নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

দেশে এখন জঙ্গি নেই, তাই জঙ্গি হামলাও নেই

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১০

দেশে এখন জঙ্গি নেই, তাই জঙ্গি হামলাও নেই

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বাংলাদেশ, অন্তর্জাল থেকে সংগৃহিত।

আসলে বাংলাদেশে যে কোনো জঙ্গি নেই এটা এখন প্রমানিত সত্য। এই দেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু তারা কখনও জঙ্গি ছিলেন না। বিপদগামী ছিলেন না। আগেও ছিলেন না। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি দেশের কাছে আত্মবিক্রিত ক্রিমিনালদের চোখেই এ দেশে জঙ্গি ধরা পড়ে। হাসিনার সময়েই এদেশে জঙ্গি নাটকের উত্থান। হাসিনার আমলে জঙ্গি অভিযানের নামে আসলে যে একেকটি নাটক মঞ্চস্থ করা হতো তা ইতোমধ্যেই প্রমান হয়ে গেছে। ইহা করা হতো মূলতঃ প্রতিবেশী সেই রাষ্ট্রটির প্রেসক্রিপশনেই। তারা যেভাবে নাটকের স্ক্রিপ্ট লিখে দিত হাসিনা সেভাবেই তা বাস্তবায়ন করতো। সে জঙ্গি অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা করতো। এটা করেই টিকে ছিল হাসিনা। এটা ছিল বিরোধীদের দমন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষনের মাধ্যমে নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ ও নির্বিঘ্ন রাখার অন্যতম কৌশল।

বলি, দেশে এখন জঙ্গি হামলা নেই কেন? এর কারণ খুবই স্পষ্ট, জঙ্গি নাটকের কলাকুশলি, কারিগর, কুশিলবদের প্রায় অধিকাংশই ২০২৪ সালের ৫ আগস্টের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যারা দেশে আছেন তারাও আছেন আত্মগোপনে। জঙ্গি হামলা কিংবা জঙ্গি নাটক মঞ্চস্থ করার মত পজিশনে এখন আর নেই।

এই অপশক্তির রাহুগ্রাস থেকে দেশ যেভাবে মুক্তি লাভ করেছে, এইভাবেই দেশ এগিয়ে যাক উন্নয়ন, অগ্রগতি এবং প্রগতির দিকে। মিথ্যা জঙ্গিবাদ দমনের অযুহাতে আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, এমন ঘৃণ্য নাটক যেন দেশবাসীকে পুনরায় আর দেখতে না হয়, সেটাই দেশবাসীর চাওয়া।

নানান ধর্মের মানুষের আন্তরিক সহাবস্থান এদেশে হাজার বছরের। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ শান্তিকামী। এই শান্তিই ছড়িয়ে পড়ুক বিশ্বময়।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: নানান ধর্মের মানুষের আন্তরিক সহাবস্থান এদেশে হাজার বছরের। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ শান্তিকামী। এই শান্তিই ছড়িয়ে পড়ুক বিশ্বময়।[/sb
---এই থিউরিটাকে এদেশের কিছু উর্বর কমপোস্ট মগজের মানুষ ও গোদিদের সহ্য হয় না বিধায় -এতোদিন এই অত্যাচার/অনাচার করে গেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৪০

নতুন নকিব বলেছেন:



সঠিক বলেছেন। ওদের উদ্দেশ্যই ছিল ঘোলা জলে মাছ শিকার করা। ক্ষমতাকে স্থায়ী করার জন্য শেখ হাসিনার সামনে বৈধ অবৈধ যত পথ খোলা ছিল তিনি সব পথেই হেঁটেছেন। গুম, খুন থেকে শুরু করে মানবতাবিরোধী অপরাধের মত জঘণ্য কাজও ছিল তার কাছে অতি সাধারণ বিষয়। মোট কথা, তার কাছে ন্যায় অন্যায়ের কোনো বাধবিচার ছিল না।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০

কিরকুট বলেছেন: শেয়াল কে আপনি যদি খানা খাদ্য দিয়ে রাখেন তখন শেয়ালের অত্যাচার থাকে ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩

নতুন নকিব বলেছেন:



খাদ্য দিলে শেয়ালদের শেয়ালিপনা যে থাকে না, সে আর বলতে হয়! কিন্তু খাদ্য তো আপনাকে দিতেই হচ্ছে না! কারণ, শেয়ালরা যে সব পালিয়ে গেছে! সব শেয়াল এখন দেশে বিদেশে পলাতক।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শেয়ালরা পালিয়ে গিয়েও বসে নেই! হুক্কা হুয়া রব করেও যখন বিশ্বের কোন সাড়া পেলো না; তখন পেইড বট/ব্লগার দিয়ে পোস্টিং শুরু করেছে! এদেশের মানুষকে এ শতাব্দিতে আফসোসদের গ্রহণ করবে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৮

