![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ । পানির দামে বিক্রি ( অতি অল্প দামে) ঃ পানি এখন আর সস্তা নেই। পানি এখন অনেক জায়গায় দুধ এবং তেলের চেয়েও দামী । উত্তরবঙ্গের কিছু জায়গায় ১-২ লিটার পানির দাম ৩৫ টাকা আর ১ লিটার দুধের দাম ৩০ টাকা । উন্নত বিশ্বে তো তেলের চেয়ে পানির দামই বেশী ।
২। চেনা বামুনের পৈতা লাগেনা ( যোগ্য লোকের জন্য সুপারিশ লাগেনা ) ঃ অধিকাংশ সরকারী চাকরির ক্ষেত্রে আপনি যতই যোগ্যতা সম্পন্ন হন না কেন উৎকোচ, প্রভাবশালীদের সুপারিশ এবং কোটা ছাড়া আপনি বোটা ছাড়া হয়ে যেতে পারেন।
৩। কাকের মাংশ কাকে খায়না ( স্বজাতির কেউ ক্ষতি করেনা) ঃ এই প্রবচনটি বাংলাদেশীদের ক্ষেত্রে বেশী উলটো হয়ে যায়। কারন তারা স্বজাতির ক্ষতি করে হলেও আপন কোলে ঝোল টানে। স্বয়ং যারা এ রাষ্ট্রটি পরিচালনা করে তারা দেশের ভাল চিন্তা না করে নিজের স্বার্থের দিকেই বেশী নজর। ১০০ জনের ক্ষতি করে হলেও নিজের ষোল আনা ঠিক রাখা চাই।
৪। মাছে ভাতে বাঙ্গালীঃ এই প্রবচনটি ঐতিহাসিকভাবে সঠিক হলেও বর্তমানে এর পক্ষে যুক্তি দাড় করানো অসম্ভব। আগে খাল, বিল, পুকুর, নদীর পুরোটাই থাকত নানান প্রজাতির মাছের দখলে। আধুনিক কৃষি প্রযুক্তি, পকুর-নদী ভরাট, আমাদের অপরিনামদর্শী লোভ এবং সর্বোপরি পরিবেশ বিপর্যয়ের কারনে দেশী মাছ বিলুপ্তির দিকে। কয়েকশ দেশী প্রজাতির মাছের ইতিমধ্যে বিলুপ্তি ঘটেছে। বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হলেও তা চাহিদা মিটাতে হিমশিম খাচ্ছে। অতিমুল্যের কারনে মাছে অনেকটা নিম্ন বৃত্ত এবং মধ্যবৃত্তের নাগালের বাহিরে।
২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:২৯
সুমন কর বলেছেন: ঠিক বলেছেন।
৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২২
ঢাকাবাসী বলেছেন: একদম ঠিক।
৪| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:০৩
পুলহ বলেছেন: ইন্টারেস্টিং! আরো কয়েকটা প্রবাদ সন্নিবেশিত করতে পারলে আরো সমৃদ্ধ হোত পোস্টটা।
তারপরো ভালো লেগেছে; ভিন্নধর্মী লেখা!
শুভকামনা ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:২৫
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: তামিম কালা পারানা , কি আছে গেবনে , এইসবের ভবিষ্যত খুব উজ্জ্বল মনে হয়