নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস গড়লেন মামদানি!

০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

ইতিহাস গড়লেন মামদানি!

জোহরান মামদানি, ছবি সংগৃহীত।

নিউইয়র্ক নগরের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে জোহরান মামদানি আমাদের সবার জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই লড়াকু নেতা শুধু ইতিহাসেই নয়, নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎসও।

জোহরান, আপনার এই বিজয় আমাদের দেখিয়ে দিলো যে অধ্যবসায়, সংকল্প ও সততা দিয়ে বড় লক্ষ্য অর্জন সম্ভব। মা–বাবা ও স্ত্রীর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা এই জয়ের আবেগকে আরও অনন্য করে তুলেছে।

আপনার এখন উচিত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও গভীরভাবে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানানো। কারণ, তার লাগাতার নির্বুদ্ধিতাপূর্ণ উগ্র আচরণ আপনার বিজয়ের পথকে প্রশস্ত করেছে।

উষ্ণ অভিনন্দন, মেয়র জোহরান মামদানি! নিউইয়র্কের নতুন ইতিহাসের শুভ সূচনা হোক আপনার নেতৃত্বে।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:২৩

মেঘনা বলেছেন: নিউইয়র্কবাসী কিন্তু মামদানি কে মুসলিম হিসেবে ভোট দেয় নাই। মামদামি নিজেও সেটা জানে। তাই মুসলিম হিসেবে আপনার এই গর্ব/বেহায়াপনা মামদানি কে স্পর্শ করবে না।

০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



ও আচ্ছা, ইহা তো আমার মাথায়ই ছিল না যে, মামদানি এত দিন নিজের মুসলিম পরিচয় লুকিয়ে নির্বাচন করেছিলেন!!! ধন্যবাদ গুরুত্বপূর্ণ কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য!!!

বিঃ দ্রঃ ভদ্রভাবে কমেন্ট করার অভ্যাস না থাকলে সেচ্ছায় কেটে পড়তে পারেন। এখানে বেহায়াপনার কী দেখলেন? বেহায়াপনা কাকে বলে, সেটা বোঝেন???

২| ০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৭

মাথা পাগলা বলেছেন: মামদানি মেয়র হওয়াতে আপনার খুশি হবার কারন নাই, কারন সে আপনার মতো সমগ্র বিশ্বে ইসলাম শাসন কায়েমের স্বপ্ন দেখে না।

০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬

নতুন নকিব বলেছেন:



আমার খুশি হওয়ার দরকার আছে কি নেই, সেটা আপনার ডিসাইড করার কথা নহে। আপনি বেজার সেটা বলতেই পারেন। তাতেও কারও বাধা হয়ে দাঁড়ানো উচিত নহে।

৩| ০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:১০

আমি নই বলেছেন: টুইটারে মামদানি বিরোধিদের কান্না দেখলাম, ব্লগেও দেখি এরা আছে।

মেঘনা বলেছেন: নিউইয়র্কবাসী কিন্তু মামদানি কে মুসলিম হিসেবে ভোট দেয় নাই। মামদামি নিজেও সেটা জানে। তাই মুসলিম হিসেবে আপনার এই গর্ব/বেহায়াপনা মামদানি কে স্পর্শ করবে না।

কিন্তু মামদানি বিরোধিরা (ট্রাম্প/মাস্ক/ইসরাইলি লবি) তাকে মুসলিম হিসেবেই হ্যানস্তা করেছে। নিউইয়র্কবাসীদের নিয়ে তার সলিড পরিকল্পনার বিকল্প পুরো ট্রাম্প প্রশাসন, ইসরাইলি লবি মিলেও করতে পারেনি, তাই তার ধর্মকে সামনে এনেই সকল আক্রমন হয়েছে। এমনকি ট্রাম্প নিজের দলের প্রার্থির বদলে এন্ড়্র কুমোকে সমর্থন দিয়েছে, তারা ইসলামোফোবিয়ার চরম মাত্রার ব্যবহার করেছে, এখনো করছে। মামদানি মুসলিম হিসেবে জেতেনি, কিন্তু হারলে মুসলিম হওয়ার কারনেই হারত। সুতরাং গর্ব করা জেতেই পারে।

০৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩০

নতুন নকিব বলেছেন:



অসাধারণ প্রজ্ঞাপূর্ণ মন্তব্যটির জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

সত্যিই Zohran Mamdani কে শুধু মুসলিমই নহে, জিহাদির তকমা পর্যন্ত দেওয়া হয়েছে। তার গোটা নির্বাচনী প্রচার জুড়েই তাকে সহ্য করে আসতে হয়েছে এইসব বাধার প্রাচীর। কিন্তু তিনি তার মুসলিম পরিচয়কে লুকোননি। একইসাথে, নীতি ও জনস্বার্থের রাজনীতি করেই নিউইয়র্কবাসীর আস্থা অর্জন করেছেন। কিন্তু যখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র বা ঘৃণার প্রচার চলে, তখন সেটি “ধর্মীয় পরিচয়” ঘিরেই হয়েছে, এটাই পশ্চিমা রাজনীতির এক নির্মম বাস্তবতা। একেবারেই সত্য, তিনি মুসলিম পরিচয়ের কারণে জয় পাননি, কিন্তু যদি হারতেন, তবে সেই পরিচয়কেই তার পতনের কারণ বানানো হতো।

তাই একজন সচেতন নাগরিক হিসেবে, মুসলিম হিসেবে, কিংবা মানবতাবাদী হিসেবে, এই বিজয়ে গর্ব করার যথেষ্ট কারণ আছে। এটা কেবল একজন প্রার্থীর জয় নয়, বরং মিথ্যার বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে মানবিক ও ন্যায়ের রাজনীতির জয়।

শুভকামনা জানবেন।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:১২

জেনারেশন একাত্তর বলেছেন:



তৈয়বে লস্করও আপনার ভাই, নিজামীও ভাই ছিলো, মামাদানীও ভাই; আপনার ভাইয়েরা কতটুকু কি করছেন, সেটা দেখেন।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



বরাবরের মতোই গার্বেজ!

নামটা লস্কর ই তৈয়বা হবে সম্ভবত।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

জেনারেশন একাত্তর বলেছেন:


ডেমোক্রেট রাজ্যের, মেজোরিটি ডেমোক্রেট শহরে, ২ অসৎ ও বেকুব ডেমোক্রেটকে পরাজিত করেছে আপাতত। বাকীটুকু দেখার বিষয়।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনার পেয়ারের ট্রাম্প এখন থেকে আকাশ ভরা তারা গুনতেই থাকবেন। প্রতিটি নির্বাচনে তার এবং তার সাঙ্গপাঙ্গদের অধঃপতন নিশ্চিত। এ জন্য তার উগ্রবাদিতাই দায়ী। সমস্যা নেই, আপনিও একই লাইনের লোক।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি উনাকে যে ধরনের মুসলিম ভেবে আনন্দ লাভ করছেন তিনি সেই ধরনের মুসলিম নন‌।

এক কথায় বলতে পারেন আপনি বোতল খাওয়া মুসলিম।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৫৮

নতুন নকিব বলেছেন:



আপনার সাথে মিল আছে?

৭| ০৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

গোবিন্দলগোবেচারা বলেছেন: @গোলু রাজাকার- নতুন মেয়র যদি নিউইয়র্কের গার্বেজ ব্যবস্থাপনা ঢেলে সাজান, তাহলে আপনি কোথা থেকে গার্বেজ সংগ্রহ করবেন , কি খাবেন? রোজগারের বিকল্প চিন্তাভাবনা শুরু করেন। মসজিদ মন্দিরের সামনে থেকে জুতা চপ্পল চুরির কথা চিন্তা করে দেখতে পারেন, আপনার চিন্তাভাবনার সঙ্গে ঔটা বেশ যায়।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৬

নতুন নকিব বলেছেন:



