![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা এক লোভী কুকুরের বাস ছিল। লোভী বললে ভুল হবে অত্যান্ত লোভী। তার এই লোভ-লালসার জন্য কত যে আক্কেল সেলামী দিতে হয়েছে তাকে তার হিসেব নেই। প্রতিবারই সে বলে “ আমার খুব শিক্ষা হয়েছে”; প্রতিজ্ঞা করছি ভুলেও আর লোভে করব না। কিন্তু বারবার সে তার প্রতিজ্ঞার কথা ভুলে যায় এবং লোভী থেকে আরো লোভী হয়ে উঠে।
একদিন বিকালে কুকুরটির ক্ষুধায় পাগল্র মত অবস্থা হয়েছিল। সে কিছু খাবার সন্ধানের সিন্ধান্ত নিয়েছিল, এবং তা অতি সত্বর। তার বাড়ীর পাশেই ছিল একটি ব্রিজ। সে নিজে নিজে ভাবল যে আমি ব্রিজের ও পাড়ে গিয়ে খাবার খুঁজব কারন সেখানে খাবার ভাল পাওয়া যায়।
সে কাঠের ব্রিজের উপর দিয়ে হেটে চলে অপর পাড়ে এবং নাক শুঁকে খাবার খুজতে লাগল। হঠাত সে দেখল কিছু দূরে একটি হাড় শুয়ে আছে। “ আহ! আমি মনে হচ্ছে অনেক সুভাগ্যবান, হাড়টিও অনেক সুস্বাদু হবে” –সে বলল।
কোন সময়ক্ষেপণ না করে সে হাড়টি নিয়ে খাওয়ার সিদ্ধান্ত নিল, যখনই মুখে নিবে তখনই তার মনে শঙ্খা জেগে উঠল এই ভেবে যে কেউ হয়ত আমাকে দেখছে, আর দেখলেই আমাকে হাড়টি তাদের সাথে শেয়ার করতে হবে। বরং ভাল হাড়টি বাড়ীতে নিয়ে গিয়ে তারপর খাই। হাড়টি মুখে নিয়ে বাড়ীর দিকে চলল।
যখনই কাঠের ব্রিজটি পেরোবে, কুকুরটি ব্রিজের নিছে নদীর পানির দিকে তাকাল। সেখানে নিজের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু বোকা কুকুর ভুলকরে ভাবল আরেকটি কুকুর হার নিয়ে দাঁড়িয়ে আছে। ঈশ! কতইনা ভাল হত যদি ওই কুকুরটির হাড়টি আমি চিনিয়ে নিতে পারতাম, তাহলে আমার কাছে দুটি হাড় থাকত।
তারপর, লোভী কুকুরটি আক্রমের মনোভাব নিয়ে তার প্রতিম্বের দিকে গরগর করতে থাকল। প্রতিম্বটিও ফিরতি গরগর করতে লাগল। কুকুরটি সম্পুর্ন রেগে গেল। এবার সে উচ্চস্বরে ঘেউ! ঘেউ! করতে লাগল। ঘেউ করার কারনে তার মুখ খুলে হাড়টি নদীর পানিতে পড়ে গেল। হাড়তি পানিতে পড়ে পানিকণারস্ফীতি লক্ষ্য করার পরেই কুকুরটি বুঝতে পারল এটা অন্য কুকুর নয়, শুধুমাত্র তার প্রতিবিম্ব। কিন্তু এখন আর কিছুই করার নেই। অতিলোভের কারনে তার নিজের কুড়ানো হাড়টিও সে হারাল। তার ক্ষুদা আর মিটানো গেল না।
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬
এম এ কাশেম বলেছেন: সমাজে এমন কুকুরের অভাব নাই।
চোখ বন্ধ করে দেখলে তেমন অনেক কুকুর দেখা যায়।