![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রায়ই শুধু নিজেকে নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে করে।
সফল, সুখি মানুষের গল্প।
শুরুতে একটু-আধটু দুঃখ থাকলেও শেষটা প্যানপ্যানে কান্না দিয়ে হবে না, হবে জমকালো আর হাসি-খুশি।
হ্যাপিলি এভার আফটার। হা হা হা।
সবশেষে যেন পাঠকের বেশ খানিকটা ঈর্ষাভাব হয় আর মনের অজান্তেই বলে উঠে, "বাহ, চমৎকার!"
গুটি গুটি কালো অক্ষরে দীর্ঘশ্বাস, হতাশা আর না পাওয়ার কথাগুলো তো অনেক হল। ধূসর কষ্টগুলো সবই ভারী একঘেয়ে।
খুব বড় নাই বা হল, ক্ষুদ্র কয়েকটা লাইনই থাকলো নাহয়।
রঙিন একটা গল্প লিখতে সাধ হয় আজকাল।
আমার গল্প।
আনন্দের গল্প।
:-)
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
নাজিয়া লিসা বলেছেন: অপূর্ণ রায়হান ঃ আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতটির জন্য।
এটি হয়তো কবিতা নয়। ছন্দ মিলিয়ে কবিতা তো লিখতে পারিনা। এগুলো নিতান্তই আমার মনের কিছু সুপ্ত ইচ্ছে।
আপনার ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
আপনিও অনেক ভালো থাকবেন।
আবারো ধন্যবাদ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
কলমের কালি শেষ বলেছেন: কথাগুলো ভাল লাগলো ।
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
নাজিয়া লিসা বলেছেন: কলমের কালি শেষ: অনেক ধন্যবাদ। :-)
৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৫৭
মাহিবী হাসান বলেছেন: পৃথিবীতে সেই সুখী যে কষ্টের সাথে যুদ্ধ ঘোষণা করে অথবা কষ্ট গুলোকে ভুলে যেতে পারে
৩০ শে মার্চ, ২০১৫ রাত ৩:০৯
নাজিয়া লিসা বলেছেন: জী। ঠিক বলেছেন। :-)
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতার মতো কিছু পড়লাম নাকি কবিতা লেখকই ভালো বলতে পারবেন। তবে কেন যেন ভালো লাগলো খুব কথাগুলো।
++
ভালো থাকবেন সবসময়