নতুন নকিব বলেছেন:



শেয়ালগুলো পালিয়ে গিয়েও নেই বসে,
অন্ধকারের ফাঁক ফোকর বেড়ায় চষে।

হুক্কা হুয়া রব তুলেও হয় না রে লাভ,
বিশ্ববাসী সজাগ তাইতো উচিত জবাব।

এদেশবাসী ছলছলনায় আর ভোলে না,
প্রতারকের ভাগ্যের চাকা আর খোলে না।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ব্লগের কেউ কেউ আমারেও জঙ্গি বলে উপাধি দিয়েছে, এলা বুঝেন এরা কত ধুরন্ধর বজ্জাত আর ফ্যাসিস্ট দলকানা আফসোস পার্টি.. এদের হারাম সুরে সুর মিলালে আমি ভালো হতাম। মাথা মোটা গর্দভ দেখেন না এখনো কেমন হুক্কা হুয়া করে চিল্লায়ে যাচ্ছে। আপার লাগি কান্দে। কেউ কেউ প্রজন্ম কে বেজন্মা বলে, কেউ বা'ন্দির পুত বলে। এই ফেউগুলোর জন্য দেশটা শান্তিতে থাকবে না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০

নতুন নকিব বলেছেন:



এই নীতিহীন জঙ্গিবাদের নাটের গুরুদেরকে আর গ্রহণ করবে না এদেশের মানুষ। তারা নেই তাই জঙ্গিবাদও নেই। তারা খতম তো জঙ্গিবাদ খতম। তারা ফিরে এলে (কোনোভাবেই এটা প্রত্যাশিত নয়) নির্ঘাত নতুন নতুন জঙ্গিবাদের নাটকের মঞ্চায়ন দেখা অসম্ভব কিছু নয়।

এদেশের ১৮ কোটি ধর্মপ্রাণ মানুষদেরকেই তারা জঙ্গি তকমায় বিভূষিত করেছিল। এই পাইকারি জঙ্গি ন্যারেটিভকেই তারা বিরোধীদের কন্ঠ স্তব্ধ করে রাখার মোক্ষম অস্ত্র বানিয়েছিল। এমনকি, রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকদের দেশে মিছিল মিটিং করার নাগরিক অধিকার পর্যন্তু কেড়ে নেওয়া হয়েছিল।

কেড়ে নেওয়া হয়েছিল নাগরিকদের বৈধভাবে দাবি আদায়ের সকল অধিকার। রাজপথে মিছিল করলেও বলতো জঙ্গিরা হামলা করার জন্য একত্রিত হয়েছে। ঘরোয়া কোনো মিটিং করলেই দেশের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করার অভিযোগ তুলে ধরে নিয়ে যাওয়া হতো।

এখনও যারা ভুল বুঝতে না পেরে পতিত ফ্যাসিস্টদের দালালি করছেন, আশা করি তারা অচিরেই নিজেদের অবস্থান বুঝতে সক্ষম হবেন। তবে, কিছু জঘন্য অপরাধী, যাদের অপরাধ তাদের নিজেদেরকেই ঢেকে ফেলেছে, গ্রাস করেছে, তাদের শাস্তির আওতায় আনতেই হবে।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৪

এ পথের পথিক বলেছেন: মাদার অফ অল ডেভিলস খুনি হাসুর তার ত্রাসের সম্রাজ্যে সম্রাজ্ঞী হয়েছে করেছে জঙ্গিবাদ আর রাজাকার নাটক করে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩

নতুন নকিব বলেছেন:



একেবারেই সঠিক বলেছেন। তার জীবনটাই অভিনয়ে পূর্ণ। মিথ্যাচার করতে করতে তার মুখ থেকে সত্য বের হওয়া অনেক আগেই বন্ধ হয়ে গেছে।

২০১৯ সালের অক্টোবরে ভোলায় ফেসবুকে রাসূল সঃ কে কটুক্তি করার ঘটনার প্রতিবাদে মিছিলে হামলা চালিয়ে পুলিশ যখন ৪ জন নিরপরাধ এবং নিরস্ত্র মুসলিমকে হত্যা করেছিল, এই হাসিনা তখন সেই ঘটনায় আহত এবং নিহতদের নিয়েও চরম অসৌজন্যমূলক বিবৃতি দিয়েছিলেন। তিনি তখন উল্টো পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিয়েছিলেন।

রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে তিনি তখন যা করেছিলেন, তা শুধু অন্যায়ই নয় রীতিমত বিচারযোগ্য অপরাধ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৮

আহরণ বলেছেন: একুশের বই মেলায় জঙ্গি হামলা, ফুলের দোকানে হামলা, নাট্টমঞ্চে হামলা, মাজার, পীরের আস্তানা, খানকা, খাজাবাবা, দেওনবাগি, কবরস্থান, সুফি মসজিদ, এবাদত খানা, হিন্দু মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট, ব্যবসা, পাহারী আদিবাসি নির্যাতন......... কোথায় নেই ইসলামি জঙ্গি হামলা..... @ ভাইয়া??

