নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ! যা চেয়েছিলাম, তার চেয়েও বেশি দয়া করেছেন আমার পরম প্রিয় রব। যা পাইনি, তা নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই—কারণ জানি, তিনি দেন শুধু কল্যাণই। সিজদাবনত শুকরিয়া।\n\nপ্রত্যাশার একটি ঘর এখনও কি ফাঁকা পড়ে আছে কি না, জানি না। তবে এটুকু জানি—

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৪

হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে

পলায়নপর চোরের দল পালিয়েছে, পালিয়েছে গোষ্ঠীশুদ্ধ সবগুলো,
নাতি-পুতি মাঠে নেই একটাও, নেতা-পাতিনেতারা পালিয়েছেন আগেই।
ভারতের অলিগলিতে আবছা আলো-আঁধারে লুকিয়ে তারা,
পলাতক বলে আপাতত নিরাপদ, কিন্তু মাঝে মাঝে হুক্কাহুয়া করে ওঠে,
“হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, লাঠিকে আন্ধার মুগুর কারেঙ্গে!”
বাংলাদেশকে উল্টে ফেলব বলে ঘোঁত ঘোঁত করে,
যা শুধু বুঝতে পারে না কিছু বোকাসোকা,
আওয়ামী লীগের মিথ্যে প্ররোচনায়, বিদেশী ষড়যন্ত্রের ছায়ায়,
দেশবিরোধী ধ্বংসযজ্ঞে মাঠে নামে তারা,
আগুন জ্বালিয়ে, রক্ত ঝরিয়ে, স্বপ্ন ভেঙে ছারখার করে,

কিন্তু ইতিহাসের রায় চিরস্থায়ী,
পলায়নপর কাপুরুষেরা কখনো বিজয়ী হয় না,
বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই,
এই মাটি কেবল সাহসীদের, দেশপ্রেমিকদের,
যারা “কারেঙ্গে” নয়, করেই দেখায়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:১৭

জেনারেশন একাত্তর বলেছেন:




আওয়ামী লীগের চোর ডাকাতেরা পালিয়েছে, খারাপ হয়নি; কিন্তু আওয়ামী লীগের একাংশ, যারা স্বাধীনতা এনেছে, তারা আছেন; তারা বের হবে; দেখবেন, আবারো ১৬ইডিসেম্বরকে স্মরণ করায়ে দিবে; রাজাকরেরা কখনো দাবী করবে না, তারা এই দেশের মানুষের স্বাধীনতা এনেছে।

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৬

নতুন নকিব বলেছেন:



আপনি রাজাকারদের পক্ষের বলেই হয়তো রাজাকারি বিশ্লেষন ভালো জানেন। তবে আপনি পলাতক খুনিদের দোসর- এতে কোন সন্দেহ নেই। চোরের মুখে তো কথা থাকার কথা নহে। তারপরেও আবোল তাবোল বকবক করেন কোন মুখে? লাজ লজ্জা বলতে কিছুই নেই?

২| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:



১৯৭১ সালে। আপনাদের ইয়াহিয়া খান ও গোলাম আজম মিলে ১ কোটীকে পালাতে বাধ্য করেছিলো; ওরা যখন ফিরেছে, তখন আপনার পুর্বসুরীদের কি অবস্হা হয়েছিলো? কিছু মনে আছে?

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৯

নতুন নকিব বলেছেন:



আপনাদের আম্মাজান, ফ্যাসিবাদী খুনিদের পলাতক মাফিয়া সম্রাজ্ঞীর জন্য আসছে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের পক্ষ থেকে চমৎকার উপহার ঘোষনা করা হবে। নোবেল পেলেও পেয়ে যেতে পারে। আসেন, ঢাকা আসেন। এত বড় একটা পুরষ্কার, গ্রহণ করতে আসবেন না, এটা কেমন কথা?

৩| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২৫

মাথা পাগলা বলেছেন: হ্যান কারেঙ্গে, ত্যান কারেঙ্গে এগুলা পাক্কিদের ভাষা ।

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:১১

নতুন নকিব বলেছেন:



"আওয়ামী লীগ" নামটাও তো বাংলা ভাষার শব্দে গঠিত নয়। ভাষা মানুষের জন্য। ভাষার উপরে দোষ চাপিয়ে লাভ নেই।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৫১

বাজ ৩ বলেছেন: নব্যরাজাকার আম্লিক এবং এই দলের চেলাপেলারা ৭১ এর রাজাকারদেরকেও ছাড়িয়ে গিয়েছিলো,দুরাচারি, দুর্নীতি রাষ্ট্রদোহীতায় এবং হিংস্র তায়।

