![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারে তুমি অশেষ করেছো, এমনি লীলা তব— ফুরায়ে ফেলে আবার ভরেছ, জীবন নব নব
শহীদ মাহমুদ জঙ্গি। আশি-নব্বই দশকে যারা ব্যান্ড গান শুনেছেন, তারা নামটির সঙ্গে পরিচিত। সোলস, রেনেসাঁ, এলআরবি ছাড়াও লিখেছেন বেশ কিছু শিল্পীর গান। তিনি গীতিকবি হিসেবে যতোটুকু গুরুত্বপূর্ণ, সমান গুরুত্বপূর্ণ অন্য একটি কারণে। একটি মিউজিক ইন্ডাস্ট্রিকে চোখের সামনে গড়ে উঠতে দেখা, নব্বই দশকের যে সব তারকারা আজো দাপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ, তাঁদের উত্থান-পতন দেখা কম গুরুত্বপূর্ণ নয়।
তিনি প্রচারবিমুখ হলেও প্রচুর প্রাণশক্তির অধিকারী একজন মানুষ। গান নিয়ে ভাবেন, ভাবতে ভালোবাসেন। নতুনদের লেখা পড়েন, ভালো লাগা-মন্দ লাগা নির্ভয়ে জানান। এ ‘রকম মানুষের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। সৌভাগ্যবশত আমরা পেয়েছি। সোলসের বিখ্যাত গান ‘চায়ের কাপে পরিচয় তোমার সাথে’ শুনেনি এমন কোন শ্রোতা কি আদৌ আছে? অথবা ‘এরই মাঝে রাত নেমেছে’র মতো হৃদয়ছোঁয়া গান ? বাংলাদেশে ব্যান্ডসংগীতের জনপ্রিয়তায় সোলসের অবদান অনেক। গীতিকবি হিসেবে এ অবদানের অনেকখানি শহীদ মাহমুদ জঙ্গির।
তিনি জীবনকে দেখেছেন নানা দৃষ্টিতে। তার লেখা গানে সে প্রমাণ মেলে। একদিকে পার্থ বড়ুয়ার জন্য লিখেছেন, ‘আমি ভুলে যাই তুমি আমার নও’ অন্যদিকে রেনেসাঁর জন্য লিখেছেন ‘তৃতীয় বিশ্ব এমনই বিস্ময়।’ দেশের গানেও সেই দৃষ্টিভঙ্গীর পরিচয় পাওয়া যায়। ‘হে বাংলাদেশ, তোমার বয়স হলো কতো ? এখনো হেলে আছো একদিকে, যেন যে কোন সময় ভেঙে পড়বে।’ এভাবে কি আর কেউ লিখতে পেরেছেন ?
বাংলা রকের এক অবিস্মরণীয় সৃষ্টি এলআরবি’র ‘একদিন ঘুম ভাঙা শহরে।’ এ গানের জনপ্রিয়তা আজো মিলিয়ে যায় নি। নব্বই দশকের ব্যান্ড সংগীত এর আগে এতো নাগরিক শব্দচিত্রকল্পের দেখা পায়নি। শহীদ মাহমুদ জঙ্গি তা দেখিয়েছিলেন। বিরহেও তিনি অনন্য। ‘সময় যেন কাটে না, বড় বড় একা লাগে/এই মুখর জনারণ্যে, বিরহী বাতাস বহে শুধু তোমার জন্য’র মতো গানগুলো আজো শ্রোতারা গুণগুণিয়ে গান।
আজ শহীদ মাহমুদ জঙ্গির জন্মদিন। জীবনকে তিনি নানাভাবে উপলব্ধি করেছেন। আরেকটা প্রমাণ দিচ্ছি, 'হৃদয় কাদা মাটির কোন মুর্তি নয়।' যারা গানটা শুনেছেন তা নিয়ে আবার ভাবুন। এতো সহজে গভীর কথা লেখা যায় ওনার লেখা না দেখলে বিশ্বাস করতাম না। এই লেখাটা লেখার কারণ হলো, তিনি এই পৃথিবীর সবচে সুন্দর লিরিকের একটি এমনভাবে লিখেছেন, যা আর কেউ লিখতে পারবে না। এ’রকম ক্ষমতা সবাইকে দেয়া হয় না। গানটি রেনেসাঁ গেয়েছিল, পিলু খানের সুর। লেখাটি উল্লেখ করছি।
'আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে,
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই
আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে
আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই
রেললাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতে নয়
প্রতিটি শিশু মানুষ হোক, আলোর ঝরনাধারায়
শিশুর আনন্দমেলায় স্বর্গ নেমে আসুক'
প্রিয় শহীদ মাহমুদ জঙ্গি,
আপনার জীবনে স্বর্গ নেমে আসুক।
শুভ জন্মদিন।
০৬।০২।১৬
পাদটীকাঃ আমি অতি নগন্য মানুষ। তা সত্ত্বেও দু'একবার জঙ্গি ভাইয়ের সাথে কথা হয়েছে। যতটুকু কথা হয়েছে, তিনি একটুও বুঝতে দেন নি, আমার বয়স কম কিংবা ওনি অনেক সিনিয়র। আন্তরিকতার কোন ঘাটতি তাঁর চরিত্রে নেই। শেষবার যখন কথা হলো, ওনি জানিয়েছিলেন নতুন কিছু গান লিখছেন। হয়তো বা শিগ্রই তা প্রকাশিত হবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
নাজমুস সাকিব রহমান বলেছেন: ওনার অনেক গান আছে। এ মুহূর্তে মনে পড়ছে সোলসের 'ভালোবাসী ঐ সবুজের মেলা', নাসিম আলী খানের 'জতিন স্যারের ক্লাসে' বা আইয়ুব বাচ্চুর জীবনের প্রথম গান 'হারানো বিকেলের গল্প বলি' বা পার্থ বড়ুয়ার 'বন্ধ হয়ে গেছে সব ক্যাফে আর রেস্টুরেন্ট / বৃষ্টি ভেজা রাস্তায় ফাঁকা হয়ে গেছে বাসস্ট্যান্ড।' বাংলাদেশের প্রথম চাটগাইয়া ব্লুজও ওনার লেখা, রেনেসাঁ করেছিল 'ননাইয়া ননাইয়া কথা কই'।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
চাঁদগাজী বলেছেন:
গান শুনেছি, কিন্তু এগুলো যে, উনার তা জানা হয়নি; ভালো, জীবনের গান লিখেছেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০
নাজমুস সাকিব রহমান বলেছেন: সৃষ্টির সাথে সবারই পরিচয় থাকে, কিন্তু তাঁর স্রষ্টাকে চেনা জরুরী। কোন এক কারণে আমরা জাতিগতভাবেই এ ব্যাপারটা এড়িয়ে যাই। কেন যাই, জানিনা। যারা ওনার গান গান, তারাও ওনার নাম নেন না। রেনেসাঁকে নিতে দেখা যায়। বাকিরা ঠিক ক্রিয়াশীল নন।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২
আরণ্যক রাখাল বলেছেন: তার নাম শুনিনি আগে। ধন্যবাদ চিনিয়ে দেয়ার জন্য
পোস্টটি সুন্দর। গোছালো