নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা

২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৪

সবাইকে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর শুভেচ্ছা

ছবি, অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রিয় সহব্লগারবৃন্দ,

দেখতে দেখতে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ আমাদের দোরগোড়ায়। আনন্দ-বেদনা, উৎসব-চিন্তার মিশেলে এই ঈদ এসেছে আমাদের মাঝে। সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক। এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসুক অনাবিল শান্তি, অফুরান সুখ এবং আত্মার পরিশুদ্ধতা। রমজানের এক মাসের সিয়াম সাধনা, তাকওয়া ও আত্মসংযমের শিক্ষা যেন আমাদের প্রতিদিনের জীবনে বিকশিত হয়—এটাই হোক ঈদের প্রকৃত প্রাপ্তি।

আমাদের এই ব্লগ পরিবার যেন একটি বৃক্ষের মতো, যেখানে প্রতিটি লেখা, মন্তব্য আর শেয়ারকৃত মুহূর্তগুলো পাতার মর্মরের মতো গুঞ্জরিত হয়। আপনাদের সৃজনশীলতা, সহমর্মিতা আর জ্ঞানের আলোয় এই ডিজিটাল জগৎটাকে আমরা একসাথে সমৃদ্ধ করি। ঈদের দিনটিতে প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসার অমিয়ধারা, মুছে যাক সব দুঃখ-বেদনা, নতুন করে দৃঢ় হোক পারস্পারিক মিলনের বন্ধন

কিন্তু এই ঈদের আনন্দে আমরা যেন ভুলে না যাই দুনিয়াজুড়ে দুর্দশাগ্রস্ত মানুষের কথা, বিশেষ করে ফিলিস্তিনের নিরীহ নারী-শিশু-বৃদ্ধদের, যারা যুদ্ধের বিভীষিকায় নিষ্পেষিত। তাদের জন্য আমাদের দোয়া ও সমর্থন অব্যাহত থাকুক। ঈদের প্রকৃত শিক্ষা তো মানবতা ও সংহতি—আসুন, আমরা তাদের কথা স্মরণ করি, তাদের পাশে দাঁড়াই মানবিক দায়িত্ব থেকে।

আপনাদের সবার জন্য রইল অকৃত্রিম দোয়া—স্বাস্থ্য, সুখ ও সাফল্য যেন সঙ্গী হয় আপনার প্রতিটি পদক্ষেপে। ঈদের চাঁদ যেন আপনার জীবনে নিয়ে আসে আশার আলো, পরিবারের মাঝে বয়ে আনে অফুরান আনন্দ

ঈদ মোবারক!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারাক।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:০২

নতুন নকিব বলেছেন:



আন্তরিক মন্তব্যে অনেক অনেক ভালোলাগা, ইফতেখার ভূইয়া ভাই। এবারের ঈদ হোক সকলের জন্য আনন্দময়। রমজানুল মোবারকের প্রকৃত ত্যাগের শিক্ষা বাস্তবায়িত হোক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে। শুভকামনা জানবেন।

২| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১০

সৈয়দ কুতুব বলেছেন: ঈদ তাদের আগের বানানে ফিরে এসেছে। মুবারক ঈদ মুবারক !

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:০৫

নতুন নকিব বলেছেন:



আমি ঠিক জানি না, "ঈদ" কে কেউ ইতোপূর্বে "ইদ" লিখেছিলেন কি না। কেউ লিখলে সেটা সঠিক ছিল না।

আপনাকে আন্তরিক অভিনন্দন। ঈদ মোবারক!

৩| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

চেংগিস খান বলেছেন:



ফিলিস্তিনের জন্য পাকিস্তান ও বাংলাদেশের মানুষ ১৯৪৮ সাল থেকে দোয়া করে যাচ্ছেন; দোয়া বেশ কাজ করেছে। আশাকরি, আপনার দোয়াও কাজ করবে; বিকেলে বিবিসি দেখলে, ফলাফল জানতে পারবেন।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



খোঁচানোর বাজে স্বভাব ছাড়তে না পারলে যত নিকই ধারণ করেন না কেন, চেংগিস মেংগিস কোনো নিকই সামহোয়্যারইন এ টিকবে না। আর এখানের প্রত্যেক ব্লগারের কাছে এটাও খুবই স্পষ্ট যে, জবরদখলকারী খুনী ইসরায়েলের পক্ষাবলম্বনকারী কোনো ইতরের স্থান এই ব্লগ নয়।

৪| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

কামাল১৮ বলেছেন: প্রান ভরে আনন্দ করুন।জীবন আনন্দময়।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:১৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, আমরা তো তা করেই চলেছি। আপনিও করুন। ঈদ মোবারক!

