| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন নকিব
যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।
অজিত দোভালের মুখে "অদক্ষ শাসনের কারণে সরকার পরিবর্তন", এ যেন ভূতের মুখে রাম নাম, আরেকটি ভণ্ডামি
অজিত দোভালের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহিত।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি বলেছেন, “অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন হয়েছে।” এই বক্তব্য শুনে মনে হয়, এ যেন ভূতের মুখে রাম নাম। কারণ, দক্ষিণ এশিয়ার বাস্তবতায় ভারতই সেই দেশ, যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনীতিতে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করে। গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরশাসন টিকিয়ে রাখার পেছনে ভারতের ভূমিকা সবসময়ই গভীর। তাই দোভালের মুখে এমন কথা নিছক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।
ভারতের ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট
বাংলাদেশে শেখ হাসিনার ১৬ বছরের একচ্ছত্র শাসন, বিরোধী দমন, মানবাধিকার লঙ্ঘন, ভুয়া নির্বাচন ইত্যাদি সবকিছুর পেছনে ভারতের প্রত্যক্ষ সমর্থন ছিল। ২০০৮ সালের নির্বাচন থেকেই RAW ও নীতিনির্ধারক মহল “আঞ্চলিক স্থিতিশীলতা”র নামে হাসিনা সরকারকে সমর্থন দিয়ে এসেছে। অজিত দোভাল নিজে RAW-এর সাবেক কর্মকর্তা, যিনি প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা রেখেছেন। এর ফল, বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ সিদ্ধান্তে বিদেশি প্রভাবের দখল।
“অদক্ষ শাসন” নাকি “নির্দেশিত রাজনীতি”?
দোভাল যেন নিজেকে দক্ষিণ এশিয়ার নৈতিক অভিভাবক ভাবেন। কিন্তু যে সরকার ১৬ বছর ধরে ভোটাধিকার কেড়ে নিয়ে, হাজার মানুষকে গুম-খুন করেছে, ভারতের স্বার্থে সীমান্ত, পানি ও বাণিজ্যে ছাড় দিয়েছে, তার পতনকে “অদক্ষ শাসন” বলা আসলে ভারতীয় কৌশল ব্যর্থতার আড়াল। বাংলাদেশের জনগণ ভারতের ছায়ায় দাঁড়ানো সেই শাসনব্যবস্থাকে ইতিহাসের বর্জ্যস্তূপে ফেলে দিয়েছে।
ভারতের আসল মনোভাব
ভারত প্রতিবেশী দেশগুলোকে সহযোগী নয়, বরং “কৌশলগত প্রভাববলয়” হিসেবে দেখে। তাদের চোখে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা স্বাধীন রাষ্ট্র নয় বরং নিরাপত্তা বলয়। তাই তারা জনগণের ইচ্ছা নয়, ভারতঘেঁষা সরকার টিকিয়ে রাখতে আগ্রহী। যখন সেই সরকার ভেঙে পড়ে, তখন “অদক্ষ শাসন” বলে দোষ চাপায়।
অন্তর্নিহিত ভয়
বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর ভারতের পরিকল্পনা ভেস্তে গেছে। এই পরিবর্তনের ধারা যদি অন্য প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়ে, ভারতের প্রভাব কমে যাবে, এই আশঙ্কাই দোভালের মন্তব্যের মূল কারণ। তাই এটি আসলে আত্মরক্ষার কূটনৈতিক নাটক।
শেষ কথা
অজিত দোভালেরা কখনও প্রতিবেশী দেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আন্তরিক ছিলেন না। তারা চান এমন সরকার, যেটি ভারতের স্বার্থ রক্ষা করবে, অন্যান্য নিজ দেশের জনগণের নয়। তাই “অদক্ষ শাসনের কারণে সরকার পরিবর্তন” মন্তব্যটি নিছক আরেকটি ভণ্ডামি। আজকের বাস্তবতা প্রমাণ করেছে, বিদেশি মদদ নয়, জনগণের শক্তিই পরিবর্তনের আসল চালিকাশক্তি। ইতিহাসের আদালতে দোভালদের মুখোশ অবশেষে খুলেই গেছে।
সংবাদ সূত্র: অদক্ষ শাসনের কারণেই বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তন: অজিত দোভাল
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৫
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ, ফ্যাসিবাদের দোসরদের এই পোস্টে স্বাগত।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৯
নতুন নকিব বলেছেন:
ভারতের দালালদেরও।
২|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩০
নতুন বলেছেন: রাজীব নুর বলেছেন: গার্বেজ পোষ্ট।
রানু ভাই আপনি বলতে চাইছেন যে শেখ হাসিনা অদক্ষ শাসক ছিলেন সেটা উনি ঠিক বলেছেন?
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৮
নতুন নকিব বলেছেন:
হাসিনার পলায়নের পর থেকে চাঁদগাজী আর রাজীব নুরের মাথা ঠিক নেই। দুজনই আবোল তাবোল বকেন। আপনার এই প্রশ্নেরও সঠিক উত্তর পাবেন বলে মনে করি না।
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩
নতুন নকিব বলেছেন:
সত্য হজম করা কঠিন। তাই হয়তো উত্তর দিবে না। দিলেও ঘুরিয়ে পেচিয়ে নয় ছয় উনিশ বুঝাতে পারে।
৩|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৪
ভুয়া মফিজ বলেছেন: ''ফাউস্টিয়ান প্যাক্ট'' বলে একটা কথা আছে, যার মানে হইলো পার্থিব স্বল্পকালীন সফলতা আর ক্ষমতার বিনিময়ে নৈতিক শুদ্ধতাকে বিক্রি করে দেয়া। হাসিনা হইলো সেই মহিলা যে পার্থিব লোভে শয়তানের কাছে (অন্য কথায় লুসিফারের কাছে, তথা মোদির কাছে) আত্মসমর্পন করছিলো।
শয়তানের চেলা-চামুন্ডারা এখন যতোই ঘুরায়ে প্যাচায়ে হাসিনাকে 'অদক্ষ শাসক' বলার চেষ্টা করুক না কেন, আসল সত্যটা এখন বাংলাদেশের সবাই জানে; অবশ্যই গুটিকতক এদেশীয় দালাল বাদে!!!! ![]()
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫
নতুন নকিব বলেছেন:
অশেষ ধন্যবাদ ভুয়া মফিজ ভাই! আপনার তীক্ষ্ণ বিশ্লেষণ আর ফাউস্টিয়ান প্যাক্টের সাথে হাসিনার তুলনা সত্যিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো আসল চিত্রটা।
লুসিফারের চেলা-চামুন্ডাদের প্যাঁচাল প্যাঁচালি আর কতকাল চলবে? লুকোচুরি করে লাভ নেই, বাংলাদেশের মানুষ এখন সব জানে!
আপনি ভালো জিনিষ শেয়ার করেছেন। আচ্ছা, “ফাউস্টিয়ান প্যাক্ট” (Faustian Pact) বা “ফাউস্টিয়ান চুক্তি” বলতে কি সাহিত্যিক-দার্শনিক ধারণা, যা মূলত জোহান ভল্ফগাং ফন গ্যোয়েথের (Johann Wolfgang von Goethe) বিখ্যাত নাটক ফাউস্ট (Faust, ১৮০৮ ও ১৮৩২) থেকে উদ্ভূত, সেটাকেই বুঝিয়েছেন? যার শিকড় আরও পুরনো, জার্মান লোককাহিনী, খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং মধ্যযুগীয় জাদুবিদ্যার গল্পেও বিদ্যমান?
৪|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মনে হয় অজিত বলতে চেয়েছে আরো কঠোরভাবে জামাত এবং বিএনপিকে দমন করতে হতো তাহলে কেউ আন্দোলনের সুযোগ পেতোনা।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪০
নতুন নকিব বলেছেন:
তা আর বলতে! ওরা তো সেটাই চাচ্ছিল। পুরো বাংলাদেশ শেষ করেও তাদের শেষ আশা ছিল, হাসিনার অবৈধ প্রশাসনকে টিকিয়ে রাখা। কিন্তু শেষ পর্যন্তু তাদের অবৈধ সম্পর্ক আর লুকোচুরির খেলা টিকতে পারেনি। ছাত্র-জনতার বিপ্লরে ভেসে গেছে সব। শয়তানের গোপন চুক্তি মুক্তি সব ভেঙে চূরমার হয়ে গেছে।
অনেক অনেক ধন্যবাদ।
৫|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৭
জেনারেশন একাত্তর বলেছেন:
ইন্দিরা, অজিত দোভাল, মোদী, মমতারা মিলে ভারতকে বিশ্বের "৪র্থ অর্থনীতি" করেছে; জিয়া, এরশাদ, বেগম জিয়া ও হাসিনা মিলে বাংলাদেশকে "ফেইলড দেশে" পরিণত করেছে; এবার মৌলবাদীরা বাংলাদেশের নাম "জংগী রাষ্ট্র"এর লিষ্টে নিয়েছে।
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
নতুন নকিব বলেছেন:
আপনি কী ছিঁড়ছেন?
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৮
নতুন নকিব বলেছেন:
আপনি তো লুকিয়ে মুকিয়ে ব্লগিং করে বেড়াচ্ছেন!!!
