় এতটাই জনপ্রিয় ছিলেন যে, ২০২৪ এর ভোটারবিহীন সংসদ নির্বাচনেও তিনি অবলিলায় প্রার্থী হয়েছিলেন কুষ্টিয়া-২ আসনে, একেবারে নৌকায় চড়ে বসে, মানে, নৌকা প্রতীক নিয়ে, কিন্তু বেরসিক সাবেক এক ইউপি চেয়ারম্যান এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে, শেষমেষ এই মহীরূহ তুল্য বরেণ্য(!) ব্যক্তিকে তার কাছেই শোচনীয়ভাবে হেরে যেতে হলো। অবশ্য, এই হেরে যাওয়ার মধ্যেও ইনুরা জাতিকে অনেক কিছু দিয়েছেন। ইউপি চেয়ারম্যানের কাছে হেরেছেন তো কী হয়েছে? জাতিকে সর্বশেষ বিনোদনটি তো দিতে পেরেছেন। এতে তিনি সামান্য কুন্ঠাবোধ করেননি। এই কারণেই বলি, এদের তুলনা এরাই। এ ছাড়া, সাম্প্রতিক বছরগুলোতে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে হাসানুল হক ইনুর ব্যাপক বিজ্ঞজনোচিত(!) ভূমিকা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে।
সে জন্যই বলি, লাভে আসলে ইনু মেননদের জানা অজানা দেদার অমর কীর্তি রয়েছে। সেসবের বিনিময় হিসেব করে করে একেবারে যথাযথভাবে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার বোধকরি এখনই উত্তম সময়। তবে, আমরা বাদবাকি মহাশয়গণেরও একইরকম রাষ্ট্রীয় মেহমানদারির তীব্র দাবি জানাচ্ছি। এই ক্ষেত্রে কোনো রূপ অবহেলা, অবজ্ঞা কিংবা বিলম্ব মেনে নেওয়া হবে না।
সর্বশেষ, একটা কথা বলে পোস্টের সমাপ্তি টানছি, ইনু হচ্ছেন এমনই একটি দলের সভাপতি যে দলটির সম্পাদক/ সাধারণ সম্পাদকের নাম আজ অবদি আমি জানি না। এটা হয়তো আমার জ্ঞানের দৈন্যতার কারণেও হতে পারে। কিন্তু আপনাদের কারও জানা থাকলে, দয়া করে জানালে খুশী হবো।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৮:৫৯
নতুন নকিব বলেছেন:
আপনি হাসছেন! সত্যিই উনি বহুত কামেল মানুষ! কারণ, বিগত দেড় দশকে আওয়ামীলীগকে যারা ধ্বংসের মুখে ঠেলে দিতে সামান্য কুন্ঠাবোধ করেননি, হাজারো অপকর্ম করে দু'হাতে মানুষের ঘৃণা কুড়িয়েছেন, এই ইনু মহাশয় তাদের প্রথম সারির!
কামেল কি এমনি এমনি হওয়া যায়?
২| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: আমাদের দেশে গুণীদের কদর নাই। কদর থাকলে ট্যাংক নৃত্য প্রতিযোগিতায় এনাকে বিশেষ পুরস্কার দেওয়া জাইত।
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১০
নতুন নকিব বলেছেন:
ঠিকই বলেছেন। আমাদের যদি গুণীর কদর করার হিম্মত থাকতো, তাহলে মানিকের মত লোককে সীমান্তের জঙ্গলে গিয়ে পাচারকারীদের হাতে মার খেতে হয় না।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্না (৬০) র মত লোককে ভারতে পালানোর সময় মারা যেতে হতো না। সীমান্ত পার হওয়ার পরে তিনি একটি পাহাড় থেকে পরে গিয়ে হার্ট এটাক করে মারা গেছেন বলে খবর বেরিয়েছে।
কয়টা বলবো, এমন বহুত ঘটনা আমাদের সামনে। এমনকি, ওবায়দুল কাদেরের মত লোকের কয়েক দিন ধরে খোঁজ নেই। এই গুণী লোকটারে খুঁজে বের করা উচিত না? কিন্তু কাউকেই দায়িত্ব নিতে দেখা যাচ্ছে না। আসল কথা আপনি যেটা বলেছেন, আমাদের কাছে গুণীর কদর নেই।
৩| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ১১:১৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: বহু ভাষাবিদ এই গুণী ব্যক্তির একটি সাক্ষাৎকার দেখুন।
https://m.youtube.com/watch?v=1694tWAcf_g&pp=ygU84KaH4Kao4KeBIOCmueCmv-CmqOCnjeCmpuCmvyDgprjgpr7gppXgp43gprfgpr7gp47gppXgpr7gprAg
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৩
নতুন নকিব বলেছেন:
উনি ভাষাবিদ না কি, বাসাবিদ?
৪| ২৭ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:০৭
আলামিন১০৪ বলেছেন: বুয়েটের বড় ভাইরে নিয়া কেউ ট্রল করবেননা-
এককালে বামপস্থীরা আদর্শবাদী রাজনীতি করত, কোন অর্থলাভ বা ক্ষমতা পাবার লালসা এদের ছিলনা কিন্তু পরবর্তীতে এরাও পঁচে গেছে....
২৭ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১৬
নতুন নকিব বলেছেন:
এই পচা মাল বুয়েটের থেকে আসা? সর্বনাশ! বুয়েট হতে এমন জঘন্য জিনিষ বের হতে পারে, জানা ছিল না। ছিঃ ছিঃ!
ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৩
রাসেল বলেছেন: গোবিন্দলগোবেচারা বলেছেন: আমাদের দেশে গুণীদের কদর নাই। কদর থাকলে ট্যাংক নৃত্য প্রতিযোগিতায় এনাকে বিশেষ পুরস্কার দেওয়া জাইত ।
নাউজুবিল্লাহ, এ কথা মুখেও আনিয়েন না। আসমান জমিন সাক্ষী কইরা আমাগো মহান ইনু নেতা কইবো, আমি জীবনে কোনো দিন ট্যাঙ্কই দেখি নাই, তয় এই কতা মাননীয় শেখ হাসিনার পদতাগের আগের কথা। এহন ভাব বুইজা নতুন সুরে ওয়াজ করব । ইনু কিন্তু বহুত কামেল লোক ।
২৭ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:০১
নতুন নকিব বলেছেন:
সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারা কামালিয়াতেরই লক্ষণ। ইস লিয়ে ইয়ে বহুত কামেল আদমি হ্যায়।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২৪ রাত ৮:৪৭
জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহা......