নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নায়করাজ

নায়করাজ › বিস্তারিত পোস্টঃ

নূরানি চাপা সাইট চালু হয় রাজীব হত্যাকাণ্ডের পর

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

কালের কণ্ঠ ডেস্ক

সন্ত্রাসী হামলায় নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দার ওরফে থাবা বাবাকে নিয়ে জামায়াত-শিবির সমর্থক একদল অনলাইন অ্যাক্টিভিস্ট বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। দৃশ্যত ১৫ ফেব্রুয়ারি থেকে সক্রিয় এমন একটি ওয়েবসাইটকে থাবা বাবার সাইট বলে তারা তাঁকে নাস্তিক সাব্যস্ত করার চেষ্টা করছে। রাজীব ফেসবুকেও ধর্মবিরোধী কথা লিখেছেন প্রমাণ করার জন্য ভুয়া স্ট্যাটাস তৈরি করে সেগুলোর স্ক্রিনশট এখন ছড়ানো হচ্ছে ফেসবুকে। এমনকি আনাড়ির মতো রাজীবের ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডমিন এরিয়ার স্ক্রিনশটও একজন গতকাল রবিবার ফেসবুকে পোস্ট করেছে, যা শতভাগ ভুয়া।

অনুসন্ধান করে দেখা গেছে, সামাজিক নেটওয়ার্ক ফেসবুক, টুইটারসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে অতি উৎসাহে nuranichapa.wodpress.com সাইটটির লিংক শেয়ার করা হয়েছে। বিভিন্ন আইডি থেকে কালের কণ্ঠের ওয়েবসাইটের অনেক খবরের নিচেও এই লিংকটি স্পাম আকারে ছড়ানোর চেষ্টা করা হয়েছে। তবে ওয়েবসাইট বিশ্লেষক প্রতিষ্ঠান কোয়ান্টাকাস্টের দেওয়া তথ্যে দেখা যায়, নূরানি চাপা নামের সাইটটি প্রথম ভিজিট হয় গত ১৫ ফেব্রুয়ারি রাজীব হত্যাকাণ্ডের দিন এবং লিংক ছড়িয়ে দেওয়ার ফলে ওই দিন মোট ভিজিটর সংখ্যা দাঁড়ায় ৫৭ হাজার ৭৮৩। ১৫ ফেব্রুয়ারির আগে সাইটটি কেউ ভিজিট করেছেন এমন কোনো তথ্য কোয়ান্টাকাস্ট পায়নি।

এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে পাল্টা পোস্টও দেওয়া হচ্ছে সামাজিক নেটওয়ার্ক সাইটগুলোতে। শাহবাগ আন্দোলনের একজন লেখেন, 'মূলত খুনের দায়কে এড়াতে জামায়াত-শিবির মেতেছে অপপ্রচারে। ফেসবুক-ব্লগে থাবা বাবার নামে একাধিক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। এরপর থাবা বাবাকে নাস্তিক প্রমাণ করতে ইচ্ছেমতো যা-তা লেখা হচ্ছে।' তিনি আরো লেখেন, 'রাজীব খুন হওয়ার nuranichapa.wodpress.com নামে একটা পেজের আগমন ঘটে। এরপর 'নূরানি চাপা সমগ্র' নামে একগাদা লেখা পোস্ট করা হয়। যা থাবা বাবার লেখা বলে ওই সাইটে দেখানো হয়। কিন্তু থাবা বাবা খুন হওয়ার আগে এই সাইটে কোনো ভিজিটরকে সাইটটি প্রদর্শন করতে দেখা যায়নি।

'নূরানি চাপা সমগ্র' ভিজিটকারী এক ব্লগার জানান, ইন্টারনেটে নূরানি চাপার পেজটির source code ঘেঁটে দেখি http://www.quantcast.com-এর একটি লিংক দেওয়া আছে। সাইটটি বানানোর সময় কোয়ান্টাকাস্টের কোড ব্যবহার করা হয় কতজন ভিজিট করছে তা বোঝার জন্য। এতে দেখা যায়, ১৫ ফেব্রুয়ারির আগে সাইটটি কেউ ভিজিট করেনি। ট্রাফিক বিশ্লেষণ প্রতিষ্ঠান কোয়ান্টাকাস্টে নূরানি চাপার লিংকটি হচ্ছে : Click This Link রাজীবই নূরানি চাপা ব্লগটি চালাতেন- এ কথা প্রমাণ করার জন্য গতকাল রাজীবের ফেসবুকের অ্যাডমিন এরিয়ার একটি স্ক্রিনশট একজন শেয়ার করেন। স্ক্রিনশটে দেখানো হয়, রাজীব 'নূরানি চাপা' নামের একটি পেজ পরিচালনা করে থাকেন। দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পেজের মালিক ছাড়া আর কারোর পক্ষে অ্যাডমিন এরিয়ার স্ক্রিনশট দেওয়া সম্ভব নয়। তাঁদের মত হচ্ছে, কেউ হয় রাজীবের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন, অথবা তাঁর পাসওয়ার্ড হ্যাক করে বিভ্রান্তিকর তথ্য জুড়ে দিয়েছেন।



সংবাদ সূত্র : Click This Link

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

বাক স্বাধীনতা বলেছেন: আর উনার ফেসবুক নোটগুলোর ব্যাপারে কারও কোন মন্তব্য আছে নাকি?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

ফারযানা বলেছেন: http://www.facebook.com/thaba.baba/info

please go to about page of thaba baba on his facebook profile .. taile bujte parben nurani chapa kar toiri kora.. tarpor abar ekta post den .