আমি সামু ব্লগে পরিক্ষা করে দেখলাম,সব আম্লিক সাপোর্টাররা দুরাচার নাস্তিক।আমার জরিপ কি ঠিক আছে ভাই,আমি নতুন ব্লগার হওয়ার কারনে ব্লগারদের কে কম চিনি।কিন্তু যেই কয়জন নাস্তিক ব্লগালদেরকে চিনি সবাই আম্লিক সাপোর্টার।এখান থেকেই বোঝা যায় আম্লিক দেশকে কোথায় নিয়ে যাচ্ছিলো।জাহান্নামের কিনারায় নিয়ে দার করিয়েছিলো।

এই আম্লিক,নাইন টেনের পাঠ্য বইয়ের মধ্যে, ডারউইনের ভ্রান্ত বান্দর তত্ব ঢুকিয়েছিলো,ক্লাস সেভেনের কচি কাচাদের বইতে কৌশলে ঢুকিয়ে দিয়েছিলো সমকামিতার মতো জঘন্ন কুশিক্ষা।

দেশকে আম্লিক অন্ধকারের তলায় নিয়ে যাচ্ছিলো,ভাবতেই গা শিউরে উঠে!

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:২৫

নতুন নকিব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণ শেয়ার করার জন্য। আপনি নতুন ব্লগার হলেও আপনার পর্যবেক্ষণ সঠিক এবং নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্ববহ। আমার নিজস্ব পর্যবেক্ষণেও দেখি, কিছু ব্লগার ও অনলাইন সক্রিয় ব্যক্তির রাজনৈতিক ঝোঁক, মতাদর্শ বা ব্যক্তিগত প্রবণতার কারণে অনেক সময় তাদের আচরণে চরমপন্থা, অবমাননাকর ভাষা ও ধর্মবিমুখতা প্রকাশ পায়। এ ধরনের প্রবণতা সমাজের সামগ্রিক মূল্যবোধ ও তরুণ প্রজন্মের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে, এটা অস্বীকার করার সুযোগ নেই।

রাজনীতি বা দলীয় অবস্থান যাই হোক, শিক্ষা, নৈতিকতা ও সাংস্কৃতিক দিকনির্দেশনার মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে যেকোনো সিদ্ধান্তই দেশের ধর্মীয়-সামাজিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে, পলাতক ফ্যাসিবাদী অবৈধ সরকার সে জায়গায় গুরুতর বিচ্যুতি ঘটিয়েছিল। ওরা দেশকে জাহান্নামের কিনারায় নিয়ে গিয়েছিল, একেবারেই সত্য কথা। এ দেশের মানুষের ওপর বাইরের একটি বিশেষ দেশের মূল্যবোধ, সংস্কৃতি ও সামাজিক কাঠামো চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও অযৌক্তিক।

পাঠ্যবই থেকে শুরু করে নৈতিক শিক্ষা ও কিশোর-তরুণদের মানসিক গঠনের মতো স্পর্শকাতর ক্ষেত্রেও তারা এমন নানা বিতর্কিত ও মূল্যবোধবিরোধী বিষয় সংযোজন করেছে, যা সমাজকে বিভ্রান্ত করেছে এবং সাধারণ মানুষের উদ্বেগকে আরও বাড়িয়েছে। পর্যায়ক্রমে এসব নোংড়া আবর্জনা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। এইসব বাজে জিনিষের থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে।

তাই আপনার মন্তব্য শুধু একটি মতামত নয়; বাস্তবতার সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আপনার মতামত শেয়ার করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৫| ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:০১

জেনারেশন একাত্তর বলেছেন:



@বাজ ৩ ,

ডারউইন ঠিক আছেন, আরবের বেদুইনরা কখনো ঠিক ছিলো না, এখনো ঠিক নেই! ডারউইনের থিওরী জ্ঞানীদের জন্য; বেদুইন ও আপনার জন্য জিব্রাইলের থিউরী; পাখাওয়ালা ঘোড়ায় করে বেদুইনরা মহাকাশে ঘুরে বেড়ায়!

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩০

নতুন নকিব বলেছেন:



সলিড গার্বেজ! ধন্যবাদ।

১০০০ বছর অনলাইনে এমন গার্বেজ ছড়ালেও আপনি ব্লগার হতে পারবেন না, আমি লিখে দিলাম।

৬| ১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৩৩

বাজ ৩ বলেছেন: ধন্যবাদ, নতুন নকিব ভাই।আমার মন্তব্যে সুন্দর উত্তর দেওয়ার জন্য।জেনারেশন কলুর বলদকে(কলুর বলদের আধুনিক ভার্সন ট্রাক্টর) আমার কিছু বলার নেই।

১৪ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

নতুন নকিব বলেছেন:



কলুর বলদের আধুনিক ভার্সন ট্রাক্টর

-দারুন জিনিষ বের করেছেন তো! চমৎকার! কলুর বলদের কিছু কাজ যে এখন ট্রাক্টর দিয়ে হচ্ছে - এটা তো লক্ষ্যই করিনি। উহা নিজের জন্য পারফেক্ট জিনিষই বেছে নিয়েছেন।

অনেক ধন্যবাদ বিষয়টা শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.