উত্তম পরামর্শ তার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭

আমি নই বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি উনাকে যে ধরনের মুসলিম ভেবে আনন্দ লাভ করছেন তিনি সেই ধরনের মুসলিম নন‌।

উনি যে ধরনের মুসলিমই হন না কেন আমেরিকার প্রেসিডেন্ট, ধনকুবের, ইসরাইলী লবি সবাই মিলে তার মুসলিম পরিচয়টাকে সামনে এনেই হেনস্তা করেছিল বা এখনো করছে। তাকে কেন ভোট দেয়া যাবেনা তার সবচাইতে বড় কারন হিসেবে তারা বলেছিল সে মুসলিম, সে ইসরাইল বিরোধী। এমকি মামদানি বিজয়ী হলে বাজেট আটকে দেয়ার হুমকিও ট্রাম্প দিয়ে রেখেছেন। এত চাপের মুখেও সে বিজয়ী হয়েছে, তো যেই মুসলিম পরিচয়ের কারনে এত বিরোধিতা, সেই মুসলিম পরিচয়টাকেই সামনে এনে অভিনন্দন জানালে আপনাদের এত কেন সমস্যা হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে না।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৩

নতুন নকিব বলেছেন:



মামদানি মুসলিম, এটাই উহাদের মূল সমস্যা। একজন মুসলিম, তাও আবার অভিবাসী। নিউইয়র্কের মত সিটির মেয়র। এত বড় আঘাত হজম করা কি চাট্টিখানি কথা? এই ধরণের অঘটন(!) কি সচরাচর দেখা যায়? এই বিরল বিস্ময়কর ঘটনায় চ্যালা চামুন্ডা তো বটেই, স্বয়ং ট্রাম্পেরই তো মাথা খারাপ হয়ে গেছে। আজকে ট্রাম্পকে সংবাদ মাধ্যমে কোনো কথা বলতে দেখা গেছে? ট্রাম্প সম্ভবতঃ শীত নিদ্রার প্রস্তুতি নিচ্ছেন। আপাততঃ লজ্জার হাত থেকে বাঁচার জন্য।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৮

জেনারেশন একাত্তর বলেছেন:




ট্রাম্প উগ্র, সেটা বিশ্ব জানে! ধর্মীয়রা মহা উগ্র, ইহা নিয়ে গৃহযুদ্ধ চলছে আরব দেশগুলোতে ও মুসলিম দেশগুলোতে।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫১

নতুন নকিব বলেছেন:


আপনি ভুলের মধ্যে আছেন। না জেনে কথা বলেন। ধর্ম মানুষকে শান্তি শেখায়, উগ্রতা নয়। উগ্র হয় তারা, যারা ধর্মকে সঠিকভাবে জানে না, বোঝে না, শুধু ব্যবহার করে স্বার্থের জন্য। আরবের যুদ্ধ ধর্মীয় নয়, রাজনৈতিক।

১০| ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:১৯

গোবিন্দলগোবেচারা বলেছেন: @ গলু চুতিয়া- এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উগ্র হল উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম, যে একজন নাস্তিক। অবশ্য আপনার মত একজন বিচি সাইজের মগজ ওয়ালা লোকের বিচিতে এটা ঢুকবে না। আপনি বরাবরের মত গার্বেজ খাইতেই থাকেন।

আচ্ছা আপনার দাঁত কি আপনার পুটকিতে নাকি? তাহলে তো খুব সুবিধা আপনার নিজের হাগা চাবায় চাবায় খাইতে পারেন। এমনিতেও আপনার যেটা মুখ সেটাকে তো পুটকির মতোই ব্যবহার করেন।

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৩

নতুন নকিব বলেছেন:



তার উচিত আপনাকে উপযুক্ত ফি পরিশোধ করা। বিনামূল্যে আর কত পরামর্শ দিবেন! :)

১১| ০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: মুসলমান বলেই আপনার গর্ব হচ্ছে?
কিন্তু মানুষকে মানুষ ভাবতে শিখুন আগে।

১২| ০৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:১০

কিরকুট বলেছেন: ট্রাম্পের জায়গামতো চিপি লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.