নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিয়া লিসা

আপনারে আমি খুঁজিয়া বেড়াই .......

নাজিয়া লিসা › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি ২

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২৮

জীবনের লড়াইয়ে কোন ছোটবড় যুদ্ধ নেই।
সবই যুদ্ধই সমান।
আমি সবকিছুতে সবদিক দিয়ে হেরে যেতে যেতে এখন বড্ড ক্লান্ত, অনুভূতিশূন্য আর মৃতপ্রায়।
শুধুমাত্র আমার অপরিসীম সহ্যশক্তি আর ধৈর্যের কারণে আমি টিকে আছি এখনও।
মৃত্যুকে তো গ্রহণ করা যায় যেকোনো সময়েই। ওটাই বরং বেশ সহজ।
বেঁচে থেকে অদৃষ্টের সাথে হিসাব-নিকাশ চালিয়ে যাওয়াটাই বরং কঠিন। কখনোবা আনন্দের।
মরে গেলে তো সবই শেষ। বেঁচে থাকলে কিছু পাওয়ার সম্ভাবনাও তো একেবারে কম নয়।
এর চেয়ে বেঁচেই থাকি।
দেখাই যাক না ভাগ্যে কি লিখেছেন ঈশ্বর।
হয়তো ঈশ্বরের আমাকে নিয়ে অন্য কোন পরিকল্পনা আছে।
আমি হলাম সেই পুরাকালের ফনিক্স পাখি।
সমাজ ও তার মুখোশধারী মানুষেরা (!!) আমার চারপাশে মিথ্যা, ভণ্ডামি, অপমান আর প্রতারণার কাঠ স্তূপ করে আগুন জ্বালিয়ে দেয়।
আমি অসীম অভিমান, ক্রোধ আর দুঃখে পুড়ে ছাই হয়ে যাই।
আবার সেই ছাই থেকেই জন্ম নিই নতুন আমি।
যতবার আমাকে পুড়াবে সবাই, ততবারই নতুন আমি।
আমি কিছুতেই, কারো কাছেই, কোনভাবেই হার মানবো না।
আমি যে জন্মগত যোদ্ধা, আমাকে হার মানলে চলবে না।
ভেঙ্গে-চূরে গুঁড়িয়ে যাওয়া কিছু মানুষের বারবার উঠে দাঁড়ানোর কারণেই তো পৃথিবীতে নতুন ইতিহাসের জন্ম হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩১

ভূতের কেচ্ছা বলেছেন: :D :D

২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:০০

নাজিয়া লিসা বলেছেন: ভূতের কেচ্ছা :-)

২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৬

অদ্ভুত_আমি বলেছেন: আমি কিছুতেই, কারো কাছেই, কোনভাবেই হার মানবো না।
আমি যে জন্মগত যোদ্ধা, আমাকে হার মানলে চলবে না।



আপনার জন্য শুভকামনা ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৯

নাজিয়া লিসা বলেছেন: অদ্ভুত_আমি : ধন্যবাদ। ভালো থাকবেন। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.