নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

এত কিছুর পরেও ডোডো মোডো রয়েই গেল ব্লগে!

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০২

এত কিছুর পরেও ডোডো মোডো রয়েই গেল ব্লগে!

ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহিত।

ডোডো, পিগমি, প্রশ্নফাঁস জেনারেশন, ইডিয়ট, জল্লাদ, গার্বেজ ইত্যাদি শব্দের যথেচ্ছ প্রয়োগ এখনও সমানতালেই চলছে এই ব্লগে। এসব নেতিবাচক শব্দে মানুষকে হেয় প্রতিপন্ন করার কারণে ইতোপূর্বে বহু কিছু হয়ে গেলেও পুরনো সেই প্রাকটিস রয়ে গেছে বহাল তবিয়তেই।

এমনকি, এই ব্লগে এখন এমন প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে যাতে বলা হচ্ছে- এখন সমন্বক, বা বৈষম্য-বিরোধী ইত্যাদি যা শুনছেন, ১৯৭১ সালে এরাই রাজাকার ও আলবদরে নাম লেখায়েছিলো।

আহা! কী মধুর উক্তি! নিকৃষ্ট খুনী ফ্যাসিবাদ হটিয়ে যে অকুতোভয় তরুন প্রজন্ম জীবন বাজি রেখে, শত শত মানুষের প্রাণের বিনিময়ে ২০২৪ এ ১৬ বছরের দুঃশাসনের যবনিকাপাত ঘটিয়ে দেশকে মুক্ত করলেন, দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে সুযোগ করে দিলেন, তারাই না কি রাজাকার ও আলবদরে নাম লিখিয়েছিল ১৯৭১ এ! কী আর বলি! ভাষা হারিয়ে ফেলার যোগার!

১৬ বছরে দেশের বিলিয়ন বিলিয়ন সম্পদ পাচার করেও এদের ক্ষুধা মেটেনি। ১৬ বছর যাবত ভারতের পা চেটে আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্নে এরা বিভোর ছিল। বিনিময়ে প্রভূ ভারত যা চেয়েছে তা-ই দেওয়া হয়েছে। যেভাবে চেয়েছে সেভাবেই দেওয়া হয়েছে। যতটা চেয়েছে ততটা দেওয়া হয়েছে। এভাবেই ভারতের স্বার্থে দেশটাকে ফতুর করার পরেও এদের মুখে "জয় বাংলা" বড়ই বেমানান!

এদের বরং বলা উচিত "জয় ভারত"। "জয় বাংলা" বলে লুটেরা দস্যুদের দৃষ্টিকটু সেই পুরনো আস্ফালন এ দেশের মানুষ পুনরায় আর দেখতে চায় না।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

রাসেল বলেছেন: ব্যক্তি হিসাবে কে কেমন তা সে নিজেই ভালো জানে, যদিও আমরা নিজেকে নিষ্পাপ, মহাজ্ঞানী, মহাজন মনে করি। যাহোক, প্রসঙ্গে আসি; কারো কাছে গালি, তা কারো কাজে বুলি।

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:


ব্যক্তি হিসাবে কে কেমন তা সে নিজেই ভালো জানে, যদিও আমরা নিজেকে নিষ্পাপ, মহাজ্ঞানী, মহাজন মনে করি।

-ধন্যবাদ। আপনার বক্তব্যে সহমত পোষন করছি। তবে, ডোডো, পিগমি ইত্যাদি তুচ্ছ প্রাণির সাথে মানুষকে তুলনা করা উচিত নয় বলেই মনে করি। এমনটা করা হলে মানব মর্যাদাকেই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যা গর্হিত অন্যায়। এটা কোনোক্রমেই কাম্য নয়।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯

কু-ক-রা বলেছেন: পাঁদগাজী কেমন আছে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৭

