নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ থেকে নিরাপদ থাকতে করণীয়

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৬

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ থেকে নিরাপদ থাকতে করণীয়

ধুতরা গাছের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ (Devil’s Breath), যার বৈজ্ঞানিক নাম স্কোপোলামিন (Scopolamine), এটি একটি অত্যন্ত বিপজ্জনক মাদক, যা অপরাধীরা মানুষের উপর ব্যবহার করে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে। এটি সাধারণত দক্ষিণ আমেরিকার কিছু দেশে অপরাধীরা শিকারকে অজ্ঞান বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। এটি মানুষের ইচ্ছাশক্তি নষ্ট করে দিতে পারে এবং শিকারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই পদার্থটি সাধারণত গুঁড়ো বা তরল আকারে ব্যবহৃত হয় এবং টার্গেটকৃত ব্যক্তির অজান্তেই তাকে খাওয়ানো হয় বা শ্বাসের মাধ্যমে তার দেহে প্রবেশ করানো হয়। এটি একবার শরীরে প্রবেশ করলে ব্যক্তি প্রায় সম্পূর্ণভাবে অন্যের আদেশ মেনে চলে, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এবং পরে কিছুই মনে করতে পারে না।

এই ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে মানুষকে হিপনোটাইজ বা বশ করা হয়। আর একবার বশ করতে পারলে অপরাধীরা হাতিয়ে নেয় ব্যক্তির মূল্যবান জিনিসপত্র।

গত কিছু দিন পূর্বে আমার কাছের এক ব্যক্তি এই ঘটনার শিকার হয়েছেন। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করছিলেন তিনি। অপরিচিত একজন এইসময়ে এসে কোথায় যাবেন, এই জাতীয় আলাপ করেছিলেন তার সাথে। কয়েক মিনিটের কথাবার্তার একপর্যায়ে তিনি সেই লোকটির নির্দেশনা মত বিনাবাক্যব্যয়ে একটি মাইক্রোবাসে উঠে গেলেন। যে গাড়িতে আরও কয়েকজন লোক আগে থেকেই বসা ছিলেন। ব্যস, কাজ শেষ শিকার ধরা হয়ে গেছে। গাড়িতে ওঠার পরপরই চোখ এবং উভয় হাত বেঁধে ফেলা হয়। ৩/ ৪ ঘন্টা গাড়িতে ঘুরিয়ে প্রচন্ড মারধোর করে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় অর্থ কড়ি। ব্যাংকের কার্ড থেকে সব টাকা তুলে নেওয়ার পরে আত্মীয় স্বজনকে ফোন দিয়ে তাদেরকে কান্নার শব্দ শোনানো হয় এবং টাকা পাঠাতে বাধ্য করা হয়।

এ ধরণের ঘটনা এখন সচরাচরই ঘটতে দেখা যায়। সে কারণে সতর্কতা অবলম্বনের বিকল্প নেই। জানারও বিকল্প কিছু নেই। প্রতারকরা নিত্য নতুন কৌশল অবলম্বন করেই চলেছে। একসময় তো আমার কাছে ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ (Devil’s Breath), জিনিষটা বিশ্বাসযোগ্যই ছিল না। আমি মনে করতাম, এটার মনে হয় লোকজন ইচ্ছে করেই এমন রসাত্মক নাম দিয়েছে। আসলে, দু'একটা ঘটনা বাস্তবে প্রত্যক্ষ করার পরেই বুঝতে সক্ষম হয়েছি যে, বিষয়টা কতটা ভয়ঙ্কর। প্রকৃতপক্ষে স্কোপোলামিন একধরনের সিনথেটিক ড্রাগ। এর মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে। ধুতরা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপোলামিন।

ডেভিলস ব্রেথ থেকে নিরাপদ থাকার উপায়:

১. অপরিচিত কারও কাছ থেকে কিছু গ্রহণ করবেন না

## অপরিচিত কেউ যদি খাবার, পানীয়, চুইংগাম বা অন্য কিছু অফার করে, তা গ্রহণ করবেন না।
## রাস্তার খাবার ও পানীয় গ্রহণের সময় সতর্ক থাকুন।

২. অপরিচিত কারও সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন

## অপরিচিত কেউ হঠাৎ করে খুব কাছাকাছি এলে, বিশেষত মুখের দিকে ফুঁ দিলে বা হাত দিয়ে কিছু স্পর্শ করলে সতর্ক থাকুন।
## জনসমাগমস্থলে বিশেষত নাইটক্লাব, পাব, বা পার্টিতে সাবধানে থাকুন।

৩. পানীয়র প্রতি বিশেষ সতর্কতা রাখুন

## পানীয়ের গ্লাস সবসময় নিজে ধরে রাখুন এবং খোলা অবস্থায় কাউকে দিতে যাবেন না।
## অপরিচিত কারও দেওয়া পানীয় গ্রহণ করবেন না।

