নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিয়া লিসা

আপনারে আমি খুঁজিয়া বেড়াই .......

নাজিয়া লিসা › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প ২

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪

"সৌম্য, তুমি একদিন আমাকে সাগর দেখতে নিয়ে যাবে? খুব খুব ঘন নীল জল আর আকাশ, দুধসাদা বালু থাকবে এমন। এই ... যাবে তো?"
মণি বলেছিল।
বহু বহুদিন আগে।
পাঁচ তারকা হোটেলের বারান্দায় এসে দিগন্তজোড়া নীলকান্তমণির মতো প্রশান্ত মহাসাগর দেখে বারবার ভুলে যেতে চাওয়া ওর এই কথাই মনে পড়লো আমার।
সারা শরীর শিরশিরিয়ে উঠলো।
হা ঈশ্বর! এই ছোট শহরটি যে সাগরের তীরে, ভুলেই গিয়েছিলাম।
কাজের সুবাদে পৃথিবীর বহুদেশ ঘুরতে হলেও অত্যন্ত সাবধানে সমুদ্রতীরবর্তী সকল শহর এড়িয়ে চলি। স্বীকার করতে লজ্জা নেই, আসলে ভয় পাই।

সম্বিত ফিরে পেলাম ভাইবার কলে। অনলাইন দেখে আমার স্ত্রী কল দিয়েছে।
"হ্যালো। ... পৌঁছেছো কখন? ... তোমার সেমিনার তো কাল, আজকে রেস্ট নাও। ... পেপারস রেডী করেছো? ... তোমার ছেলে কি করেছে শুনো ... " --- ও বলতেই থাকলো। মেকী হেসে হু/হা করতে করতেই খালি পেটে যন্ত্রের মতো বিশুদ্ধ হুইস্কি ঢালতে থাকলাম আমি।

আমার এখনও স্পষ্ট মনে পড়ে সেই দিনটার কথা।
কেন যেন ভুলিনি।
কেন যে ভুলিনি!!
মে মাসের ১২তারিখ, সকাল ১১টায় টিএসসি তে বসে বড় আর ভাসাভাসা চোখের মেয়েটা ফোঁটায় ফোঁটায় ঘাম মুছতে মুছতে আমাকে বলেছিল কথাগুলো। সিগারেট নিয়ে আনমনেই শুনছিলাম। এতোটাই উৎসাহ, আবেগ, আগ্রহে ওর স্বপ্নের বর্ণনা দিয়েছিল যেন মধ্য গ্রীষ্মের সেই বৈরি আবহাওয়াতে বসেও সাগরের নোনা বাতাসের গন্ধ আর মৃদু আবেশ পেয়েছিলাম সেদিন।
--- --- --- --- ---
শেষ বিকেল।
আর ঘণ্টা খানেক পরে সূর্যাস্ত।
প্রশান্ত মহাসাগরীয় শরতের চমৎকার বাতাস, গাঙচিলের ডাক, বিপুল-বিশাল সাগর, আকাশ আর প্রাচীন স্বপ্নের মতো নিঃসঙ্গ এক সৈকত ... প্রায় স্বর্গতূল্য পরিবেশ।
হুইস্কির প্রভাবে চারপাশের জগৎটা ক্রমশই অতিপ্রাকৃত মনে হচ্ছে।

খুব ক্লান্ত আর ধীর পায়ে তীর ধরে হেঁটে চললাম।
হেঁটে চলছে সম্ভবত পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ স্বার্থপর ব্যক্তিটি।
সাগরের মতো গভীর আর জলভরা চোখের এক মেয়েকে সে ঝুরিঝুরি মিথ্যা আশ্বাস দিয়েছিল।

ওদিকে মাথার মধ্যে মণি অনবরত ফিসফিস করে বলেই চলেছে,
"এই সৌম্য ... সৌম্য ... তুমি একদিন আমাকে সাগর দেখতে নিয়ে যাবে?? ... শুনো না ... ঠিকঠিক নিয়ে যাবে তো?"

(কাল্পনিক)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:২০

সুমন কর বলেছেন: লিখতে থাকুন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯

নাজিয়া লিসা বলেছেন: জী। আচ্ছা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

এস কাজী বলেছেন: ভাল লেগেছে। কাল্পনিক হলেও সুন্দর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৩

নাজিয়া লিসা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.