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনাকে। "পাঁদগাজী" নিক সম্মন্ধে জানি না, তবে "চাঁদগাজী" নিকটি একসময় এই ব্লগে সক্রিয় ছিল। বিশেষ কারণে অনেক আগেই নিকটি বন্ধ করে দিয়েছে সামু কর্তৃপক্ষ। যতটুকু জানি, "চাঁদগাজী" নিকে যিনি ছিলেন তিনিই বর্তমানে "জেনারেশন৭১" নিকে লিখছেন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: এটা সামু কর্তৃপক্ষের বদমাইশি ছাড়া আর কিছু না। সামু কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে এই নুইসেন্স কে লালন পালন করেছে। যেখানে অন্য তিনচারটা ব্লগ থেকে এই নুইসেন্সকে পেছনে লাথি মেরে বের করে দিয়েছে এই আচরণের জন্য সেখানে সামু কর্তৃপক্ষ এটাকে লালন পালন করেই চলেছে। বারবার ব্যান করার মত ঢং দেখিয়েছে অথচ নতুন নিক খোলার পরেই সেটা আমার সামনে নিয়ে এসেছে। চুড়ান্ত ভাবে ব্যান খাওয়া কেউ অন্য কোন আবার ব্লগিং করতে পারে না।

১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৭

নতুন নকিব বলেছেন:



চুড়ান্ত ভাবে ব্যান খাওয়া কেউ অন্য কোন আবার ব্লগিং করতে পারে না।

-ধন্যবাদ, সহমত। চূড়ান্তভাবে ব্যান খাওয়া কারও অন্য কোন নিক/ নামে পুনরায় ব্লগিং করতে পারার সুবিধা রাখা/ না রাখার বিষয়টি কর্তৃপক্ষ আবারও বিবেচনা করে দেখতে পারেন বলে মনে করি।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪

লুধুয়া বলেছেন: আপনারা ১৯৭১ কে অস্বীকার করে জুলাই এর জিহাধি আন্দোলন কে স্বাধীনতা নাম দিয়েছেন। সেটাইটো সবচেয়ে irony।

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৫

নতুন নকিব বলেছেন:



মন্তব্যে আসায় আপনাকে ধন্যবাদ।

১৯৭১ সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা ছিল দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম। লাখো শহীদের আত্মত্যাগ ও বাংলাদেশের জনগণের ঐক্যের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ছিল জাতির গৌরবময় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে স্বাধীনতা আন্দোলন হিসেবে অভিহিত করা এবং এটিকে "জিহাদি আন্দোলন" বলা নিয়ে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন।

প্রথমত, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন যে জিহাদি আন্দোলন ছিল, এমন ধারণা ভুল। এটি ছিল একটি রাজনৈতিক আন্দোলন, যা প্রধানত দেশের শাসক দল, শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছিল। আন্দোলনকারীরা স্বাধীনতা, গণতন্ত্র, এবং নাগরিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম করছিলেন। এর সঙ্গে ইসলামী মৌলবাদ বা জিহাদিদের কোনো সম্পর্ক ছিল না। আন্দোলনকারীরা স্বৈরাচারের বিরুদ্ধে, রাষ্ট্রীয় দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, এবং গণতন্ত্রের সংকটের বিরুদ্ধে একযোগভাবে উঠেছিলেন।

এখানে এক ধরনের রাজনৈতিক প্রতিরোধ এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম ছিল, যা একদিকে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং অন্যদিকে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ হিসেবে দাড়িয়েছে।

অতএব, ২০২৪ সালের আন্দোলনকে "জিহাদি আন্দোলন" হিসেবে পরিচয় দেওয়া ঠিক নয়। এটি ছিল শাসক দলের দীর্ঘ ১৬ বছরের শোষণ, দুর্নীতি, এবং মানুষের মৌলিক অধিকার হরণ করার বিরুদ্ধে এক বৃহৎ প্রতিবাদ, যা দেশের স্বাধীনতা, গণতন্ত্র, এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যে পরিচালিত হয়েছিল।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

জুল ভার্ন বলেছেন: অপু তানভীর, "ব্লগে ক্যাচাল করে ব্লগ গরম রাখতে ব্লগে গাজীর মতো ব্লগার দরকার আছে"!

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, অনেক ধন্যবাদ। কোনোক্রমেই আপনার কথার সাথে দ্বিমত করতে পারছি না।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্ত বাতাসে আসলেই নিশ্বাস নেওয়া যাচ্ছে?

