![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতকাল নিয়ে আমি হাজারটা রোমান্টিক গল্প লিখতে পারব কিন্তু এই কেন্দ্রিক কষ্টের গল্প হয়ত পারব না।
.
সকালে শিশিরভেজা ঘাসে প্রিয়র সাথে হাঁটা নিয়ে,শ'খানিক উপমা ব্যবহার করে গোটা চারেক পৃষ্ঠা লিখতে পারব।কিন্তু একটু গরমের জন্য কাঠ জোগাড় করে আগুণ জালানোর গল্প কি লিখতে পারব? মনে হয় না।
.
কুয়াশাতে প্রিয়র সাথে একই চাদরের নিচে বসে চা খাওয়ার গল্পও লিখতে পারব কিন্তু শীতের রাতে হতদরিদ্র নিয়ে লিখতে গেলে শুরুই করতে পারব না হয়ত।
.
শীতের ভোরে টংঘরে চা এর সাথে সিগারেট টানার গল্পও নজর এড়াবে না,শুধু এড়িয়ে যাবে শীতের হাড় কাঁপানো ঠাণ্ডায় দিনমজুর চাষীর ধান রোপা।
.
যখন আপনি যানজটে আটকে আছে,দেখবেন গাড়ির কাঁচে কিছু কিছু শিশু ফুল নিয়ে আসে।আপনি কি জানেন,আপনি ওদের থেকে ফুল কিনে ঘ্রাণ নিলে ওদের হয়ত একবেলার খাবার জুটবে।
.
শীত আসছে আসছে করছে,
শীতের জন্য হয়ত আপনার আলাদা বাজেটও থাকবে।সাথে একটু দেখবেন,আপনার পাশে দরিদ্র মানুষগুলো,পথশিশুগুলোও যেন শীতে অল্প বস্ত্র পায়।এটা আমাদের দায়িত্ব।
.
মানবসেবা পরম ধর্ম,মানবতার সেবায় এগিয়ে আসা উচিত আমাদের।ভালবাসা অনেক ছোট ছোট কর্মেই লুকিয়ে থাকে।আপনি হয়ত ভাবছেন,কিছু করার কিন্তু দেখবেন ভাবতে ভাবতে যেন শীত না পার হয়ে যায়।
লেখক:নাঈম আশফাক
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯
নাঈম আশফাক বলেছেন: ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য
২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২
রাজীব নুর বলেছেন: কেউ আমাকে অপমান করলেই আমি পাহাড়ের কথা ভাবি । কেবলই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো । যখন যাবো তখন আর কোনো অপমানই আমার গায়ে লেগে থাকবে না ।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯
নাঈম আশফাক বলেছেন: অপমান আবার কি ভাই?
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
মহসিন ৩১ বলেছেন: যানজটে আটকে থাকা ভয়ানক, মনে হয় যেন আমার সবকিছুই আটকে আছে। এখানে।
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
নাঈম আশফাক বলেছেন: যানজট এর সময় আশেপাশের মানুষের দিকেও খেয়াল করবেন
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
মহসিন ৩১ বলেছেন: মাইকেল জাকসনের ''----- somebody is watching me, i got no privacy'' গানটার কথা মনে হল। ---আর এখন পুরা শহরটাই এমন হয়েছে adapt করে নিয়েছে যেন কারুরই যে privacy র দরকারই নাই।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
নাঈম আশফাক বলেছেন: আপনি কি আপনার মন্তব্যটা একটু পরিষ্কার করে বলবেন?
৫| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
ওমেরা বলেছেন: মন ভাল করা লিখাটা পড়ে খুব ভাল লাগল। অনেক ধন্যবাদ নিবেন।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
নাঈম আশফাক বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর পোষ্ট।
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০০
নাঈম আশফাক বলেছেন: ধন্যবাদ ভাই
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
মহসিন ৩১ বলেছেন: হা হা --- মানুষ রাস্তায় হাটার সময় ঠেলা ধাক্কা দেয়া ছাড়া যেন হাঁটতেই পারে না। --- যেন পড়বি তো পড় একদম গায়ের উপরে।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
সাহিনুর বলেছেন: এমন ভালো লিখা আরো অনেক দরকার। ভালো লাগলো পড়ে।