![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৩ অক্টোবর ২০১৪, রাত ২:৪৫। এম.ভি.ভোলার ছোট্ট সিঙ্গেল কেবিনে একা ঘুমাচ্ছিলাম আমি। হঠাৎ কোন কিছুর সাথে সংঘর্ষের প্রচণ্ড শব্দ আর ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলো আমার। ঘুম ভাঙ্গার পরে বুঝতেই পারছিলাম না যে কি হয়েছে। শুধু উত্তেজিত যাত্রীদের কথাবার্তা কানে আসছিলো আর দেখছিলাম আমার লাগোয়া বারান্দাটি ঢেউয়ের তালে দুলে দুলে পানির দিকে ঝুঁকে আসছে। আমি পাথরের মূর্তির মতো বসে থাকলাম বহুক্ষণ। আমি সাঁতার জানিনা। সেই প্রমত্তা মেঘনার মাঝখানে বসে মৃত্যুভয়ের মতো ভয়ংকর অনুভূতি আর কিছুই হতে পারেনা।
পরে জেনেছিলাম, কোন একটি লঞ্চ অথবা মাছ ধরার ট্রলার এর সাথে সংঘর্ষ হয়েছিল এবং ঠিকমতো তাল সামলাতে না পারলে আমাদের লঞ্চটির মেঘনার বুকে ডুবে যেতে কয়েকটি মিনিট লাগতো মাত্র।
আমার "Palpitations"এর সমস্যা আছে। কাঁপা হাতে "indever" খেয়ে আমি বারান্দাতে এসে দাঁড়ালাম। সে এক অদ্ভুত অনুভূতি। ডানে বায়ে সামনে পিছনে, দৃষ্টিসীমার মধ্যে পুরোটিই কৃষ্ণগহ্বরের মতো নিকষ অন্ধকারে ঢাকা। শুধু আকাশ ভরা হাজারো তারা ... অনন্ত নক্ষত্রবীথি। মৃত্যুর আগে প্রিয়জনের মুখ নয় বরং শুধু তারা গুলোই দেখে যেতে পারতাম আমি।
এই অভিজ্ঞতার পর হতে আমার শুধু মনে হচ্ছে, মানুষের জীবনের সকল সকল সকল কিছুই তুচ্ছ, গুরুত্বপূর্ণ শুধু বেঁচে থাকাটা। কত শত জিনিসের জন্য আমরা আফসোস করে যাই সারাটা জীবন, কিন্তু অনুভব করিনা যে শুধু বেঁচে থাকাই সৃষ্টিকর্তার এক ভারী চমৎকার উপহার। যতদিন আমাদের জীবন আছে, আমরা এর মর্ম বুঝতে পারিনা।
"বেঁচে আছি এই তো আনন্দ,
এই আনন্দের জন্য আমি সবকিছু মাথা পেতে নেবো, যে কোনো দুঃখ, যে কোনো শাস্তি-
শুধু এই ভোরের একটু আলো দেখার জন্য আমি পথের ভিক্ষুক হতে রাজি
এই যে গোলাপ ফুলটির দিকে যতোক্ষণ খুশি তাকিয়ে থাকতে পারি, এই সুখে আমি হাসিমুখে সব দুঃখ- মাথা পেতে নেবো।
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দের কাছে কোনো দুঃখই কিছু নয়
এই নির্বাসন, এই শাস্তি, এই দ্বীপান্তর; এই মেঘ, এই ঝুম বৃষ্টি, এই শিশিরের শব্দের জন্য
আমি সহস্র বছরের কারাদন্ড- মাথায় নিয়েও বেঁচে থাকতে চাই,
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো। "
...সারাটি রাত আমি মহাদেব সাহা'র এই কবিতাটি পরেছি আর আল্লাহ্কে ধন্যবাদ জানিয়েছি।
বেঁচে আছি বলেই না জীবন এতো সুন্দর, রঙিন আর আনন্দের। :-)
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৮
নাজিয়া লিসা বলেছেন: ইমতিয়াজ ১৩: জি। আলহামদুলিল্লাহ্। দোয়া করবেন। :-)
২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৯
প্রবাসী পাঠক বলেছেন: আমি সহস্র বছরের কারাদন্ড- মাথায় নিয়েও বেঁচে থাকতে চাই,
বেঁচে আছি এই তো আনন্দ, এই আনন্দে সব আঘাত আমি মাথা পেতে নেবো। "
সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম।
২০ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
নাজিয়া লিসা বলেছেন: প্রবাসী পাঠক : অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন। :-)
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: আলহামদুল্লিহ, আপনি বেচে আছেন, আশ করছি সামু মাতিয়ে রাখবেন সুন্দর সুন্দর পোষ্ট দিয়ে।
আপনার ব্লগ জীবন হোক আনন্দময় ও মসৃণ।