নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

এত কিছুর পরেও ডোডো মোডো রয়েই গেল ব্লগে!

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:০২

এত কিছুর পরেও ডোডো মোডো রয়েই গেল ব্লগে!

ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহিত।

ডোডো, পিগমি, প্রশ্নফাঁস জেনারেশন, ইডিয়ট, জল্লাদ, গার্বেজ ইত্যাদি শব্দের যথেচ্ছ প্রয়োগ এখনও সমানতালেই চলছে এই ব্লগে। এসব নেতিবাচক শব্দে মানুষকে হেয় প্রতিপন্ন করার কারণে ইতোপূর্বে বহু কিছু হয়ে গেলেও পুরনো সেই প্রাকটিস রয়ে গেছে বহাল তবিয়তেই।

এমনকি, এই ব্লগে এখন এমন প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে যাতে বলা হচ্ছে- এখন সমন্বক, বা বৈষম্য-বিরোধী ইত্যাদি যা শুনছেন, ১৯৭১ সালে এরাই রাজাকার ও আলবদরে নাম লেখায়েছিলো।

আহা! কী মধুর উক্তি! নিকৃষ্ট খুনী ফ্যাসিবাদ হটিয়ে যে অকুতোভয় তরুন প্রজন্ম জীবন বাজি রেখে, শত শত মানুষের প্রাণের বিনিময়ে ২০২৪ এ ১৬ বছরের দুঃশাসনের যবনিকাপাত ঘটিয়ে দেশকে মুক্ত করলেন, দেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে সুযোগ করে দিলেন, তারাই না কি রাজাকার ও আলবদরে নাম লিখিয়েছিল ১৯৭১ এ! কী আর বলি! ভাষা হারিয়ে ফেলার যোগার!

১৬ বছরে দেশের বিলিয়ন বিলিয়ন সম্পদ পাচার করেও এদের ক্ষুধা মেটেনি। ১৬ বছর যাবত ভারতের পা চেটে আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখার স্বপ্নে এরা বিভোর ছিল। বিনিময়ে প্রভূ ভারত যা চেয়েছে তা-ই দেওয়া হয়েছে। যেভাবে চেয়েছে সেভাবেই দেওয়া হয়েছে। যতটা চেয়েছে ততটা দেওয়া হয়েছে। এভাবেই ভারতের স্বার্থে দেশটাকে ফতুর করার পরেও এদের মুখে "জয় বাংলা" বড়ই বেমানান!

এদের বরং বলা উচিত "জয় ভারত"। "জয় বাংলা" বলে লুটেরা দস্যুদের দৃষ্টিকটু সেই পুরনো আস্ফালন এ দেশের মানুষ পুনরায় আর দেখতে চায় না।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৪

রাসেল বলেছেন: ব্যক্তি হিসাবে কে কেমন তা সে নিজেই ভালো জানে, যদিও আমরা নিজেকে নিষ্পাপ, মহাজ্ঞানী, মহাজন মনে করি। যাহোক, প্রসঙ্গে আসি; কারো কাছে গালি, তা কারো কাজে বুলি।

১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩

নতুন নকিব বলেছেন:


ব্যক্তি হিসাবে কে কেমন তা সে নিজেই ভালো জানে, যদিও আমরা নিজেকে নিষ্পাপ, মহাজ্ঞানী, মহাজন মনে করি।

-ধন্যবাদ। আপনার বক্তব্যে সহমত পোষন করছি। তবে, ডোডো, পিগমি ইত্যাদি তুচ্ছ প্রাণির সাথে মানুষকে তুলনা করা উচিত নয় বলেই মনে করি। এমনটা করা হলে মানব মর্যাদাকেই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, যা গর্হিত অন্যায়। এটা কোনোক্রমেই কাম্য নয়।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৯

কু-ক-রা বলেছেন: পাঁদগাজী কেমন আছে?

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০১

অপু তানভীর বলেছেন: এটা সামু কর্তৃপক্ষের বদমাইশি ছাড়া আর কিছু না। সামু কর্তৃপক্ষ ইচ্ছাকৃত ভাবে এই নুইসেন্স কে লালন পালন করেছে। যেখানে অন্য তিনচারটা ব্লগ থেকে এই নুইসেন্সকে পেছনে লাথি মেরে বের করে দিয়েছে এই আচরণের জন্য সেখানে সামু কর্তৃপক্ষ এটাকে লালন পালন করেই চলেছে। বারবার ব্যান করার মত ঢং দেখিয়েছে অথচ নতুন নিক খোলার পরেই সেটা আমার সামনে নিয়ে এসেছে। চুড়ান্ত ভাবে ব্যান খাওয়া কেউ অন্য কোন আবার ব্লগিং করতে পারে না।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৪

লুধুয়া বলেছেন: আপনারা ১৯৭১ কে অস্বীকার করে জুলাই এর জিহাধি আন্দোলন কে স্বাধীনতা নাম দিয়েছেন। সেটাইটো সবচেয়ে irony।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

জুল ভার্ন বলেছেন: অপু তানভীর, "ব্লগে ক্যাচাল করে ব্লগ গরম রাখতে ব্লগে গাজীর মতো ব্লগার দরকার আছে"!

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্ত বাতাসে আসলেই নিশ্বাস নেওয়া যাচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.