![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে চারটি প্রধান ধর্ম আছে । প্রত্যক ধর্মের মানুষই কিছু উৎসব পালন করে থাকে । ভিন্ন ধর্মের হলেও আমরা একে অন্যের উৎসবে যোগ দিই। মুসলমানরা ঈদের দিন মসজিদে ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন । অন্য ধর্মালম্বীদের আমন্ত্রন জানান। এই ভাবেই তো আমরা ছোট বেলা থেকে চলে এসেছি । শুভেচ্ছা বিনিময় করে আমরা সকলে খাওয়া- দাওয়ার পাট শেষ করি । সবাই সবাইকে সলাম করে ঈদের সালামি নেই বা দেই। ছোট বাচ্চা দলবেধে ঘুড়ে বেড়ায় খেলা ধুলা করে ও আনন্দেমেতে ওঠে । আবার হিন্দু ধর্মালম্বীরাও তাদের পূজা - পার্বণে বিভিন্ন লোকদের দাওয়াত করে থাকেন । একই ভাবে বৌদ্ব ও খ্রিষ্ঠান লোকেরাও তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে থাকেন । আর এই ভাবেই আমরা একে অন্যের সাথে মিলে মিশে চির দিন বসবাস করে এসেছি । বাংলাদেশে আমাদের ধর্মীয় উৎসব মিলে মিশে পালন করি । কেন হবে খুন কেন হবে হত্যা । যত দিন রবে পদ্মা- মেঘনা, যমুনা ও বাংলার মান চিএ তত দিন আমরা সবাই রয়েছি এবং থাকবো ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৯
মহা সমন্বয় বলেছেন: উগ্রবাদীদের দমন করা গেলেই আর হত্যা হবে না। দিন দিন আমাদের দেশ উগ্রবাদীদের আখড়ায় পরিণিত হচ্ছে।