![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজার থেকে কিনেছি ১৫ দিন হল। আজও সে অক্ষয়, অমর এবং সতেজ। প্রানবন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার পূর্বপুরুষরা বড়জোর ৩-৪ দিন বাঁচত , কিন্তু আজ তাদের প্রজন্ম বোটা থেকে ভুমিষ্ট হওয়ার পর থেকে বেঁচে যাচ্ছে মাসকে মাস। বোটা থেকে ছাড়ানোর পর তাদের এমন এক পানি দিয়ে গোসল করানো হয় যা তাদের দীর্ঘজীবী হতে সাহায্য করে। অন্যদিকে তাদের ভক্ষক মানুষেরা হয় ক্ষণজীবী।
তাইতো বলি কারো পৌষমাস কারো সর্বনাশ।
মানুষের পক্ষ থেকে এই সর্বনাশ থেকে রক্ষা পাওয়ার জন্য কত আইন কত উদ্যোগের গল্প শুনি। কিন্তু সে আইন আর কথার বুলির বাস্তবায়ন স্বল্প। এই সমস্ত রাঙ্গা টমেটো এবং তাদের সহজাতী সবজী আর তাদের ন্যায় সুবিধাপ্রাপ্ত ফলফলাধিদের খোঁজার জন্য মাঝে মাঝে মানুষেরা অস্ত্র বগলে ঝটিকা অভিযান পরিচালনা করে থাকে। তবে তা কয়েকদিন পরে শিথিল হয়ে যায় বাজারের উপরীর গরমে।
তাই অদৃষ্টের নিষ্ঠুর পরিহাসে আমাদের বরণ করে নিতে হচ্ছে এই অক্ষত রাঙ্গা টমেটোদের কিংবা তাদের প্রতিবেশীদের।
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪
সাদা মনের মানুষ বলেছেন: জয়তু টমেটো
৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪
পিলিয়ার বলেছেন: ভাই আমি নিশ্চিত আপনি এই টম্যাটো টার জন্মো দিন পালন করতে পারবেন. তখন ও এ ভাবে ই হাসবে।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৮
মার্কো পোলো বলেছেন:
নতুন প্রজন্মের আয়ুষ্কাল বেড়েছে।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪০
মাজুবিবি বলেছেন: শুধু টেমেটো কেন? আপেলের কথাও বলুন। কত্ত সুন্দর! নাদুশ নুদুশ টস্ টসে থাকে। আমার খুব লোভ হয়, জানতে ইচ্ছা করে কোন ব্রান্ডে প্রসাধনী তুমি মাখ গোও? আমিও যদি তোমার মত এভারগ্রীন থাকতে পারতাম!
৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১
মারিয়া ফেরদৌসী বলেছেন:
৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন:
বিশুদ্ধ ফরমালিন যুক্ত ফেয়ারনেস ক্রিমের অ্যাডও আসতে পারে কয়েকদিন পরে। বলা যায় না, আপনার টমেটোর গল্পই হয়তো সেই অ্যাডের বিষয়বস্তু হতে পারে।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৯
রাশেদ রাহাত বলেছেন: জয় ফরমালিনের জয়।