নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

নাহ, বেআদবটা আর মানুষ হলো না

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৬

নাহ, বেআদবটা আর মানুষ হলো না

নাহ, বেআদবটা আর মানুষ হলো না।
এত অনুরোধ, এত মিনতি, এত অশ্রু-ঝরা আর্জি—
একটাও কাজে এল না, সবই বাতাসে মিলিয়ে গেল।
ও রয়ে গেল সে আগের মতোই—
অপরিবর্তিত, উদ্ধত, নির্লজ্জ,
যেন পাথরের মূর্তি, যার ভিতরে কোনো হৃদয় নেই,
শুধু মরিচা ধরা অহংকারের ছড়াছড়ি।
বজ্জাত তো বজ্জাতই,
ইতরও কম নয় একচুল,
ছোটলোকের সংজ্ঞা যদি কেউ খোঁজে,
তবে ওর মুখটাই যথেষ্ট প্রমাণ—
বেহায়াপনার ও যেন জীবন্ত অভিধান,
যেখানে লজ্জা শব্দটির অস্তিত্ব নেই
সেজন্যই নির্লজ্জতায় ও প্রবাদতুল্য

হয়তো বাবার থেকে নয়,
ওর আগমন অন্য কোনো পথে—
কে জানে, কোনো অসচ্চরিত্র মায়ের
অপর পুরুষের অবৈধ ছায়া হয়ে,
যৌনতার কাদায় ডুবে, পাপের বীজ বপন করে
ও এই পৃথিবীতে এসেছে কি না!
এতবার নিষেধ, এতবার ডিলিট, এত এত অভিশাপ—
তবুও কোনো ফল হলো না,
ওর আচরণে রয়ে গেল সেই পুরোনো জংলিপনা,
অসভ্যতা যেন ওর জন্মগত স্বভাব,
রক্তে মিশে আছে বেশুমার বদমায়েশি
অসভ্য কি কোনোদিন ভদ্র হয়?
বদমাশ কি চরিত্র বদলায়, নাকি ধোঁকা দিয়ে ফিরে আসে?
অমানুষ কি ফিরে পায় মানুষের চেহারা?

নাহ, বেআদবটা আর মানুষ হলো না—
হবার কথাও না, কারণ স্বভাবের শেকড়
যুগযুগান্ত ধরে প্রোথিত গভীরে,
যেমন সাপের বিষদাঁত—
যা ছেঁটে ফেললেও বিষ থামে না।
মানুষের জন্ম যেমন কর্মফলের ছায়া,
তেমনি এই কালিমদ্দি সমাজের জন্য,
আমাদের জন্য এক জীবন্ত ভজঘট—
মৃত্যুর আগ পর্যন্ত ও হয়তো জ্বালাতন করবেই।
সংস্কার কি কখনো অসভ্যতাকে জয় করে?
করতে পারে? করে দিয়েছে কখনো?
নাকি, এই অসভ্যতাই প্রকৃতির এক নিয়ম?
যেখানে কালিমদ্দিরা কেবল
বিনোদন দিয়েই যাবে আমাদের?
যদি মানুষ হওয়াকে সভ্যতার যাত্রা ধরা হয়,
তবে বুঝে নিতে হবে, কালিমদ্দি থেমে গেছে
অন্ধকারের এক গভীর গুহায়—
তার এই থেমে যাওয়া কি চিরকালের জন্য?
না কি, কোনো অলৌকিক দিনে
ও ফিরবে আবারও মানুষের কাতারে?

বিঃ দ্রঃ ইহা আমাদের পুবপাড়ার কুখ্যাত ল্যাংড়া আবুইল্যার বাপ কালিমদ্দি ডাকু-র অসংখ্য গুণের সামান্য ফিরিস্তি বর্ণনার চেষ্টা মাত্র। ইহাকে অন্য কিছুর সঙ্গে তুলনা করা নিছকই বোকামি, কারণ ও একাই একটা দর্শন, অসভ্যতা আর অমানবতার জীবন্ত প্রতিমূর্তি।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৫

সৈয়দ কুতুব বলেছেন: হা হা! =p~

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



কবিতাটা পড়ে আপনি হাসছেন? আমার কিন্তু কান্না করতে ইচ্ছে হচ্ছে। :)

সেদিন দেখলাম, একজন আপনাকে বলেছেন, আপনার অন্তরে না কি পাকিস্তানের জাতীয় সঙ্গীত! অথচ আমার কাছে তো মনে হয়, আপনি একজন নির্ভেজাল এবং সহজ সরল ভালো মানুষ।

ধন্যবাদ।

২| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৪৬

বাজ ৩ বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম। কৃতজ্ঞতা জানবেন।

৩| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বজ্জাত একটা

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ৯:৫৭

নতুন নকিব বলেছেন:



আসলেই সেই লেভেলের বজ্জাত। পুরো পাড়ায় গিট্টু লাগিয়ে রাখে। পাড়া ধ্বংসের কারিগর। কোনো কিছুতেই ওর পরিবর্তন নেই। মহা হারামখোর।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ফরিদ ভাই।

৪| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: মানুষ হোণ।
আপনার চুলকানি রোগ হয়েছে।
আপনি লাইনে নাই। বেলাইন থেকে লাইনে আসুন।

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



চ্যাতেন ক্যারে? কালিমদ্দি ডাকু আপনার বাপ লাগে???

৫| ২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: কেউ আমাকে পাকি ডাকলেই আমি পাখি হয়ে যাবো না । এই কাজটা করে থাকে আমাদের নুর সাহেব। তিনি আপা শোক ভুলতে পারেন না । শেখ হাসিনা কেনদে দিতেন উনার এমন fan সামুতে আছে জানলে । :)

২৮ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৪৮

নতুন নকিব বলেছেন:



কেউ বললেই আপনি সেটা হয়ে যাবেন না, এই কথা ঠিক কিন্তু তারপরও মানুষকে অনর্থক ট্যাগ দেওয়া কি উচিত?

শেখ হাসিনার কান্না করার সময় নেই। উনি রাষ্ট্র্রীয় আতিথেয়তায় মহা আনন্দে আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.