৪. অপরিচিতের দেওয়া কাগজ, পারফিউম বা টিস্যু গ্রহণ করবেন না

## এই মাদকের গুঁড়ো কাগজ বা টিস্যুর মাধ্যমে শরীরে প্রবেশ করানো যেতে পারে।
## অপরিচিত কেউ যদি কিছু শুঁকতে বলে বা কোনও কাগজ/নোট দেখায়, তা গ্রহণ না করাই ভালো।

৫. ব্যক্তিগত জিনিসপত্র সুরক্ষিত রাখুন

## আপনার পানীয় বা খাবারের দিকে সর্বদা নজর রাখুন এবং তা অপরিচিত ব্যক্তির হাতে ছেড়ে দেবেন না।

৬. জনবহুল এলাকায় সতর্কতা

## জনবহুল বা অপরিচিত এলাকায় একা চলাফেরা করা এড়িয়ে চলুন, বিশেষ করে রাতের বেলা।

৭. অপরিচিত গাড়ি বা যানবাহন এড়িয়ে চলুন

## অপরিচিত ব্যক্তির গাড়ি বা যানবাহনে উঠবেন না, এমনকি যদি তারা সাহায্যের প্রস্তাব দেয়।

৮. সচেতনতা বৃদ্ধি

## এই ধরনের বিপদ সম্পর্কে সচেতন থাকুন এবং আশেপাশের লোকজনকেও সচেতন করুন।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত সরে যান

## যদি মনে হয় কেউ অস্বাভাবিকভাবে কাছে আসছে বা কিছু অস্বাভাবিক গন্ধ পাচ্ছেন, তাহলে দ্রুত সরে যান।
## যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি দেখলে পুলিশ বা নিরাপত্তা কর্মীদের জানান।

১০. গুগল ট্রান্সলেট বা নোট অ্যাপে লিখে সংরক্ষণ রাখুন

## যদি বিদেশে ভ্রমণ করেন, তাহলে স্থানীয় ভাষায় জরুরি সাহায্যের জন্য কিছু বাক্য নোট করে রাখুন।

১১. শরীরের অস্বাভাবিক পরিবর্তন বুঝলে সাহায্য চান

## যদি হঠাৎ মাথা ঘোরা, দুর্বল লাগা, অথবা স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো অনুভূতি হয়, দ্রুত নিরাপদ জায়গায় যান এবং কাউকে জানান।

বিশেষ পরামর্শ:

এই সতর্কতাগুলো মেনে চললে আপনি ‘শয়তানের নিশ্বাস’ বা অন্যান্য অনুরূপ বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বলে আশা করা যায়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২

অপলক বলেছেন: ধুতুরা ফুলের গোটা বা বীজের গুড়ো, ১-৩ মিনিটে হিপনোটাইজ করে না। ভিডিওতে আমরা যেমন দখি, সেটা ভুল। এটার হাফ লাইফ টাইম ৫ ঘন্টা। সন্ত্রাসীরা যে ডেভিল ব্রেফ গুড়া বা পাউডার ব্যবহার করে সেটা সিন্থেটিক এবং অনান্য আর কিছু ওষুধ থাকে। আমাদের দেশে কবিরাজরা, ধুতুরার গুড়া মানুষকে পাগল বানানোর কাজে ব্যবহার করে। পরিমান বেশি হলে পেট ব্যাথা বা বমি বমি লাগতে পারে।

মোশান সিকনেছ বা সার্জিকার অপারেশান এর পর কিছু ক্ষেত্রে রুগীর আরগ্য করতে ধুতুরার একটা উপাদান ওষুধ তৈরীতে ব্যবহার হয়। আমি মালেশিয়ার বিভিন্ন পাহাড় পর্বত বা ট্যুরিস্ট স্পটে অসংখ্য রংবেরঙের ধুতুরা গাছ দেখেছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিয়েছেন। আপনি ঠিক বলেছেন, আগেকার দিনে এগুলো ঘটতে দেখা যেত। ধুতরা ফল খাইয়ে মানুষকে দিকভ্রান্ত/ অপ্রকৃতিস্থ করার মত খারাপ বিষয়গুলো কালে ভদ্রে চোখে পড়তো।

ধুতরা গাছের অনেকগুলো জাত আছে। দুইটা জাত আমার জানা আছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১২

কামাল১৮ বলেছেন: সরকার বাংলাদেশ সকল শয়তান খতম করে দিবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। বাংলাদেশ সরকার "Operation devil hunt" বা "শয়তান খতম করা"র উদ্যোগ গ্রহণ করেছে বলে আপনি কি কষ্ট পাচ্ছেন?

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ থাকলে তো ভালো।
এটা দিয়ে সমস্ত অপরাধীদের গ্রেফতার করে, তাদের উপর প্রয়োগ করলে আসামী সত্য কথা বলে দিবে। মামলা অল্প সময়ে ডিসমিস হয়ে যাবে।

যাইহোক, ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ নিয়ে কি কোনো সূরা বা হাদিস আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.