![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের সন্ধান দিয়েছে। সাহিত্যের প্রতি আকর্ষণ সেই ছোট বেলা থেকেই। তাই ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যয়ন করছি। চট্টগ্রাম থেকে skylark কতৃক প্রকাশিত সাহিত্যের ত্রৈমাসিক 'সন্তরণ' এর সম্পাদনা করেছি বিগত তিনটি সংখ্যা এবং ভাষা দিবস উপলক্ষে বিশেষ সংখ্যা 'সুতরাং' সম্পাদনাও করেছি অপক্ষ হাতে। আর এখন আছি চট্টগ্রাম সাহিত্য আন্দোলন কতৃক প্রকাশিত সাহিত্যের মাসিক ছোট কাগজ 'বারুদ' এর সম্পাদনা পর্ষদ সদস্য হিসেবে। তাছাড়া বেশকিছু সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি।
©somewhere in net ltd.