![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে SuperMoon (দুঃখিত, যথার্থ বাংলাটা খুঁজে পেলাম না)।
শ্রাবণের মেঘমুক্ত আকাশে বিশাল ঝলমলে চাঁদ, পৃথিবীর আজ সবচেয়ে নিকটে।
সন্ধ্যা থেকেই ছাদে আমি। মুগ্ধভাবে ঘণ্টার পর ঘণ্টা অলৌকিক চাঁদের আলোয় চন্দ্রস্নান করছিলাম।
আহা। কি সুন্দর! কি সুন্দর!
এলোমেলো বাতাস আমার চুলগুলো নিয়ে খেলছিল, মাথার উপরে ভরাচাঁদের আলো আর মিটমিট করে জ্বলা নক্ষত্রের মাঝে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে ছিলাম। ঠিক যেমন ভাবে আমাদের প্রাচীন পূর্বপুরুষরা বিস্মিত হতো। মনে হয়, বহু যুগ আগে, যেন আমার আগের কোন এক জন্মে আমি দেখেছিলাম এমন এক স্বপ্ন দৃশ্য।
যতবার আমি পূর্ণিমার চাঁদটাকে দেখি, মনে হয় আরো অন্তত একটা পূর্ণিমা পর্যন্ত আমাকে বাঁচতেই হবে।
জীবনের নানা প্রতিকূলতা, দুঃখ-কষ্ট, হতাশা আর অপমানের পরেও বড় ভালো লাগে অপেক্ষা করতে আর একটা পূর্ণচন্দ্রের জন্য। :-)
©somewhere in net ltd.