নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নামসেন

নাইম আকন

নাইম আকন › বিস্তারিত পোস্টঃ

সব ধর্মই ভুয়া ও ফাউল

০১ লা জুন, ২০১৭ রাত ৩:০৭


http://www.dhormockery.com/
ভাল ধর্ম বলতে কোন ধর্ম নেই সব ধর্মই ভুয়া ও ফাউল!!
তবে সহজ-সরল জীবন পদ্ধতি তারা বাতলাইয়া দেন না কেন? অপরের ভুল ব্যাখ্যা করার সাথে সাথে বেশিরভাগ মানুষের জন্য উপযোগী বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা কি? এবং কেন সেটা কেন প্রচার করছেন না? সমালোচনা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ কিন্তু যুক্তিসঙ্গত সমাধান দিতে প্রয়োজন যোগ্যতা ও দূরদর্শিতা। ধর্মগুলো ও ধর্মগুরুরা কি সহনশীলতা শিক্ষা দিচ্ছেন তাদের শিষ্যদের? বৌদ্ধ ধর্ম যেটা সর্বজীবে দয়া দেখানোই যাদের ইবাদত তারাও উগ্রপন্থার প্রভাবিত হয়ে মানুষ খুন করছে। কিন্তু কেন? অন্য সবার কথা বাদ দিলাম। যুক্তি দিয়ে যুক্তি খণ্ডানোই কি উত্তম নহে?

ধর্মের নামেই কি চরমপন্থার উত্থান হয়? তবে এই চরম পন্থার উত্থানের পিছনে আসলে কারা দায়ী? এদের প্রভাবিত করা সহজ বলে, নাকি এরা আধুনিক শিক্ষা গ্রহণ করতে অনীহা বলে? তবে কি তারা বিনা হিসাবে জান্নাতে যাবার জন্য জিহাদ করছে? নাকি ধর্ম রক্ষার নামে কি জিহাদ করছে নাকি শুধু ক্ষমতার লোভই মৌলিক উদ্দেশ্য?? যদি বিনা হিসাবে জান্নাতে যাবার বাসনা ও বিশ্বাস থেকে থাকে কোন পীরজাদার তবে তিন যেন কাল থেকে সকল আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন যেমন দিয়েছিলেন নবী হযরত মুহাম্মদ (স;) ১৪শ বছর আগে।। জান্নাতে যাবার ও আল্লাহ বা সৃষ্টিকর্তার উপর শতভাগ বিশ্বাস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন?

আর যদি আপনারই সঠিক পথে থেকে থাকেন তবে এতো ভয় কিসের? ও কয়টা সাধারণ কচি বাচ্চাদের কথায় ভয় পারার কি কিছু আছে? তারা কিভাবে মানুষকে সত্য পথ থেকে শুধু কথা বা লেখা দিয়ে অন্য পথে চালিত করবে? ওয়াজ-মাহফিলে যখন আপনারা চিল্লাইয়া ঈহুদী-খ্রিস্টান-নাসারাদের-সনাতনদের নিয়ে হাস্য-রসিকতা করেন তখন কেন এটা ভেবে রাখেন না যে অন্য আপনার বিশ্বাস নিয়েও রসিকতা করতে পারে? বা একজন হিন্দু বক্তা যখন ইসলাম ও মুসলমান সম্পর্কে রসালো আলাপ জমান তখন কি নিজের জাতের কথা স্মরণ থাকে না? সম্মান দিলেই নাকি সম্মান পাওয়া যায়? রাজনীতির চতুরঙ্গের সৈন্য বানিয়ে কতকাল আবেগী ধর্মপ্রাণ মানুষগুলোকে বিপদে চালিত করে আক্রমণের প্রথম আঘাত সহ্য করাবেন?

ধর্মগুরু সাধারণ মানুষকে প্রভাবিত করেন হাজারও ভয়ভীতি ও লোভ দিয়ে , কবিরা কাব্যের সুধা দিয়ে, সাহিত্যিক গল্প ফেঁদে , গায়ক সুরের মূর্ছনায় আর নবীন প্রেমিক কাচা কবিতায় করবে প্রভাবিত প্রেমিকাকে, যুক্তিবাদী যুক্তিতেই প্রভাবিত করবে এটাই কি স্বাভাবিক নহে? এটা মেনে নিচে সবার সমস্যা কোথায়? সবাই যদি ইমাম হয় তবে উৎপাদন করবে কারা আর উৎপাদন না করলে তাদের পেট পূর্ণ হবে কিভাবে?

প্রীতিলতা বা সূর্যসেন ব্রিটিশ হটানোর জন্য জীবন দান করে তখনও তারা পুরো প্রধান মিডিয়ায় তারাই জঙ্গি ছিল এবং তখন দেশের বেশীরভাগ মানুষকে তাদেরকে ত্রাস হিসাবে বোঝানো হয়েছে তার উপর কমনিস্ট মতাদর্শে প্রভাবিত ছিলেন। এখন এরাই আমাদের প্রেরণা কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য ছিল মানবতার মুক্তি ও স্বাধীনতা।
আবার যখন তালেবান তার নিজের দেশের স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে তখন কিন্তু পশ্চিম মিডিয়া এবং আমাদের মিডিয়াও জঙ্গি হিসাবেই প্রচার করছে?
আবার হেফাজত এর ত্যাড়া রগ সোজা করে দিল সরকার ও এজন্য বহু মানুষ মারাও গেল। এখন কেমন শ্যালা-দুলাভাই সম্পর্ক।