৫| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

Sulaiman hossain বলেছেন: যদি মুসলিম জাতি জিহাদ ছেড়ে দিয়ে নিজেদেরকে ধ্বংস না করত, তাহলে ফিলিস্তিনের মুসলমানরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারত

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:১৯

নতুন নকিব বলেছেন:



ফিলিস্তিনি জনগণের দুর্দশার পেছনে বহু কারণ রয়েছে—আন্তর্জাতিক রাজনীতি, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব, শক্তিশালী রাষ্ট্রগুলোর স্বার্থপর নীতিসহ নানাবিধ বিষয় জড়িত। একে শুধুমাত্র "জিহাদ পরিত্যাগের ফল" হিসেবে দেখলে সমস্যার মূল উপলব্ধি বাধাগ্রস্ত হতে পারে।

ইসলামের শিক্ষা হলো ন্যায়বিচার, মানবিকতা ও সংহতির। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব, কিন্তু তা দোষারোপ বা বিভেদের ভাষায় নয়, বরং বাস্তবসম্মত সমাধান ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। ঈদের আনন্দ শুধু উদযাপন নয়, বরং নিপীড়িতদের সাহায্য করা এবং ন্যায় প্রতিষ্ঠার সংকল্প নিয়েই পূর্ণতা পায়।

আসুন আমরা ফিলিস্তিনি ভাইবোনদের জন্য সাহায্য, সচেতনতা ও ন্যায়ের দাবিতে কার্যকর ভূমিকা রাখি, পাশাপাশি মুসলিম উম্মাহর মধ্যে পারস্পরিক দোষারোপের পরিবর্তে সংহতি ও বুদ্ধিমত্তার সাথে সমস্যা সমাধানের চেষ্টা করি।

৬| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

চেংগিস খান বলেছেন:


@Sulaiman hossain ,

জ্বিহাদ চলছে লেবানন, ইয়েমেন, সিরিয়া, পাকিস্তানে, ফিলিস্তিনে; বাংলাদেশে আপনি শুরু করেন, মানুষের অভাব হবে না।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২৬

নতুন নকিব বলেছেন:



এই মন্তব্য অত্যন্ত আপত্তিজনক, বিভ্রান্তিকর এবং ইসলাম ও মুসলিম উম্মাহর প্রতি বিদ্বেষপূর্ণ একটি প্রোপাগান্ডা মাত্র। জিহাদ সম্পর্কে সুস্পষ্ট অজ্ঞতা এবং ইচ্ছাকৃতভাবে এর অপব্যাখ্যা করা হয়েছে। জিহাদ কখনই নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা বা ধ্বংসযজ্ঞ নয়—বরং এটি আত্মরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের নাম।

১. জিহাদের প্রকৃত অর্থ বিকৃত করা হচ্ছে

জিহাদ শব্দটি আরবি "জাহাদা" থেকে এসেছে, যার অর্থ সংগ্রাম বা প্রচেষ্টা। ইসলামে সর্বোচ্চ স্তরের জিহাদ হলো আত্মশুদ্ধি, ন্যায়ের পক্ষে কথা বলা এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কুরআনে স্পষ্ট বলা হয়েছে:

"যারা ঈমান আনে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা কুফরি করে, তারা তাগুতের (অন্যায় শক্তির) পথে সংগ্রাম করে।" (সূরা আন-নিসা ৪:৭৬)

ফিলিস্তিন, ইয়েমেন বা কাশ্মীরের মুসলমানরা তাদের ভূমি, সম্মান ও জীবন রক্ষার জন্য লড়াই করছে—এটা তাদের বৈধ অধিকার। কিন্তু এই সংগ্রামকে "সবাইকে ধ্বংস করার আহ্বান" বলে চিত্রিত করা চরম অসততা।

২. বাংলাদেশসহ কোনো দেশেই "জিহাদ শুরু করার" অপপ্রচার মিথ্যা

বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, যেখানে ইসলাম সহাবস্থান ও শান্তির শিক্ষা দেয়। এখানে কখনোই "জিহাদ শুরু" করার কোনো আহ্বান নেই, বরং বাংলাদেশের মুসলমানরা দেশের উন্নতি ও শান্তির জন্য কাজ করে। এমন মন্তব্য করে বাংলাদেশের মুসলমানদেরকে হিংস্র হিসেবে উপস্থাপন করা হলো তাদের প্রতি চরম অবিচার।

৩. স্বার্থান্বেষীদের দ্বিমুখী মানদণ্ড

যে ব্যক্তি ইসলাম ও জিহাদকে হেয় প্রতিপন্ন করছে, সে কি ভুলে গেছে যে—

পশ্চিমা শক্তিগুলো ইরাক, আফগানিস্তান, ভিয়েতনামে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে? সেটা কি "জিহাদ" নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস?