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



এককথায় বললে "যাচ্ছে না" ই বলা দরকার। তবে ফ্যাসিবাদের ভয়ঙ্কর থাবা থেকে দেশ আজ মুক্ত এটাই বড় কথা। লুটেরা, পাচারকারী, খুনীর হাত থেকে দেশ রক্ষা পেয়েছে- এই মুহূর্তে এটাই বড় প্রাপ্তি।

আর ১৬ বছরের দুঃশাসন, অনিয়মতান্ত্রিকতা, জুলূম নির্যাতনের ব্যাপক বিস্তৃত বিধ্বংসী অবস্থা থেকে এত অল্প সময়ে দেশটাকে পরিবর্তন করে একেবারে পাল্টে দিবে- আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটা কারও পক্ষে সম্ভব নয়। অবশ্যই এর জন্য একটা মিনিমাম সময়ের প্রয়োজন। ভালো লোকেরও প্রয়োজন।

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২২

জটিল ভাই বলেছেন:
ভাইরে, এসব করে ঐডা লাইম-লাইটে থাকতে। আর আমরাও তাই রাখি :(

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:০০

নতুন নকিব বলেছেন:



কথা ঠিক আছে। আপনার কথায় সহমত! কিন্তু তাও তো দীর্ঘ দিন থাকতে পারে না! বারবারই তো হোচট খায়! বারবারই তো আইডি গায়েব হয়ে যায়!

প্রশ্ন হচ্ছে, তারপরেও যে শিক্ষা হয় না!

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: সামু ব্লগ কর্তৃপক্ষ জেনে বুঝে ফ্যাসিস্ট হাসিনার সমর্থকদের এই ব্লগে পালছে বাক স্বাধীনতার নামে। এই কথা ইতিহাসে লেখা থাকবে। ফ্যাসিস্ট সরকার ১ মাসের মধ্যে ২ হাজার মানুষ হত্যা করেছে, হাজার হাজার মানুষকে অন্ধ এবং পঙ্গু করেছে। তার আগের সাড়ে ১৫ বছরে হাজার হাজার মানুষ মেরেছে, গুম করেছে এবং রিমান্ডে ভারতীয়দের দিয়ে পৈশাচিক নির্যাতন করেছে। বিলিয়ন বিলিয়ন ডলার সম মূল্যের অর্থ দুর্নীতি করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সামু ব্লগ ফ্যাসিস্ট হাসিনার সমর্থকদের মাথায় তুলে রেখেছে। এগুলি অন্যায়। তারা বুঝতে পাড়ছে না। সামু কর্তৃপক্ষের কাছে জুলাই আন্দোলন অতি সাধারণ কোন আন্দোলন। ব্লগ কর্তৃপক্ষের লজ্জা হওয়া উচিত এই ধরণের কর্মকাণ্ডের জন্য।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



সহমত। একইভাবে এর আগে মত প্রকাশের স্বাধীনতার নামে মিথ্যাবাদী এবং প্রপাগান্ডা সৃষ্টিকারী গুটিকয়েক নাস্তিককে ইসলাম ধর্ম, কুরআন, হাদিস, আল্লাহ তাআ'লা এবং রাসূল স. কে নিয়ে যাচ্ছেতাই লিখতে দিয়ে শুধু এই ব্লগের নয়, পুরো ব্লগ কমিউনিটিকেই আপামর জনসাধারণের বিপক্ষে দাঁড় করানো হয়েছিল। ব্লগের ব্যাপারে সমাজে চরম নেগেটিভ একটি ইমপ্যাক্ট তৈরি করা হয়েছিল, যা আজও কেটে যায়নি। এখনও ব্লগ বলতে ধর্মকে (বিশেষ করে ইসলাম ধর্ম) গালি গালাজ, অবাধ খিস্তি খেউড়, জঘন্য বদমায়েশি, উতাল পাথাল মাতলামিতে নিমজ্জিত ইতর প্রজাতির অথর্ব লেখাজোখাকেই মনে করে থাকেন অনেকে। স্বীকার করতে দ্বিধা নেই, এটা ভেকধারী তথাকথিত বাক স্বাধীনতার পক্ষের কিছু অতি চালাক লোকের দায়িত্বজ্ঞানহীন কর্মকান্ডেরই ফল।

সুতরাং, পেছনের ইতিহাস যখন এমন, আজকের দিনে ফ্যাসিস্টরা গলা ফাটানোর সুযোগ পাবে না, তা আশা করা সম্পূর্ণই বৃথা।

৯| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৫

রাসেল বলেছেন: লেখক বলেছেন: তবে, ডোডো, পিগমি ইত্যাদি তুচ্ছ প্রাণির সাথে মানুষকে তুলনা করা উচিত নয় বলেই মনে করি।

আমিও আপনার বক্তব্যে সহমত পোষন করছি। আমি বিশ্বাস করি, কুকুরের কাজ কুকুর করবে, মানুষ তার পায়ে কামড় দিতে যাবে না, দূরত্ব বজায় রাখবে।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:২৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।

১০| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩১

পথিক২৪ বলেছেন: ভাল লিখেছেন ।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ এবং শুভকামনা।

১১| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি ভালো লেখেন কিন্তু ওনার দোষ মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩১

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিক তাই। কিন্তু মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে হেয়প্রতিপন্ন করা অন্যায়। ধন্যবাদ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনি একটা পাজিলোক কোরআন নাকি আরবের রূপকথা!