ঢালাওভাবে দোষ ধর্মের ঘারে না দিয়ে এর উত্থানের পিছনে সেই চতুর ক্ষমতা-লোভী রাজনীতিবিদ ও ধর্মীর নেতা যারাও গদিতে বসার স্বপ্ন দেখে তাদের উদ্দেশ্য ও চতুরতা তুলে ধরলেই হয়ত আপনার বদলে দিতে পারবেন সমাজ ব্যবস্থা। যারা দাবার ছকে নির্ভুল চালে খেলছে, তাদের মুখে আলো ফেলুন। হুজুররা আধুনিক জটিল অর্থনীতির সুদ নিয়ে গত শতাব্দীই চিল্লাইয়াও সমাধান দিতে পারেনি। মূল কথা হচ্ছে সমালোচনার বিকৃত আনন্দ না নিয়ে আসল মাস্টার-মাইন্ডদের জনগণের সামনে উলঙ্গ করুন। সঠিক সমাধান দিন।


যুক্তি মনষ্কদের নির্মল বিনোদনের ব্লগ। বিতর্ক বা বাকবিতণ্ডার স্থান নেই এখানে। এই ব্লগে ধর্মের যুক্তিযুক্ত সমালোচনা করা হবে, ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হবে, অপদস্থ করা হবে, ব্যঙ্গ করা হবে? মত প্রকাশের স্বাধীনতা অপব্যবহার করা উচিত নয়। দয়া, মায়া , প্রেম - ভালবাসা দেখা যায় না ছোঁয়া যায় না , টেস্টটিউবে ভরা যায় বা কেটে-কুটে দেখা যায় না শুধুই অনুভব করা যায়।। তাই বলে কি এর অস্তিত্ব নেই। আপনার গার্ল-ফ্রেন্ড বা মা বা দেশকে নিয়ে কেউ কু কথা বললে হৃদয়ে লাগবে, আপনি ভয়ানক কষ্ট পাবেন, দুর্বল হলে গালি দিবেন আর এই দুর্বলায় সাহস যুগিয়ে কেউ তার ব্যক্তি স্বার্থ হাসিল করবে।।



বিজ্ঞান ও ধর্ম /দর্শন তুলনা করা মূর্খতা। যদি মানুষ বিবর্তিত হয়েই আসে তবে শান্তিতে জীবন-যাবন করে যাওয়াই আমাদের উচিত।।
বিজ্ঞান জীবনকে সহজ করেছে আর ধর্ম বেশিরভাগ মানুষকে শান্তিতে জীবন যাপনের দর্শন দিয়েছে।। এখন যে বিধান অনেকটা পাস হয় আইন সভায়। কিন্তু সেখানে ব্যক্তির মনের আত্মতৃপ্তির রসদ থাকে না সেটা থাকে ধর্ম, কর্ম সেবায় ও সৃষ্টিশীল কর্মে। আর বৌদ্ধ দর্শনের প্রভার আপনার চিন্তাও চেতনায় রয়েছে, খেয়াল করুন পেয়ে যাবেন।।।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৭ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিষয়টা আপনার জন্য কঠিন হয়ে গেছে।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৯

নাইম আকন বলেছেন: ধন্যবাদ জনাব চাদগাজী
বিষয়টা উপস্থাপন হয়ত নিম্নমানের হয়েছে।। চিন্তা বা ভাবের ধারাবাহিকতাও রক্ষা হয়নি।
তবে প্রশ্নগুলো যদি যুক্তিক মনে হয় তবে উত্তর দিবে আশা করি।

২| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়াশোনা করতে হবে ভাই। এত তাড়াতাড়ি সিদ্দান্তে পৌঁছানো ঠিক হবে না।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২১

নাইম আকন বলেছেন: ধন্যবাদ জনাব রাজীব নূর।।
আমি শুধু প্রশ্ন রেখেছি যা চারপাশে শুনতে পাই।

৩| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:২৪

স্বতু সাঁই বলেছেন: কারে কইলো, কি কইলো, কিছুই বুঝলাম না..

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:৩২

নাইম আকন বলেছেন: প্রশ্ন ছিল দুই পক্ষকে? তারা কেন করেন ? তাদের এসব করার মৌলিক উদ্দেশ্য কী?
দু:খিত হিজিবিজি উপস্থাপনের জন্য

৪| ০১ লা জুন, ২০১৭ সকাল ১০:৩৫

খরতাপ বলেছেন: আপনি যদি এখানে যুক্তি দিয়ে কিছু বোঝাতে আসেন, তবে স্বাগতম। কিন্তু ধর্মকারী নামের ময়লার ভাগাড়ের ব্রান্ডিং করতে আসেন, তবে আপনার জন্য বাঁশ রেডি। সামু কোন পাবলিক টয়লেট নয় যে এখানে কেউ হাগুমুতু করে ব্লগের পরিবেশ নষ্ট করার সুযোগ পাবে। এই চেষ্টা কেউ করলে আইক্কাওয়ালা বাঁশ ঢুকিয়ে ফুটো বন্ধ করার ব্যবস্থা করা হবে।

০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৫

নাইম আকন বলেছেন: ধন্যবাদ জনাব/জনাবা খরতাপ
এটা প্রচারের জন্য বা ব্যান্ডিং করার জন্য লেখা না।। তাদের হাস্যকর ও মৌলিক উদ্দেশ্যহীন মতাদর্শ তুলে ধরার জন্য লেখা।।

৫| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:৫৪

খরতাপ বলেছেন: স্যরি আপনাকে ওদের একজন মনে করে অনেক খারাপ কথা বলে ফেলেছি। আশা করি কিছু মনে নিবেন না। তবে এই সাইটের কোন লিঙ্ক না দিলে খুশি হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.