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

সাহাদাত উদরাজী বলেছেন: কালের কণ্ঠ যেদিকে বৃষ্টি সে দিকেই ছাতা ধরে। টেকনিক্যাল নলেজ নাই।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

আমরা তোমাদের ভুলব না বলেছেন: আপনি তারে আস্তিক প্রমান করে ছাড়বেন??????????
সামুতে তার ধর্মীয় দর্শন কি ছিল?

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

এম. রহমান বলেছেন: এসব করে রাজিব হত্যাকাণ্ডকে অন্যকোনোদিকে ফেরানো যাবে না। ষড়যন্ত্রের ভিত্তিই শক্ত হবে।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

নীলপথিক বলেছেন: ও আচ্ছা তাই নাকি? তাহলে সামুতে ইনার অমায়িক মন্তব্য কি করছে? এই লিংকের ৭ নম্বর মন্তব্য দেখেন। স্ক্রীনশট আছে, চাইলে দিয়ে দেতে পারি।

Click This Link

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

Engr. Atiqur Rahman বলেছেন: Click This Link

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

আলো বলেছেন: নূরানি চাপা সাইট চালু হয় রাজীব হত্যাকাণ্ডের পর - এখানে দেয়া রেফারেন্স এর কোথাও নেই সাইট টির ক্রিয়েশন ডেট। যা দেয়া আছে তা হল আপডেট ডেট। এখানে সাইট এর সাথে যে হিট কাউন্টার দেয়া আছে তা বসানো হয়েছে ১৫ ফেব্রুয়ারী তে। এর আগে সাইট টি তে হিট কা্উন্টার ছিল না। সুতরাং এর আগে সাইট টির ভিজিট হিসট্রি পাওয়া যাবে না সাভাবিক। ফেইসবুকে টাইমলাইনে গিয়ে রাজীবের প্রথম স্টেটাস টি দেখেন। আমার ব্লগে ওর লাষ্ট ব্লগটি দেখেন যা কিনা আবার নূরানী চাপাতেও ছিল। সামুতে ওর ব্লগ মাত্র ৪-৫ টি তাও আবার ২০১০ এর। বাকী গুলি মূছে দেয়া হলকেন এই শহীদ ২০১৩ সালের মুক্তিযোদ্ধা ব্লগারের?সামুতে ওর করা কমেন্ট গুলি দেখুন অন্য ব্লগে। ধর্মপাশায় মৃত্যুর খবরে ওর কমেন্ট দেখুন। রাজীব একজন নিকৃষ্ট জাতের মানুষ ছিল সন্দেহ নাই। ওকে সাফ প্রমান করার কিছু নাই। টেকনোলজি মানুষ বোঝেনা। মানুষ কে কনফিউজ করা সোজা। আমার শেষ কথা হল শাহবাগের মহান আন্দোলনের রাজীব কে মিশিয়ে আন্দোলনের মাহাত্ত ন্ষ্ট কোরবেন না। আর শহীদ শহীদ বলে চিল্লাবেন না।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

এস এম সাইদুর রহমান বলেছেন: এটা কি???? Click This Link

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

মহসিন০৮ বলেছেন: ব্লগিং হোক প্রতিবাদের হাতিয়ার...

http://www.ctgblog.com

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

আলো বলেছেন: আর কালের কন্ঠ পারলে থাবা বাবার ফেইসবুক প্রোফাইলের এই নোট টি ছাপিয়ে দিক। Click This Link

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৬

দোদূল্যমান বলেছেন: 'থাবা বাবা' নামে যে রাজীব হায়দার-ই ব্লগিং করতেন এটা মুক্তমনার নাস্তিক লেখকরাও জানেন। সুতরাং 'থাবা বাবা' ফেইক আইডে বলে যারা রাজীব হায়দারকে নির্দোষ (ব্লাসফেমী) প্রমান করার চেষ্টা করতে চান তাদের জন্য এই লিংকঃ http://mukto-mona.com/bangla_blog/?p=33729

"হুমায়ুন আজাদ তো সারা জীবন ধরেই ধর্মীয় রূপকথাকে প্রশ্নবিদ্ধ করেছেন, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিপরীতে প্রগতিশীলতার জয়গান গেয়েছিলেন। ব্লগার আসিফ এবং প্রয়াত রাজীব – যিনি ‘থাবা বাবা’ নামে বিভিন্ন জায়গায় ব্লগ করতেন (মুক্তমনাতেও তিনি মন্তব্য করেছেন এ নামে), তাদের লেখা থেকেও কিন্তু আমরা বুঝি যে তারা সেই পক্ষেরই। "

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

গভর্ণর বলেছেন: Mr. Nayokraj, ar koto sak diya mach dakben? sottoke sotto bolte sikhun, baire asun, dekhe Jan kotto alo chardike

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/103024/small/?token_id=308ec018c4bf0581da9fb8458b1691ea


ছবি গুলো বড় করে সবাইকে দেখার জন্য বলছি। নূরানীচাপা নামে যে ব্লগটি রাজিবের বলে চালান হচ্ছে তা প্রখম ভিজিট করা হয়েছে ১৫ ফেব্রুয়ারী ২০১৩। আর রাজিবও খুন হল ঠিক একই তারিখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.