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৫

নতুন নকিব বলেছেন:



সহমত। ধন্যবাদ আপনাকে। আসলে ইসলাম ও মুসলমানদের নিয়েই তার যত চুলকানি। মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কুরআন নিয়ে তার এই ভিমরতি রোগ বেশ পুরনো। কুরআনকে তিনি অহরহ আরবের রূপকথা বলে থাকেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, বেদ, গীতা, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা - অন্যান্য ধর্মের এসব গ্রন্থ নিয়ে কোথাও কোনো লেখায় তার কোনো বাজে মন্তব্য চোখে পড়ে না। কারও কাছে এমন প্রমান থেকে থাকলে অনুগ্রহ পূর্বক আমাকে জানালে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাব।

এর মানে কী? এর মানে, তিনি ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থকে আরবের রূপকথা বললেও কুরআনের আরও বহু শতাব্দি পূর্বের গ্রন্থ নিয়ে তার কোনো মথা ব্যথা নেই। অন্যান্য ধর্মের সেসব গ্রন্থের বিষয়ে তিনি সহনশীলতার আচরণ করে থাকেন।

এর অর্থ পরিষ্কার, এই ধরণের ফালতু কথা তিনি শুধুমাত্র ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধেই বলে থাকেন। আরও স্পষ্ট করে বললে, ইসলাম ধর্ম এবং মুসলমানগণই তার নির্বোধ ও বিরক্তি উৎপাদক নেতিবাচক সমালোচনার একমাত্র লক্ষ্যবস্তু।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: আমার মনে হয়, কর্তৃপক্ষ মনে করেন যে ব্লগকে সচল রাখতে ওগুলোর প্রয়োজন রয়েছে। তাই ঘুরে ফিরে ওদেরকে আসতে দিতে হয়।
অন্যকে হেয় করে নিজেকে গৌ্রবান্বিত মনে করার মত মানসিকতা মানুষের মনে ছোটবেলা থেকে প্রোথিত হয়, তার পরিবার ও পরিবেশের প্রভাবে। বড়বেলায় আর সেগুলো মন থেকে মুছে ফেলা যায় না।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



আমার মনে হয়, কর্তৃপক্ষ মনে করেন যে ব্লগকে সচল রাখতে ওগুলোর প্রয়োজন রয়েছে। তাই ঘুরে ফিরে ওদেরকে আসতে দিতে হয়।

-আমারও এমনটাই মনে হয়।

অন্যকে হেয় করে নিজেকে গৌ্রবান্বিত মনে করার মত মানসিকতা মানুষের মনে ছোটবেলা থেকে প্রোথিত হয়, তার পরিবার ও পরিবেশের প্রভাবে। বড়বেলায় আর সেগুলো মন থেকে মুছে ফেলা যায় না।

-গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পরিবার এবং সমাজ থেকে প্রাপ্ত শিক্ষার প্রভাব সারা জীবনই থেকে যায়। ইচ্ছে করলেই মুছে ফেলা সম্ভব হয় না।

কৃতজ্ঞতাসহ শুভকামনা জানবেন।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: ব্লগে কতিপয় ইতর ব্লগার আছে।
তারা ব্লগের বায়ু বিষাইছে। এরকম একজন আপনার উক্ত পোষ্টের ৩নং মন্তব্যকারি। ইহারা সমাজের আগাছা।

২১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:২১

নতুন নকিব বলেছেন:



কাউকে এইভাবে কটাক্ষ করা সঙ্গত মনে করি না। আর যা-ই করেন, বিশেষ কাউকে পছন্দ করে ব্লগে তার পক্ষাবলম্বন করে চললেও আপনাকে তো ধৈর্য্য নিয়ে চলতেই অভ্যস্ত দেখেছি। হঠাৎ এমন রুদ্র মূর্তির হেতু কী?

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.