| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্র এমন গোঙ্গায় কেন সারারাত
সেকি আরিথিউসার অপমানের কান্না?
প্রবল জলের ভেতর সূর্যাস্তের আকাশ
কেমন নি:শেষে ঢেলে দেয় তার সোনার থালা ;
সমুদ্রে।
নিস্তব্ধ দাঁড়িয়ে থাকি সৈকতে
সামুদ্রিক পাখি আর ঈগলের চিরায়ত প্রতিশোধ প্রতিশোধ খেলা দেখি।
সাগরেরবুকের গহনে খুঁজি আরেক আকাশ।
অস্থির ঢেউগুলো দেখতে দিলোনা।
কতোবার!
কতোবার!
ফিরে গেছি।
জলধির কী যে টান ধীবরেরা জানে।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬
বিজন রয় বলেছেন: কেমন আছেন আপা!!
নতুন পোস্ট নিয়ে হাজির হন।