ইসরাইল ৭৫ বছর ধরে ফিলিস্তিনিদের গণহত্যা চালাচ্ছে—সেটা কি "আত্মরক্ষা" নাকি স্পষ্ট জাতিগত নির্মূলকরণ?

ভারত কাশ্মীরে নির্যাতন চালালে সেটা "আইনশৃঙ্খলা", কিন্তু কাশ্মীরিরা প্রতিরোধ করলে সেটা "সন্ত্রাস"?

৪. মুসলমানরা শান্তি চায়, কিন্তু ন্যায়বিচারও চায়

ইসলাম শান্তির ধর্ম, কিন্তু এটি দাসত্ব ও জুলুম মেনে নেয় না। ফিলিস্তিন, ইয়েমেন বা রোহিঙ্গাদের রক্ষার লড়াইকে "সন্ত্রাস" বলে চালিয়ে দেয়ার চেষ্টা মূলত নিপীড়কদের অপপ্রচার।

প্রতিবাদ ও চূড়ান্ত জবাব:

যারা জিহাদকে ভুলভাবে উপস্থাপন করে মুসলমানদেরকে হিংস্র প্রমাণ করতে চায়, তারা ইতিহাস ও বাস্তবতা দুটোই অস্বীকার করে। মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি নিপীড়িত জনগোষ্ঠী—আমরা শান্তি চাই, কিন্তু মাথা নত করবো না।

"তোমাদের প্রতি শত্রুতা যেন কখনো তোমাদেরকে ইনসাফ না করতে দেয়। ইনসাফ করো, তা পুণ্যের নিকটতম।" (সূরা আল-মায়িদা ৫:৮)

যারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিষোদগার করে, তাদের উদ্দেশ্যে বলছি—সত্যকে মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা বৃথা। ইসলাম টিকে আছে এবং থাকবে, কারণ এটি ন্যায় ও মানবতার ধর্ম।

৭| ২৯ শে মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: ভাই আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:২৮

নতুন নকিব বলেছেন:



জ্বি, আপনাকেও আন্তরিক মোবারকবাদ, ভাই। ঈদ মোবারক। আপনার সময়গুলো অনেক সুন্দর হোক - এই প্রার্থনা করি।

৮| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: আপনাকে জানাই ইদ মোবনারক।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৪৯

নতুন নকিব বলেছেন:



আপনাকেও ঈদ মোবারক। ভালো এবং সুস্থ থাকার প্রার্থনা আপনার জন্যও।

৯| ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ৩ নং মন্তব্যকারীর উত্তরে আপনি বলেছেন- খোঁচানোর বাজে স্বভাব ছাড়তে না পারলে যত নিকই ধারণ করেন না কেন, চেংগিস মেংগিস কোনো নিকই সামহোয়্যারইন এ টিকবে না। আর এখানের প্রত্যেক ব্লগারের কাছে এটাও খুবই স্পষ্ট যে, জবরদখলকারী খুনী ইসরায়েলের পক্ষাবলম্বনকারী কোনো ইতরের স্থান এই ব্লগ নয়।

উনার মন্তব্য ভালো করে পড়ুন। উনি কোনো খোচানো কথা বলেন নাই। উনার কথায় লজিক আছে। আপনিই তার মন্তব্যের সঠিক উত্তর না দিতে পেরে রেগে গেছেন।

৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৫৬

নতুন নকিব বলেছেন:



উনার মন্তব্য ভালো করে পড়ুন। উনি কোনো খোচানো কথা বলেন নাই। উনার কথায় লজিক আছে। আপনিই তার মন্তব্যের সঠিক উত্তর না দিতে পেরে রেগে গেছেন।

-জ্বি, আপনাকে ধন্যবাদ। রেগে যাওয়ার কিছু নেই। আমি উনার মন্তব্য পড়েছি। মন্তব্যটা কয়েকবার পড়ার পরেই উত্তর দিয়েছি। উনি মুসলমানদের আল্লাহর কাছে দোয়া করার বিষয়টি নিয়ে হাসি ঠাট্টা, তুচ্ছ তাচ্ছিল্য ও বিদ্রুপ করেছেন। উনি অধিকাংশ সময় অন্যদের বিশ্বাসে আঘাত করে যা যা করে থাকেন, উনার অভ্যাসগত এবং স্বভাবগত সেই একই কাজ এখানেও করেছেন।

১০| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৩১

অপ্‌সরা বলেছেন: ঈদ মুবারাক!

৩০ শে মার্চ, ২০২৫ রাত ১১:১৫

নতুন নকিব বলেছেন:



ঈদ মুবারক! আনন্দময় হোক এবারের ঈদ। ঈদের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.