নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শুধুই আমি,শুরু দেখেনি হয়ত শেষও দেখা হবে না

নাঈম আশফাক

Facebook: Nayeem Ashfaq

নাঈম আশফাক › বিস্তারিত পোস্টঃ

চিঠি

২১ শে মে, ২০১৮ রাত ১২:৪৭

প্রীতিনিলয়াসু নীলু,
নীলু ফুল আমার পছন্দ না তবে তোমাকে একমুঠো বকুলের শুভেচ্ছা।যেভাবে শুরু করেছি আমরা এক কথায় অসাধারণ,শুনি সবার শুরুটাই অসাধারণ হয়।শেষ কিভাবে হয় সেটাই আসল।কিন্তু আমার মতে শুরু টা ভালো নাহলে শেষ পর্যন্ত যাওয়া অসম্ভব।
অচেনা মুখ হয়ে শুরু করেছিলাম,বন্ধুত্বটা ভালবাসায় তুমিই নিয়ে এসেছিলে। কোথায় যেন পড়েছিলাম,"ভালবাসাবাসির ব্যাপারটা হাততালির মতো। দুটা হাত লাগে। এক হাতে তালি বাজে না। অর্থাৎ একজনের ভালবাসায় হয় না...... "।আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে শুধু তুমি হাতটা আগে বাড়িয়েছিলে আজও সেটা নিঃসঙ্কোচে ধরে বসে আছি।হুমায়ুন আহমেদ এর আরো একটা কথা আছে," মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না,এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছুই নেই।শেষ বিদা্য় নেয়ার সময় অন্তত কোনো একজন মানুষকে বলে যাওয়া দরকার।নিঃসঙ্গ ঘর থেকে একা একা চলে যাওয়া যা্য় না,যাওয়া উচিত নয়।এটা হৃদ্য়হীন ব্যাপার।"যদি সেদিন বাবা-মা না থাকে যেন তুমিই থাকো এটাই চাই।হয়ত বুঝতে পারছ কতটা ভালবাসি!!জানো সবাই হয়ত হিসেব করে এতোদিন দেখা হয়নি,আমি হিসেবে করি সামনের দেখা হওয়া দিন থেকে এতোদিন কমল।এতে মনটাও ভালো হয়ে যায়,আর তোমার কথা ভাবতে খারাপ লাগেনি কখনো।লাগবে কেনো?ভালবাসা দিয়ে ভাবি তো,তিক্ততা আসতে দি না।আজ তুমি আমার বুকে হাত দিয়েই ভালোবাসা বুঝতে পারো,আর কি চাই।রঙিন স্বপ্ন বুনে চলেছি,ভালবাসার স্বপ্ন।
তোমাকে নিয়ে কথা শুরুই করতে পারব,এ জীবনে শেষ করতে পারব না।সুতরাং,আজকের মতো শেষ করি।দিনশেষে,শুধু বলব "ভালবাসিই"।
ইতি
তোমার পূর্ণতা
শুভ্র

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.