নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিয়া লিসা

আপনারে আমি খুঁজিয়া বেড়াই .......

নাজিয়া লিসা › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিবিলাস!!!

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৩৭

আজকাল আমি বৃষ্টি দেখি না। আসলেই দেখি না।
দিনের বেলা হলে জানালার ফাঁক দিয়ে ধীরে বাইরে তাকাই, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখি চারপাশের আকাশটা মেঘ জমে ক্রমশ কালো হয়ে সূর্যের আলো কমে আসছে, ঝরাপাতা ধুলো মিলেমিশে বেশ ঘূর্ণি তৈরি হচ্ছে, সবাই এদিক-সেদিক দৌড়ুচ্ছে ... ...
মেঘলা দিনে আমার ভারী ভালোবাসতে ইচ্ছে হয়। আমি খুশীমনে একেওকে এসএমএস দিই "বৃষ্টি হবে! বৃ ষ্টি!" ... ...
যেইনা বৃষ্টি শুরু হয়, সোঁদা মাটির গন্ধটা বুক ভরে বার কয়েক টেনে নিয়ে দ্রুত জানালা আঁটকে ঠিকঠাকমতো পর্দা টেনে ঘর অন্ধকার করে চুপচাপ বসে গান শুনি। খুব সাবধানে থাকি যেন কোনভাবেই বৃষ্টির চমৎকার ছন্দটা কানে না আসে।
বৃষ্টি আমাকে রুক্ষ ভাবেই মনে করিয়ে দেয় ... অতীতকে, বৃষ্টিভেজা কতশত স্মৃতি, হাসি-কান্না, অভিমান, মিথ্যে প্রতিশ্রুতি, গান-কবিতা আর ভালবাসার মানুষটাকে।
ধ্যেত! সাধ করে কষ্ট পেতে কারই বা ভাল্লাগে?!
তাই আমি বৃষ্টি এড়িয়ে চলি।
কখনও বা মনের ভুলে বাইরে তাকাই। রিকশা করে যুগলরা হাত ধরে ভিজতে ভিজতে যায়, তাদের চোখের স্বপ্ন, লজ্জা, ভালোবাসা
আমি এতদূর থেকেও স্পষ্ট দেখতে পাই। এক দঙ্গল কলেজ/ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়ে হৈচৈ করে খিলখিলিয়ে হাঁসতে হাঁসতে যায়। গিটার কাঁধে নিয়ে উদাসী কিশোর অথবা বৃষ্টি, চোখের জল, কাজল মিশিয়ে আনমনে হেঁটে চলা অভিমানী তরুণী ... ... লোভীর মতো সবাইকে এক নজর টুপ করে দেখে নিয়ে তাড়াতাড়ি আমি আমার অন্ধকার নিঃশব্দ পৃথিবীতে চলে আসি।
এই প্রাণবন্ত রঙ-শব্দ-অনুভূতির প্রাচুর্যে ভরপুর জগৎটি আমার মতো অভিশপ্ত নিঃসঙ্গ মানুষগুলোর জন্য নয়, একটুও নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ ভোর ৬:৫১

জনৈক অচম ভুত বলেছেন: এ তো দেখছি বৃষ্টিকার্পণ্য! :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.