![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ টাকার কয়েনের বদলে মুদ্রা হিসেবে চকলেটের প্রচলন এখন অহরহ ব্যাপার। দোকান্দাররা ১ টাকা থেকেও না থাকার ভান করে শিশু বানিয়ে চকলেট হাতে তুলে দেন।
তো একদিন এক দোকান্দার আমাকে ১ টাকা কয়েনের বদলে চকলেট দিয়েছিল, আমি চকলেটটি না খেয়ে পকেটে রেখে দিলাম। উদ্দেশ্য আমি এই চকলেটটি মুদ্রা হিসেবেই আবার ফিরত দিবো। পরেরদিন একই দোকানে ১ টাকার বদলে চকলেটটি বিনিময় হিসেবে দিলাম। বেটা বললো 'এটা কি দিলেন'. আমি বললাম এটা ১ টাকার মুদ্রা ঐ যে আপনি দিলেন আমাকে। বেটার বলার আর কিছুই রইল না।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫২
মেহেরুন হাসান বলেছেন: আমরাও ডিজিটাল হচ্ছি মনে হচ্ছে ..