![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফ দরিদ্র পরিবারের সন্তান। শিক্ষার আলো পায়নি। গ্রামে দিনমজুরী শ্রমিক হিসেবে কাজ করে। সাধারণত দরিদ্র পরিবারগুলোতে ২০ বছরে ছেলেদের বিয়ে হয়ে যায়। কিন্তু আরিফ এখনো অবিবাহিত। তবে দু একটা প্রেম সে সবসময় চলমান রাখে। এলাকার মেয়েদের উত্যাক্ত করার অভিযোগও তার বিরুদ্ধে শুনা যায়।
অন্যদিকে পারভিন বেগম ২ সন্তানের মা। স্বামী থাকে বিদেশে। আমাদের পাশের বাড়ীর বাসিন্দা। একদিন এক বড় ভাইয়ের সাথে তাদের ঘরে গিয়েছিলাম। আমাদের সাথে কথা বলার এক পর্যায়ে আমাদের জন্য নাস্তা আনতে ভিতরে চলে গেছেন পারভিন বেগম, তবে তার ব্যাক্তিগত মোবাইলটা রেখে গেছেন আমাদের সামনে। কোন কারনে আমার ইচ্ছা হল যে আমি একটু মোবাইলটা ধরে দেখি; একেবারেই মনের অবচেতনে; বন্ধুদের মোবাইল দেখলে যা সবসময় করি। যদিও কারো ব্যাক্তিগত মোবাইল ধরা উচিৎ নয়। মোবাইলের গ্যালারী না খুলতেই ‘কেচু খুঁড়তে গিয়ে বের হয়ে আসল সাপ’। এই সাপ সবাই মিলে দেখার অযোগ্য। নিজেই হতভম্ব হয়ে গেলাম কিভাবে একজন মহিলা এই সাপ রাখতে পারে। মহিলা আসার আগেই তাড়াতাড়ি মোবাইলটি পুর্বাস্থায় রেখে দিলাম।
তার ছটফট আর ছনমনে অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারলাম তার ভেতরে আগুন জ্বলছে। মনেহয়, এ আগুন আরো দাউ দাউ করে জ্বালিয়ে দেয় ক্লিপগুলো।
তো কয়েকদিন পরের ঘটনা। আরিফসহ কয়েকজন দিনমজুর গিয়েছিল পারভিনদের বাড়িতে মাটি কাটার জন্য। সেখান থেকেই তাদের দেখা হয়, কথা হয়। আস্তে আস্তে সম্পর্ক বাড়তে থাকে। একে অপরের প্রতি দুর্বলতা তৈরি হয়। এক পর্যায়ে তা গাঢ় প্রেমে রুপ নেয় সবার অগোচরেই।
একদিন হঠাত খবর শুনা গেলো মহিলাটি ঐ ছেলের সাথে পালিয়ে গেছে। এই খবর শুনে গ্রামের সবাই হতভম্ব। মহিলাদের বাড়ির নাম পাটওয়ারী বাড়ী, তাদের বাড়ীর সুনাম ডাক রয়েছে এলাকায়। এই ঘটনাটি তাদের জন্য চরম মানহানিকর এবং লজ্জার।
তো তারা দুজন বিয়ে করে ফেলল। ছেলের বাড়ীতে সারা গ্রাম থেকে লোক আস্তে শুরু করল তার বৌ দেখার জন্য। পুরানা বৌ নতুন মোড়কে দেখা আর কি।
গ্রামে এ নয়ে সালিশ দরবার, ঘাত-প্রতিঘাত কম হয়নি। কোন একদিন কে বা কারা ছেলেটাকে ভেদম মারা মারল, সম্ভবত পাটওয়ারী বাড়ীর লোকেরা।
অন্যদিকে মহিলার আগের প্রবাসী স্বামী মহিলাকে শিক্ষা দেয়ার জন্য একটা খেলা খেলল। বিদেশ থেকে ফোন করে বলল “ যা করছ ভুল করছ, কিন্তু এখনো তোমার সময় আছে আমার কাছে ফিরে আসার, আমি সবকিছু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব”। আগের স্বামীর এ মনভুলানো কথায় সাড়া দিয়ে ছেলেটীকে তালাকনামা পাঠাল। ছেলেটিও রাজী হল।
কিন্তু এরপররই আগের স্বামী তাকে ঘরে উঠাতে অপরাগতা প্রকাশ করল। মহিলাটি পড়ে গেল উভয় সংকটে। তার আমও গেল চালাও গেল।
বিদেশ থেকে এসে লোকটি নতুন বিয়ে করল। আর মহিলাটি হয়ে গেল উদ্ভ্রান্ত, ঘৃণিত এক মানুষ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আহা বেচারি আবেগের বশে কী ভুলটাই না করলো!
৩| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৯
রাশেদ রাহাত বলেছেন: ইহা খুবই সাধারন গল্প। আমার এক পরিচিতা আছেন যিনি তার পাঁচ ছেলে সন্তার ও স্বামী থাকার স্বত্বেও পরক্রিয়ায় ডিগ্রি করা।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৬
মানবী বলেছেন: পোস্ট না পড়ে শুধু শিরোনাম পড়ে মন্তব্য করছি কারন অত্যন্ত হাস্যকর ও আপত্তিকর শিরোনাম।
পরকীয়া নিন্দনীয় নিঃসন্দেহে তবে এক্ষেত্রে ভদ্রমহিলার বয়সকে হাইলাইট করা কেনো!
আমাদের দেশে এক অসুস্থ মানসিকতার অসুস্থা চর্চা, ষাটোর্ধ বৃদ্ধ অনায়াসে ষোড়শী কিশোরিকে বিয়ে করতে পারে, একটুও অস্বাভাবিক নয়; অথচ ২৫ বছরের নারী ২৪ বছরের পুরুষের সাথে বিয়ে হলেই কানাঘুষা আর কটাক্ষ শুরু হয়ে যায়!
আযরত মুহম্মদ(সঃ) ২৫ বছর বয়সে ৪০ বছরের হযরত খাদিজাকে(রাঃ) বিয়ে করে উদাহরন রেখে গেছেন অথচ তাঁর সেই উদাহর উপেক্ষা করে বহুবিবাহ নিয়ে আমাদের সুবিধাবাদী সমাজ ব্যস্ত। আর সেকারনে দেখা যায়, স্ত্রী বিয়োগের পর একজন বৃদ্ধ পুরুষের দ্বিতীয় বিয়ে খুব স্বাভাবিক তবে একজন মধ্যবয়সী বিধবার বিয়েটা আমরা বাাঁকা চোখে দেখি। বৃদ্ধা বিধবাদের পূনর্বিবাহের কথাতো প্রায় অকল্পনীয়।
আবারও বলছি, পোস্টের একটি লাইনও পড়া হয়নি, শিরোনামের কারনে মন্তব্য।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
এখন আপনার চান্স, মিস করলে আপনি ঠকবেন।