৬|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৬
ঊণকৌটী বলেছেন: আসলেই একটা a-z গাধার জাতি, ভারত কে নিয়ে এতো চুলকানি কিন্তু কেউ কি বলতে পারেন ভারত কি কি ভাবে বাংলাদেশের কি দখল নিয়েছে? একটা প্রমাণ নিয়ে আলোচনা করেন না বরঞ্চ ভারত যদি মনে করে বাংলাদেশের সাথে পাকিস্তানের মতো বাণিজ্য করবে না তো তখন সত্যি টা বুঝতে পারবেন |
৭|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১৯
ঊণকৌটী বলেছেন: হয়তোবা বলবেন পয়সা দিয়ে খাই, বাণিজ্য বন্ধ করে দিলে পয়সা দিয়া না মানুষ মানুষকে মেরে খাবে
৮|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:২০
ঊণকৌটী বলেছেন: আসছে সে দিন sir তে কয়েক কোটি বাংলাদেশী ফিরে আসছে সেইটাও মাথায় রাইখেন
৯|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৯
জেনারেশন একাত্তর বলেছেন:
@উনকোটী,
বাংলাদেশে কেহ ফেরত আসতে চাইবে না; ২/১ কোটী পালিয়ে যাবে জংগীবাদ থেকে।
১০|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৫১
জেনারেশন একাত্তর বলেছেন:
লেখক বলেছেন, আপনি কী ছিঁড়ছেন?
-১৯৭১ সালের আমরা ৬ কোটী, আপনাদের ( আপনারা দেড় কোটী ছিলেন ) বাবা ইয়াহিয়াকে তাড়ায়েছি।
১১|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:২৯
জেনারেশন একাত্তর বলেছেন:
"বোকা হারাম"কে ঠান্ডা করার জন্য নাইজেরিয়া যাচ্ছে আমেরিকান সৈন্য; বাংলাদেশ আসবে আপার খোঁজার জন্য
১২|
০২ রা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
টাইপো:
"বোকা হারাম"কে ঠান্ডা করার জন্য নাইজেরিয়া যাচ্ছে আমেরিকান সৈন্য; বাংলাদেশ আসবে *আপনাকে খোঁজার জন্য
১৩|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
নতুন বলেছেন: আপনি ভালো জিনিষ শেয়ার করেছেন। আচ্ছা, “ফাউস্টিয়ান প্যাক্ট” (Faustian Pact) বা “ফাউস্টিয়ান চুক্তি” বলতে কি সাহিত্যিক-দার্শনিক ধারণা, যা মূলত জোহান ভল্ফগাং ফন গ্যোয়েথের (Johann Wolfgang von Goethe) বিখ্যাত নাটক ফাউস্ট (Faust, ১৮০৮ ও ১৮৩২) থেকে উদ্ভূত, সেটাকেই বুঝিয়েছেন? যার শিকড় আরও পুরনো, জার্মান লোককাহিনী, খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং মধ্যযুগীয় জাদুবিদ্যার গল্পেও বিদ্যমান?
ক্রিস্টফার মার্লোর এর Doctor Faustus- এ নায়ক ড: আত্না বিক্রি করে দুনিয়ার ক্ষমতার বিনিময়ে।
১৪|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৬
মাথা পাগলা বলেছেন: ঊণকৌটী বলেছেন: আসছে সে দিন sir তে কয়েক কোটি বাংলাদেশী ফিরে আসছে সেইটাও মাথায় রাইখেন
আসামের NRC আর ভারতে SIR এর পর ভারত থেকে কতোজন বাংলাদেশে এসেছে - জানেন কিছু?
১৫|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
মাথা পাগলা বলেছেন: ঊণকৌটী বলেছেন: আসছে সে দিন sir তে কয়েক কোটি বাংলাদেশী ফিরে আসছে সেইটাও মাথায় রাইখেন
আসামের NRC আর বিহারে* SIR এর পর ভারত থেকে কতোজন বাংলাদেশে এসেছে - জানেন কিছু?
১৬|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
মাথা পাগলা বলেছেন: লেখক বলেছেন: আপনি ভালো জিনিষ শেয়ার করেছেন। আচ্ছা, “ফাউস্টিয়ান প্যাক্ট” (Faustian Pact) বা “ফাউস্টিয়ান চুক্তি” বলতে কি সাহিত্যিক-দার্শনিক ধারণা, যা মূলত জোহান ভল্ফগাং ফন গ্যোয়েথের (Johann Wolfgang von Goethe) বিখ্যাত নাটক ফাউস্ট (Faust, ১৮০৮ ও ১৮৩২) থেকে উদ্ভূত, সেটাকেই বুঝিয়েছেন? যার শিকড় আরও পুরনো, জার্মান লোককাহিনী, খ্রিস্টান ধর্মতত্ত্ব এবং মধ্যযুগীয় জাদুবিদ্যার গল্পেও বিদ্যমান?