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৭

নতুন নকিব বলেছেন:



ভাইয়া, একুশে বই মেলায় তসলিমা নাসরিনের বই বিক্রি করার প্রতিবাদ করাকে আপনি জঙ্গি হামলা বলে সবকিছুকে একাকার করে দিচ্ছেন। আগে বুঝতে হবে কোনটা জঙ্গি হামলা আর কোনটা সাধারণ মানুষের প্রতিবাদ। একইভাবে নাট্টমঞ্চে কোথায় হামলার ঘটনা ঘটেছে, স্ফেসিফিকভাবে আমার জানা নেই। তবে জানা থাক আর না থাক, এগুলোকে জঙ্গি হামলা বলা যায় না। এ দেশের সিংহ ভাগ সাধারণ মুসলমানদের বিশ্বাস পরিপন্থী যেসব উপায় উপকরণকে কাজে লাগিয়ে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশে লুটপাটের আয়োজন করেছিল সেগুলো এই দেশের সাধারণ মানুষ গুড়িয়ে দিবেই। এসব প্রতিবাদ আর প্রতিরোধকে জঙ্গি হামলা বলে না, ভাইয়া আমার।

আর পাইকারিভাবে মিথ্যাচার যারা করেন আপনিও কি তাদের মত করে মন্দির ভাঙ্গার কথা বলবেন? আপনার কাছ থেকে অন্ততঃ তা আশা করবো না। আসলে এগুলোর কোনো প্রমান নেই। মন্দির যদি এই দেশে কেউ ভেঙ্গে থাকে, সে পতিত স্বৈরাচারের পক্ষের অপশক্তি ছাড়া আর কেউ নয়। ওরাই এদেশের হিন্দু ভাইদের নিয়ে সবসময় ট্রাম কার্ড খেলে এসেছে। এ কথা এখন স্বয়ং হিন্দু সমাজের নেতৃস্থানীয়রাই জনসমক্ষে প্রকাশ করছেন। মিডিয়ায় এমন বহু প্রমান বিদ্যমান। এর বিপরীতে বরং হাসিনা এবং তার দোসররা যাদের জঙ্গি বলে উপহাস করে এসেছেন, পুজা পার্বনে তাদেরকেই মন্দিরের নিরাপত্তা বিধানকল্পে মন্দিরগুলো পাহারা দিতে দেখা গেছে।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- দেশটা এখন জঙ্গীদের দখলে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৬

নতুন নকিব বলেছেন:



বুঝাই যাচ্ছে, ওস্তাদের শোকে মাথা এলোমেলো হয়ে যাওয়ার কারণেই এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

বাস্তবতা হচ্ছে, দেশে এখন জঙ্গি নেই, তাই জঙ্গি হামলাও নেই। জঙ্গি কারিগররা সব দেশে বিদেশে পলাতক।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৪

নিমো বলেছেন: চোরের দেশে যেমন আলাদা করে চোর দেখা যায় না, তেমনি তোর মত সাঈদির রুহানি পুত্রও জঙ্গীস্তানে জঙ্গী দেখতে পাবি না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৫

নতুন নকিব বলেছেন:



তোর মত ইবলিসের বাচ্চার আমার পোস্টে আসার প্রয়োজন নেই। তু্ই নিজে একটা জঙ্গি বলেই দেশকে জঙ্গিস্তান আখ্যায়িত করার ধৃষ্টতা দেখাচ্ছিস। পুনরায় আমার কোনো পোস্টে এলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




নিয়াজ মোরশেদ ওরফে নিমো'র মাথা খারাপ হয়ে গিয়েছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৮

নতুন নকিব বলেছেন:



যেমন কুকুর তেমন মুগুরেরই প্রয়োজন। একটু বেশি মাত্রায় পান করে ফেলেছিল মনে হয়। ধন্যবাদ।

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জঙ্গি নাটক হল হাসিনার ট্রাম্প কার্ড। এই নাটক আর চলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.