নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিয়া লিসা

আপনারে আমি খুঁজিয়া বেড়াই .......

নাজিয়া লিসা › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প ১

১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৮

ঘুম ভাংলো একেবারে শেষ বিকেলে। আর অল্প একটু পরেই সন্ধ্যা।
শীতের দুপুর শেষ হয়ে ছোট্ট বিকেলটি নামতে না নামতেই সন্ধ্যা এসে হাজির।
দুপুরে ভাতঘুম আমার খুবই অপছন্দের। বেড়াতে এসে তো আরো নয়। তাও বইটা পড়তে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছি, মনেও পড়ছে না।
রুদ্রও ডাকেনি।

দ্রুত উঠে চুলটা বাঁধতে বাঁধতেই বারান্দায় আসলাম।
সকলে বাইরে আড্ডা মারছে। শুধু আমাকেই ডাকলো না কেউ! বাহ!!!
রুদ্রও তো দেখি কফিমগ হাতে সিগারেট ধরিয়ে দিব্যি ফিকফিক করে হাসছে।
গায়ে একটা মোটে পাতলা শার্ট!!! ঈশ্বর!!! ছেলেটা কবে আমাকে শান্তি দিবে?!!!
ঝরাপাতা জড়ো করে পুরাচ্ছে হয়তো কেউ। পাতা পুরানোর মিষ্টি গন্ধ, এই গন্ধ নানুবাড়িটাকে খুব মনে করিয়ে দেয়।

স্বর্ণাই সবার আগে আমাকে দেখলো। "রুদ্রদা, তুমি না বললে মণি ঘুমুচ্ছে? কই?!"
রুদ্র হঠাৎ আমাকে দেখে বেশ অপ্রস্তুতের মতো একটুখানি হেসে ফেলল।

সন্ধ্যা হয়ে গিয়েছে।
বড় করে আগুন জ্বালিয়ে বার-বি-কিউ করা হবে। সবাই ওটা নিয়েই ব্যস্ত।
রুদ্র কাল রাতেও আমার সাথে ঝগড়া করেছে। আজকেও এড়িয়ে চলছে।
অভিমানী অভিমানী মুখ করে আমি কিছুটা সময় বারান্দাতেই দাঁড়িয়ে রইলাম। চোখে পানি চলে আসলো প্রায়।

পাহাড়ী এলাকার রাত।
কি চমৎকার একটা বুনো বুনো গন্ধ চারদিকে। অন্ধকার আকাশে একটা-দুটা করে তারা ফুটতে শুরু করেছে।
সৌম্য গীটারে টুং-টাং করতে করতে গেয়ে উঠলো "তোমার জন্য আকাশ ভরা তারা ..."।
নিমিষেই মনটা ভালো হয়ে গেলো আমার।
রুদ্র'র দিকে তাকালাম, বড্ড মায়া হল। বেচারা এই শীতেও সোয়েটার ছাড়া।

ঘরে ঢুঁকে আলো জ্বালিয়েই চোখে পড়লো আমার। ঘুম থেকে উঠার পরে তড়িঘড়িতে চোখে পরেনি।
আমার বালিশের পাশে এক টুকরো কাগজ।
রুদ্র'র লেখা।

"পাগলি ...
তোমার জন্য আকাশ ভরা তারা
আমায় না হয় খোঁপার ফুলটি দিও
বাউল মনের আকুল করা সুরে
এই পাগলের ভালোবাসা টুকু নিও..."।

বাইরে সৌম্য তখনও গেয়ে যাচ্ছে, "এই পাগলের ভালোবাসা টুকু নিও ... তুমি এই পাগলের ভালোবাসা টুকু নিও..."।
... ... ...
(কাল্পনিক)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: গল্পটা শেষ হোক ! শিরোনামহীন থেকে একটা শিরোনাম যুক্ত গল্পে পরিনত হোক !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০৩

নাজিয়া লিসা বলেছেন: এই গল্পটা আর নেই!
এই টুকুই ...
কিছু কিছু গল্পের যে শেষ হতে নেই :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.