কোন কিছু না পড়ে, না জেনে CHATGPT রে জিগাইয়া, অল্প জাইনা তারপর এখানে সেগুলা বমি করে দেয়াটা আসলে জ্ঞানের না, অজ্ঞতার প্রকাশ।
১৭|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৮
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে গার্বেজ লোড করে কি এতেকাফে গেলেন?
১৮|
০২ রা নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
ঊণকৌটী বলেছেন: Click This Link
১৯|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:৪২
ঊণকৌটী বলেছেন: শেখ হাসিনা আর একটা গাধা, বলেছিল ভারত কে যা দিয়েছি ভারত তা ভুলবে না, প্রশ্ন টা হল কি দিয়েছে ভারত কে ? সীমান্তে সন্ত্রাস, মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন, ভারত বিরোধী গোষ্ঠী কে মাথা তুলতে দেয়নি বিনিময়ে ভারত তার এগিয়ে যাবার যাত্রাপথে বাংলাদেশ কে সফরসঙ্গী করেছিলো,রেল পথে উন্নয়ন ব্রডগেজ লাইনের উন্নয়ন,স্থল পথে আসিয়ান দেশ গুলির সাথে বাণিজ্যর সুযোগ ,নর্থ ইস্ট ও পূর্ব ভারতের বাজার ,কলকাতা বন্দর ব্যবহার করে বিদেশে export | আজকের উন্নত ভারতের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যেতো কিন্তু বড় বড় কথা আর প্রকৃত সত্য কথা না বলার জন্যই আজকে তার এই পরিণতি |সবচেয়ে বড় কথা আমরাও জানতে চাই বাংলাদেশ কি এমন ভারত কে দিয়েছিলো যা সবাই বলে ভারত বাংলাদেশ দখল করে নিতে চেয়ে ছিল | আরে ভারতের কি মাথা খারাপ যে একটা উগ্র মৌলবাদী অশিক্ষিত চোর ডাকাতের দেশকে দখল করে নিজের পায়ে নিজে কুরাল মারবে |
২০|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৪
ভুয়া মফিজ বলেছেন: ফাউস্টিয়ান প্যাক্ট নিয়ে আপনি যেটা বলেছেন, ঠিক আছে। তবে সংক্ষেপে ব্লগার নতুন বিষয়টা তুলে ধরেছে।
একটা ইতর-জাতীয় ভারতীয় অর্ধ-শিক্ষিত আবাল দেখলাম বাংলাদেশীদেরকে ''গাধার জাতি'' বলছে। বেশ ভালো। পশ্চিমা দুনিয়াতে ভারতীয়দের ইমেজ এখন চোর, রেপিস্ট আর মাঠে-ঘাটে হাগা জাতি হিসাবে প্রতিষ্ঠিত। সেই জাতির একজন প্রতিনিধির কাছ থেকে এমন সার্টিফিকেট পেয়ে আমার অবস্থা হয়েছে ''হাহাচেথেপগে'' ধরনের!!!
যেই জাতির ১৬২ মিলিয়নের উপর মানুষ রাস্তা ঘাটে হাগে (মূল রিপোর্টঃ Prevalence and burden of no-toilet households in India: an analysis of 261,746 households in 36 states/Union Territories in 2022–2023) , বিভিন্ন দেশে ফ্লাই টিপিং আর অসভ্যতা করে view this link , সুপার স্টোরে চুরি করতে গিয়ে ধরা পড়ে view this link, তাদের কাছ থেকে এমন সার্টিফিকেট আসলেই বেশ কৌতুহল উদ্দীপক!!!
Keep it up fellow Indians!!! আমরা আপনাদের নিয়ে আসলেই গর্বিত!!!! ![]()
২১|
০২ রা নভেম্বর, ২০২৫ রাত ১১:১৮
ঊণকৌটী বলেছেন: শুধুমাত্র গাধা না চোর ডাকাত এর জন্ম ভূমি অস্বীকার করতে পারবেন ? আর গাধা না হলে সাম্প্রদায়িক ভাবে না দেখলে ভারতের বাংলাদেশ দখল এর একটা দৃষ্টান্ত দেখান, আর একটা কথা ভারত পৃথিবীর চতুর্থ জিডিপি এর দেশ, 140 কোটির দেশের 50 কোটি জনসংখ্যা ধনী যা আমেরিকার ও নাই, 140 কোটি লোকের দেশে সব পাওয়া যায় আপনাদের মতো বিদেশ থেকে আমদানী করতে হয়না, ভারত রপ্তানী অথবা সম্পূর্ন ভাবে চোরা চালান বন্ধ করে দিলে দেশের কি অবস্থা হবে একটু চোখ বন্ধ করে ভাবুন |
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৫ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: গার্বেজ পোষ্ট।