নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাজিমুদ্দিন

নাজিমুদ্দিন পাটওয়ারী

আমি লেখা লেখির পোকা।

নাজিমুদ্দিন পাটওয়ারী › বিস্তারিত পোস্টঃ

ছারপোকা কথন

২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ঢাকা শহরে আমাদের পরিচিত বেডম্যাট ছারপোকা। আমার হল জীবনের স্মৃতির এক বিশাল অংশ কামড়িয়ে ধরবে এ পোকাটি। রাত্রে শোয়ার বেলায় আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক ছারপোকা আপনার পাশে থাকবে। কেননা সে আমাদের ঘুমিয়ে নয়, জেগে জেগে স্বপ্ন দেখতে শিখায়। ঘুমের কবল থেকে আমাদের প্রচুর সময় অপচয়ের হাত থেকে রক্ষা করে।

ছারপকার সাথে সুসম্পর্কের কারনেই আমরা তাহাকে অকাতরে বিনামূল্যে রক্ত বিলিয়ে দি। মুর্মূর্ষু কোন রোগীকেও আমরা এত রক্ত বিলিয়ে দি না। ঢাকা শহরের সব ম্যাচে এবং বিশ্ববিদ্যালয় হলে আমরা এই পোকাটিকে অতি যত্নের সাথে আদর-সমাদর করি। আমাদের সবচেয়ে মেহমান তারা। এক কথায় ছারপোকার সাথে আমাদের রক্তের সম্পর্ক। নাহলে কি এত কিছু।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার চুলগুলো গরম পানি ও সাবান, শ্যাম্পু দিয়ে পরিস্কার করবেন, জামাকাপড় গরম পানিতে ধুবেন; মাথা চুলকায় কিনা দেখবেন; চুলকালে হালকা গরম পানিতে ডিডিটি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন।

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

অতঃপর হৃদয় বলেছেন: ছারপোকার কথা শুনলাম তবে অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা অর্জনের জন্য ছারপোকার সাথে থাকতে হবে।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন: দারুন একটা বিষয় নিয়ে লিখেছেন । যে না দেখেছে ছারপোকা আর না খেয়েছে এর কামর, বুঝিবে কি সে এর দাপট ।
দেয়া নীচে এ সাথে দেয়া হল ছারপোকা ও তার কামরের দাগের ছবি । কিছু দিন ছারপোকার সাথে করলে বসবাস দৌড়াতে হবে ডার্মালোজিস্টের কাছে ।
ছারপোকা

ছারপোকার কামরের দাগ


ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.